উইন্ডোজ ফোন লুমিয়াতে যদি নেট এক্টিভেট করতে না পারেন

উইন্ডোজ ফোন লুমিয়াতে যদি নেট এক্টিভেট করতে না পারেন

উইন্ডোজ ফোন লুমিয়াতে  যদি নেট এক্টিভেট না করতে পারেন তখন একটি সফটওয়্যার এর সাহায্য নিয়ে আপনাকে একটিভেট করতে হবে। বাংলাদেশে এখনও অনেক মবাইল অপারেটর এটি সাপোর্ট করে না। সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ ফোন এর মার্কেট প্লেস এ যেয়ে ‘ নোকিয়া নেটওয়ার্ক সেটাপ’ নামক সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে আপনাকে যেগুলো করতে হবে
-- নোকিয়া নেটওয়ার্ক সেটাপ ‘১.৬.৩.০’

-- সফটওয়্যার ওপেন করে এই + বাট্টনটি চাপুন

-- কানেকশন নেম আপনার মোবাইল অপেরেটর এর নাম লিখুন ‘ আমার যেহতু রবি তাই আমি রবিরটা দেখাচ্ছি (Robi-INTERNET, আপনি চাইলে Robi-INTERNET এর স্থানে Wap ও লিখতে পারেন)

-- এক্সেস পয়েন্ট যদি আপনি Robi-INTERNET  লিখে থাকেন তাহলে Internet লিখবেন, আর যদি Wap থাকে তাহলে স্কিপ করে যাবেন ।

-- সব কিছু কনফিগ করার পর সেভ করে সফটওয়্যার থেকে বের হয়ে আসবেন ।

-- এর  পর আপনি নিয়মিত ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।

লুমিয়ার কিছু কিছু মডেল এ এই সমস্যা হয়ে থাকে ডিফল্ট কনফিগ থেকে নেট সেটআপ করা যায়ে না।

Level 0

আমি হাসান তানভীর মনসুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস