আর নয় ” PASSWORD ” ঝামেলা । নিজের চেহারা দিয়ে LAPTOP বা PC ওপেন করুন…..শুধুমাএ যাদের WEBCAM আছে ।

সবাইকে আমার সালাম , প্রীতি  ও শুভেচ্ছা  ।

Biometric Security - সংক্ষিপ্ত আকারে এর মানে হচ্ছে , চেহারা বা কন্ঠস্বর বা হাতের আঙ্গুলের

ছাপ দিয়ে কোন ইলেকট্রনিক ডিভাইস বা প্রোগামকে UNLOCK করা ।

WEBCAM - সহজলভ্য ও প্রাপ্তি হিসেবে এটি সাধারণভাবে LAPTOP বা PC এর একটি অপরিহার্য

অংশ । এর সাহায্য নিজের চেহারা দিয়ে আপনি LAPTOP বা PC এর WINDOWS খুলতে পারবেন ।

তার জন্য ছোট একটা SOFTWARE ইনস্টল করতে হবে । পোষ্টের শেষে লিংক পাবেন  DOWNLOAD

করার জন্য । অনান্যা সফ্টওয়্যারের মত এটাকে ইনস্টল করার পর অটোমেটিকভাবে ওপেন হবে আপনার

চেহারার ছবি নেওয়ার জন্য । আপনার WEBCAM তখন ACTIVATE হবে এবং বিভিন্ন PORTION এ

নিজের ছবি রেকর্ড করুন । এরপর এটি পরবর্তী ধাপে  PASSWORD চাইবে আপনার FACE দিয়ে

PROFILE  তৈরির জন্য । নিজের পছন্দমত PASSWORD দিন এবং SAME PASSWORD আপনার WINDOWS ADMINISTRATION USER ACCOUNT ও দিন । বুঝিয়ে বলছি , এ SOFTWARE

আপনার চেহারা ও পাসওয়ার্ড  দিয়ে নিজে একটা USER ACCOUNT তৈরি করবে । যখন LAPTOP

বা PC  ওপেন করবেন তখন এ SOFTWARE ও WINDOWS এর একসাথে দুটো USER ACCOUNT

পাবেন । প্রথমবার SOFTWARE টর USER ACCOUNT এ ক্লিক করুন ( পরেরবার এটা নিজেই চালু

হবে )  WEBCAM সয়ংক্রিয়ভাবে চালু হবে আপনার চেহারা দেখার পর চালু করবে WINDOWS ।

মনে রাখবেন , ইনস্টল করার পর WEBCAM চেহারার যে FLASH ও PORTION তুলবে আপনার 

চেহারায় সেটা যেন সবসময় থাকে  যখন LAPTOP বা PC চালু করবেন  ।

SOFTWARE  টি আগে ফ্রি ছিল না । এখন কিছু  FEATURE ছাড়া বাকিটা ফ্রি করে দেওয়া হয়েছে ।

অনেক চেষ্ঠা করেছি CRACK এর জন্য । যেগুলো পেয়েছি কাজের বদলে অকাজ বেশি করেছে । চিন্তা

করবেন না , FREE VERSION এর ব্যবহার UNLIMITED ।

WINDOWS XP থেকে শুরু করে সর্বশেষ ভার্সনেও ইনস্টল করা যায় এমনকি APPLE  MAC ভার্সনও

পাবেন । আশা করি আপনাদের ভালো লাগবে । প্রশ্ন থাকলে COMMENT করতে পারেন এবং নিচের

LINK থেকে DOWNLOAD করে নিন ।

KEYLEMON - DOWNLOAD

Level 0

আমি Metaloxide। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ei software jodi amake e vule jay tokhon pc open korbo kivabe?!!

    Level 0

    Apnar asonka omulok. Karon eti apnar chobi record kore rakhbe. Bebohar kore dekhun. Tobe apni caile proti mash ba proti soptahe ekbar kore apnar ceharar portiongulu porinorton kore nite paren. Oprottashito laptop ba pc error hole windows administration user diye log in korte parben. Pls post ta ektu valo kore porle puruta bhujte parben…

ভাই আমি 2.4.2 এর মিডিয়াফায়ার ডাউনলোড লিংক দিলাম
আর এরকম সফটওয়্যার খুজে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড সাইট ও দিলাম
http://filecrop.com/75555569/index.html দেখে নিন । ভাল লাগলে বলবেন আরও অনেক কিছু দিব ।

    Level 0

    @bd-সুজন: Bhai ami download korey install korsi bt patch kothay install korbo bujte parsi na. ektu ki bolben patch kothay install korbo and kivabey????

      Level 0

      Apnar face record korar aghe etake patch kore nite hobe. Tar jonno software ti je jaigai install
      korecen jemon ( program file ) sekhane etike patch korte hobe. Mone rakhben install korar por
      software ti calo hoye gele bondo kore tarpor file patch korben. hoye gele open kore face record korun.

Level 0

ধন্যবাদ সুজন ভাই। Luxand Blink ব্যবহার করেন (mamun009) উনার জন্য, জানিনা কি কারনে কমেন্ট দৃশ্যমান হচ্ছে না। Keylemon free or পোর্টেবল ভার্সন দুটোই Luxand এর চেয়ে শক্তিশালী।Keylemon এর face recognition pulse bit স্ট্রং এবং অনেক বেশি। শুধুমাএ record করা চেহারায় windows ওপেন করা যাবো । settings এ timing এডজাস্ট করতে পারেন। আর webcam এর সামনে কোন কিছু আসলে দ্রুত Blink করতেশুরু করে।

Level 0

bd sujon vai আপনার দেয়া লিঙ্ক থেকে RAR ফরমেটের ফাইলটা নামালাম । কিন্তু পাসওয়ার্ড দেয়া । কি করব ???