জেনে নিন কিভাবে Windows 8.1 এক্টিভ করবেন

আসসালামু আলাইকুম সম্মানীত পাঠকগণ

কেমন আছেন সবাই ??? আমি আপনাদের দোয়ায় ভালই আছি

আজকে আমি আপনাদের সামনে যে ট্রিক নিয়ে হাজির হলাম তা হলো কিভবে Windows 8.1 এক্টিভ করতে হয়

কম্পিউটারকে পরিচালন করার একটি পদ্ধতি বা অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ। এটি মাইক্রোসফট কোম্পানির অবদান। উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সন বা সংস্করণ আছে, যেগুলির সাহায্যে কম্পিউটারকে ব্যবহার করা হয়। এই অপারেটিং সিস্টেমের বহুল প্রচলিত সংস্করণটির নাম উইন্ডোজ 8.1 । এখানে উল্লেখ করা যেতে পারে, উইন্ডোজ 7, উইন্ডোজ XP-এর আগে মাইক্রোসফট তথ্য প্রযুক্তির জগতে এনেছিল উইন্ডোজ 98 নামক পদ্ধতি, আবার উইন্ডোজ 7, উইন্ডোজ XP-এর পরে আরও উন্নত পদ্ধতি হিসাবে মাইক্রোসফট নিয়ে এসেছে উইন্ডোজ 8.1। অবশ্যই উইন্ডোজের প্রতিটি সংস্করণ তার আগেরটির থেকে আরও উন্নত, ব্যবহারকারীর প্রতি আরও বেশি বন্ধুবত্সল এবং আরও বেশি প্রয়োজন মেটাতে সক্ষম

Windows 8.1 ইন্সটল করার পর আমরা সাধারণত যে সমস্যাতে পড়ি তা হলো Windows Non Active সমস্যা, কেউ কেউ বলে Windows Active না করলে নাকি ১ মাসের বেশি টিকে না, তাছাড়া Windows Active না থাকলে কম্পিউটার Slow কাজ করে

তো বেশি কথা না বলে কাজ শুরু করা যাক...

১.This Pc ওপেন করুন

২.DVD/CD ওপেন করুন

৩.Activator নামক Folder ওপেন করুন

৪.KM Spico নামক ফাইল টি Install করুন

৫.সব কিছু close করে Descktop এ গিয়ে কয়েক বার Refresh করুন

৬.কাজ শেষ এখন আপনার Windiws Actived

কার্যপদ্ধতি বুঝতে কোনো সমস্যা হলে নিচের ভিডিও দেখুন

>>>>https://www.youtube.com/watch?v=5j5n4yf8d5o<<<<

Level 0

আমি শহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস