F8 দিয়ে উইন্ডোজ ৮ এ সেফ মোডে প্রবেশ করুন খুব সহজে!!

আশা করি সবাই ভাল আছেন , এটি আমার প্রথম পোস্ট ভুলভ্রান্তি ক্ষমা করবেন !!
উইন্ডোজ ৮ খুব সহজে জনপ্রিয়তা অর্জন করেছে । কিন্তু অনেকে উইন্ডোজ ৭ এর মত F8 দিয়ে সেফ মোডে প্রবেশ করতে পারেনা বা কিভাবে সেফ মোডে প্রবেশ করবে  তা জানেনা তাদের জন্য এই পোস্ট
আজ আমি খুব সংক্ষিপ্তভাবে দেখাব কিভাবে উইন্ডোজ ৮ এ সেফ মোডে প্রবেশ করবেন। দুই ভাবে আপনি সেফ মোডে প্রবেশ করতে পারেন।
স্টেপ ১
F8 enable করতে Command Prompt(Admin)/WINDOWS key + X এ ক্লিক করুন ।

Command Prompt(Admin) Win 8

যখন Command Prompt চালু হবে তখন  "bcdedit /set {default} bootmenupolicy legacy" কমান্ড টুকু লিখুন এবং Enter দিন।  Restart দিয়ে দখুন ।

Command Prompt Win 8

Note: আর আপনি যদি F8 disable করতে চান তাহলে Command Prompt এ "bcdedit /set {default} bootmenupolicy standard" এই কমান্ড টুকু লিখে Enter দিন। এবং ছেক করে দেখুন।

Windows 8 Safe Mode

স্টেপ ২
সার্চ বারে গিয়ে লেখুন "msconfig" ক্লিক করে ওপেন করুন। "Boot" option যান এবং "Safe boot" সিলেক্ট করুন "Apply" দিয়ে "Ok" দেন। এখন Restart দিলে সেফ মোডে প্রবেশ করবে।
Windows 8 Search

এখন নর্মাল মোডে প্রবেশের জন্য "Safe boot" uncheck করে  "Apply" দিয়ে "Ok" দেন, Restart দিন ।
Msconfig Win 8

এটি প্রথম পোস্ট হয়েছিল এখানে
সময় থাকলে আমার ওয়েব সাইটে গুরে আসবেন (মুক্ত পৃথিবী) !
আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ !

Level 2

আমি মুক্ত পৃথিবী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই সুন্দর এই টিউনটি, ধন্যবাদ

Level 0

purono jinish.

@nahidboss ….bro আমি কোথাও বলি নাই, যে এটা নতুন পোস্ট ।
উপরে বলা আছে যারা জানেনা তাদের জন্য!!!