
আমি RipoN আজ আপনাদের কে জানাবো কি ভাবে আপনি কোনো রকম Sof use না করেই আপনার ল্যপটপ বা কম্পিউটারে এ SShot নিবেন,
তো চলুন শুরু করা যাক,
একদম সোজা
আপনার কম্পিউটার বা ল্যপটপের Key-Bord এর Windows logo key + PrtScr কে এক সাথে চেপে ধরুন।
ব্যস কাজ শেষ, এবার আপনার Laptop বা Computar এর Screen টি ড্যাম্প হবে,
এর পর আপনার Laptop বা Computar এর C File এর মধ্যে গিয়ে দেখেন ScreenShot নামে একটি Folder তেরি হয়েছে, এবং সেখানে সমস্ত SShot গুলো Save হয়ে আছে।
ভায়ারা, যদি টিউন টিতে কোনো রকম ভূল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন...
এবং টিউন টি যদি ভালো লাগে, তাহলে অবশ্য টিউমেন্টে জানাবেন, আরো টিউন করতে আগ্রোহি থাকব।
আজ এই পর্জন্ত, আবার দেখা হবে পরের টিউমেন্টে।
যদি পারেন তাহলে আপনার এই ছোটো ভাইটার সাইটে ঘুরে আসতে পারেন
ধন্যবাদ।।
আমি রিপন শাহাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো উইন্ডোজের ডিফল্ট অপশন স্ক্রীনসর্ট নেবার জন্য। তবে আমার মতে সবচেয়ে ভালো হলো prntscr এটা দিয়ে স্ক্রীনসট ক্রপ এডিটসহ অনলািইনে আপলোড করা যায় খুব সহজেই।