
আমার খুব পছন্দের একটি গেম (DEAD TARGET: Zombie)।
গেম ক্যাটাগরিঃ শুটার
গেম সাইজঃ ৪৪.৩৫ এম বি
এই গেম এ আপনি অনেক অবজেক্টিভ পাবেন। এতে এই গেমটি খেলতে কখনই বিরক্ত হবেন না। গেম টি চালু করার সাথে সাথে আপনি দারুন একটি স্টার্ট পেজ পাবেন। এতে 'PLAY' অপশন ও 'ENGLISH' অপশন থাকবে।

আপনি 'ENGLISH' এ ক্লিক করে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে খেলতে পারেন। তবে দুঃখের বিষয় হল বাংলা নেই। তাই আমাদের জন্য 'ENGLISH' ই ভাল।
'PLAY' তে ক্লিক করে গেম স্টার্ট করুন। কিছু ক্ষণ লোডিং হবে তারপরে নিচের মত পেজ ওপেন হবে।

এখানে বিভিন্ন মিশন আছে, এগুলো খেললে টাকা ও গোল্ড বার পাবেন। এসব টাকা দিয়ে বিভিন্ন বন্দুক, বোমা, লাইফ, গুলি ইত্যাদি কিনতে পারবেন।
কোনও বন্দুক কিনতে হলে 'WEAPON' এ ক্লিক করে পছন্দের বন্দুক ও গুলি কিনতে পারবেন। তবে সব বন্দুক কিনতে পারবেন না। বেশির ভাগ বন্দুক লক করা থাকে। এসব বন্দুক আনলক করতে হলে র্যাঙ্ক বাড়াতে হবে। আপনি বন্দুক আপগ্রেট করতে পারবেন।
আপনার রাঙ্কিং দেখতে হলে 'QUEST' এ ক্লিক করতে হবে। এখানে কিছু অবজেক্টিভ দেয়া থাকে এগুলো পুরন করলেই আপনি আপনার র্যাঙ্ক বাড়াতে পারবেন। র্যাঙ্ক বাড়লে কিছু রিওয়ার্ড ও পাওয়া যায় (গোল্ড বার, টাকা, গ্রেনেট ইত্যাদি)। র্যাঙ্ক বাড়লে ওই র্যাঙ্ক রিলেটেড বন্দুক ও আনলক হয়।
ক্যাসিনো তে ক্লিক করে আপনার ভাগ্য পরিক্ষা করতে পারেন। এখানে কিছু সময় পর পর "FREE SPIN" করার সুযোগ দেয়। এখানে ফ্রি স্পিন ফ্রিতে করলে টাকা, গোল্ড বার ও অন্যোন্য প্রয়োজনীয় জিনিষ পাবেন। তবে ওই টাইম ছাড়া অন্যোন্য টাইমে স্পিন করতে হলে ৩ টি গোল্ড বার দিয়ে স্পিন করতে হবে।
এখানে আপনি গেম প্রস্তুত কারী কোম্পানির দেয়া বিভিন্ন প্যাকেজ থেকে ডলার পে করে গেম টাকা, গোল্ড বার, লাইফ ইত্যাদি পেতে পারেন।

আইটেম এ গেলে লাইফ ও বোমা খরিদ করতে পারবেন(আপনার গেম টাকা ও গোল্ড বার দিয়ে)। বুস্ট এ গেলে বিভিন্ন বুস্ট প্যাকেজ কিনতে পারবেন।
এখানে কিছু শর্ত দেয়া থাকে। এগুলো পূরণ করলে আপনি অ্যাওয়ার্ড পাবেন(গেম মানি, গোল্ড বার) যা আপনার জন্য খুবই দরকারি।
গেম ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন
আজকে এ পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনও গেম নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।
পূর্বে প্রকাশিতঃ এখানে ।
আমি রিপন শাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ,,,
Wp niye post,korar jonno 🙂