“Print Screen” বোতামটি হতে পারে আপনার All in One বন্ধু!

ভার্সিটির প্রথম দিকের কথা। কতো শত ল্যাব থাকতো আমাদের। রিপোর্ট এর সাথে দিতে হবে ছবি। তাও আবার স্ক্রীন শুট। ফ্রেন্ড থেকে জানলাম প্রিন্ট স্ক্রীন এর কথা। প্রথমে প্রথমে print screen ছেপে paint এ পেস্ট করে চলল আমার কাজ। কিছু দিন পর আমি আবিস্কার করলাম অন্য রকম এক print screen এর। যা দিয়ে খুব সহজেই সকল ধরনের কাজ কাজ করা যায়। বলা যায় All in one!

আমি আসলে একটা সফটওয়্যার এর কথা বলছি। খুব ছোট সাইজ এর হলে ও অনেক বড় বড় কাজ করে এই সফটওয়্যার টি। আপনার কথা মত ছবি তুলে দিতে পারবে, স্ক্রীন শুট অ নিয়ে দিতে পারবে। আর পারবে তুকি টাকি এডিট ও। এই সফটওয়্যার এর সবছে মজার বিসয় হচ্ছে, আপনি এতা দিয়ে লাইভ স্ক্রীন শুট নিতে পারবেন আর তার সাথে লাইভ এডিটিং ও।

আর সাথে থাকছে অনলাইন জায়গা। যাতে আপনি সরাসরি উপ্লয়াদ করে দিতে পারবেন। আর শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডস এর কাছে।

সফটওয়্যার তি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

Screen shoot নেবার জন্য আমার কাছে আজ পর্যন্ত দেখা বেস্ট সফটওয়্যার মনে হয়েছে এটিকে। সিম্পল, সুন্দর আর কার্যকরী।

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

গেম,মুভি,আনিমি,এবং গানের জন্য আমার পেজ টাতে ঘুরে আসার আমন্ত্রন রইলো।

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ টিউনের জন্য।