[MoliPlayer] Windows Phone এ, Mx Player এর বিকল্প। চলবে সকল ফরমেট। একদম ফ্রীতে, Jailbreak ছাড়াই!!

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ তা’আলার অশেষ কৃপায়, আশা করি সকলে ভাল আছেন। তো চলুন আজকের বিষয় নিয়ে কিছু কথা শুনি।

Android ফোন বাংলাদেশসহ পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয়। কারণ এর Market এ Apps যেমন ইচ্ছা, সেরকম পাওয়া যায়। ডেভেলপার অনেক বেশী, তাই বেশীরভাগ প্রয়োজনীয় Apps ফ্রী তেই পাওয়া যায়। যেমন, Video দেখার সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহারে সহজ app টি হল, Mx Player ।

কিন্তু Mx Player, WindowsPhone OS এ না থাকায় Default, Music player দিয়ে Video দেখতে হয়। যার ফলে mkv, flv, avi, mov ইত্যাদি জনপ্রিয় format এর Video দেখা থেকে Windows ইউজাররা বঞ্চিত হই।  তাছাড়া Windows Market এ ভালো এবং ফ্রী কোনো Video Player নেই। অনেকে বলবেন PC থেকে Convert করে মোবাইলে দেখলেই তো হয়। কিন্তু তা অনেক সময় সাপেক্ষ ও বিরক্তিকরও বটে। আর বাহিরে থাকলে তো আপনি হাতের কাছে PC পাচ্ছেন না!

তাহলে উপায়?? আমরা কি বঞ্চিতই থাকব?

উত্তরঃ না। আমরা বঞ্চিত হব না। ইনশাআল্লাহ। Windows Market এ একটি app আছে, Moliplayer । 

Moliplayer নিয়ে কিছু বলি, এটি Mx Player এর মতই সকল সুবিধা দেবে।  Hardware acceleration, Software Accelaration প্রভৃতি। Video ছাড়াও এটি Audio ফাইলো play করতে পারে। এরকম আরো ফিচার নিয়ে কাজ করে এটি। তাছাড়া এতে কিছু নিজস্য বৈশিষ্ট্য বিদ্যমান। সুতরাং, এটিকে Mx player এর নকল নয়, বরং Mx Player এর বিকল্প বলাই বেশী খাটে।

কিন্তু সমস্যা হচ্ছে এটি 3$ অর্থাৎ প্রায় ৩০০টাকার মতন দাম দিয়ে কেনা লাগে। আর আমাদের দেশে অনেকেরই টাকা দিয়ে apps  কিনে চালানোর মন মানসিকতা নেই। কি মন খারাপ হয়ে গেল? মন খারাপের কারণ নেই। এটি একদম ফ্রী!!!!!!!!

তাহলে চলুন শিখে ফেলা যাক কিভাবে MoliPlayer ফ্রী ডাউনলোড করবেন। কিছু সহজ কৌশল ব্যবহার করে, আমরা এটি নামিয়ে নিতে পারি। নিচে চিত্রসহ বর্ণনা করলাম।

ধাপ ১।  Windows Market app টিতে আপনার মোবাইল দিয়ে ঢুকুন। এবং    “Moliplayer” লিখে search করুন। Moliplayer app টি select করুন।

ধাপ ২। নতুন একটি page আসলে, তাতে নিচে লেখা দুটি Option দেখতে পাবেন। একটি buy, অন্যটি try ।  যেহেতু আমরা ফ্রী ইউজ করব, ফলে try  অপশনটি select করুন। (বলে রাখি এই try মানে কোনো trail ইউজ নয়। সম্পূর্ণ app টিই আপনি আজীবন ব্যবহার করতে পারবেন।)

ধাপ ৩। আপনার ডাইনলোড শুরু হয়ে যাবে। 10mb app টির সাইজ। ডাউনলোড হউয়া পর্যন্ত অপেক্ষা করুন।

ব্যাস, এখন আরামসে, সব ফরমেট এর video উপভোগ করুন। 😀

নিচে কয়েকটা Video ফরমেট এর screenshot দেয়া হল, আপনাদের দেখানোর জন্য।

আশা করি সকলের কাজে দেবে।  🙂

[Note: Windows Phone 8 এবং তার পরের সংস্করনের জন্য। ]

সকলে কমেন্টস আশা করছি। এবং আপনাদের যাতে আরো টিউনস উপহার দিতে পারি, সেই দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনা করছি।

জাজাক আল্লাহ খয়ের।  :-D

Level 0

আমি Rahat Bin Osman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Jodi kaj hoy anek thanks. A rokom aro windows phone soft chai.

    @sundorban: ইনশাআল্লাহ, অবশ্যই কাজ হবে, Bro. আমি নিজে ইউজ করে টিউন করেছি।
    আর পরখ করার পর, প্রিয় টিউনস এ যুক্ত করতে ভুলবেন না। 😀

Level 0

vai 10 din meyad thake abar download korte hoy. ajibon meyader kono system ase .

    @yasir222: কি বলেন ভাই, আমার তো এরকম হয় নাই। বুঝলাম না।

ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবনা। Windoes Phone নিয়ে ধারাবাহিক টিউন আপনার কাছ থেেকে আসা করছি। আমি Lumia 920 ব্যবহার করছি।

    @Md. Mashudur Rahman: ইনশাআল্লাহ, ভাই। দোয়া রাখবেন। যাতে আরো ভালো পোস্ট টিউন করতে পারি। 😀

মনে হয় তুমি নতুন টিউনার আর লুমিয়া নতুন ব্যাবহার করছো । মলি প্লেয়ার এর দুটা ভার্সন আছে । ১টা শুধু মলি প্লেয়ার আর আরেকটা মলি প্লেয়ার প্রো । প্রো ভার্সন কিনতে হয় ডলার খরচ করে তবে শুধু মলি প্লেয়ারটা ফ্রি । অবশ্য শুধু মলিপ্লেয়ার ডাউনলোড ও ইন্সটল করতে সেটে চায়না রিজন সিলেক্ট করে করতে হয় এবং এটি ইন্সটল করা একটু ভেজাল আছে । আর প্রো ভার্সন ট্রাই দিলে ফ্রি চালানো যায় ১৫ দিন তারপর আর চলে না । সেক্ষেত্রে Moliplayer Pro সফটওয়্যার Uninstall করে পুনরায় Install করলে আবার ১৫ দিন চালানো যায় অথবা ফোনের ডেট পিছিয়ে চালানো যায় । আমার হাতে একদমই সময় নাই । সময় পেলে মলি প্লেয়ার ফ্রি ভার্সন ডাউনলোড ও ইন্সটল করার পদ্ধতি নিয়ে একটা টিউন করতাম 🙁

তোমার টিউনের ধরন সুন্দর । আশা করি সামনে আরও অনেক ভাল টিউন করবে 🙂