যেভাবে পাবেন উইন্ডোজ ফোন ৮.১ ডেভেলপার প্রিভিউ আপডেট

এই প্রক্রিয়াটি তাদের জন্য যারা এখনও ডেভেলপার প্রিভিউ ৮.১ পাননি। মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেম এর একটি প্রিভিউ ছেড়েছে ডেভেলপার দের জন্য। মূলত এটা পরীক্ষামূলক আপডেট। বর্তমানে অফিসিয়াল ৮.১ আপডেট রিলিজ হয়েছে এবং অনেকেই পেয়েছেন বা পাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে উইন্ডোজ ফোন ৮.১ এর প্রিভিউ ব্যবহারকারীরা অফিসিয়াল ৮.১ পায়নি। যার আক্রনে বর্তমানে এই প্রিভিউ আপডেট বন্ধ আছে। তবুও চেষ্টা করে দেখতে পারেন। উইন্ডোজ ফোন ৮.১ পুরাই অস্থির।

এবার নিচের ধাপগুলো এক এক করে অনুসরন করুনঃ

1. এই লিংকে যান http://appstudio.windowsphone.com

2. Sign In করুন। (@hotmail, @live or @outlook - সব গুলোতেই কাজ হবে) আপনার ফোন যেই আইডী দিয়ে আনলক করা সেটি ব্যবহার করুন।

3. এখন অ্যাপ স্টোর থেকে ‘Preview for Developers’ অ্যাপটি ডাউনলোড করে নিন, নিচের এই লিংক থেকেঃ
http://www.windowsphone.com/s?appid=178ac8a1-6519-4a0b-960c-038393741e96

4. ডাউনলোড এর পর অ্যাপটি চালু করুন. আপনার মাইক্রোসফট ইমেইল দিয়ে লগ ইন করুন. আপনি ফোন কেনার পর যে মেইল আইডি দিয়ে ফোন চালু করেছেন, সব ক্ষেত্রে ঐ মেই আইডি ব্যবহার করুন।

5. সাইন ইন করার পর ‘Enable Preview for Developers’ অপশন সিলেক্ট করুন এবং ‘done’ চাপুন

6. প্রথমে একটা ছোট আপডেট পেতে পারেন। আবার নাও পেতে পারেন। আপডেটের পূর্বে দেখে নিন 8.0.10521.155 OS ভার্সন আছে কিনা।. আপডেট. দুই ভাগে হবে। প্রথমে একটি ছোট এবং  তার পরেই একটি বড় আপডেট পাবেন।

বিঃদ্রঃ আপডেটের সাইজ আপনার ফোনের বর্তমান আপডেটের উপর নির্ভর করে। তাই ৪০০ মেগাবাইট থেকে ৯০০ মেগাবাইট পর্যন্ত লাগতে পারে।

চাইলে http://windowsphonebd.blogspot.com থেকে ঘুরে আসতে পারেন।

Level 0

আমি সিফাত আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস