Windows-8 এর খুব গুরুত্তপূর্ন ফিচার(Steps Recorder)!!

আসাসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনসে এটা দ্বিতীয় পোষ্ট । কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, আর তা হল Windows-8 এর খুব গুরুত্তপূর্ন ফিচার (Steps Recorder) । পোষ্টটি আগে এ ব্লগে প্রকাশিত হয়েছে কিনা জানি না । আনেকেই হয়তো Steps recorder সম্পর্কে জানেন, যারা জানেন না তাদের জন্য আমার এই পোষ্ট ।

প্রথমে Run(Win+r) এ গিয়ে psr লিখে ok দিন।

এবার দেখবেন নিছের মত একটা window আসবে, আপনি recording শুরু করতে চাইলে Start Record এ ক্লিক করুন

এবার  আপনার কম্পিউটারের যেখানে যেখানে ক্লিক করবেন সেই জায়গা নাম ছবি সহ capture হয়ে যাবে।

কোন Area এর জন্য আলাদা কমেন্ট করতে চাইলে add comment এ ক্লিক করুন।

Area সিলেক্ট করে কমেন্ট বক্সে কমেন্ট লিখে ok দিন।

ইচ্ছামত কয়েকটি জায়গায় ক্লিক করে Steps Recorder এর Stop Record এ ক্লিক করুন।

তারপর দেখবেন যে নিছের মত একটা window অপেন হয়েছে, আপনি যে যে জায়গায় ক্লিক করেছেন সেসব জায়গার ছবিসহ Record দেথতে পাবেন। Save এ ক্লিক করুন।

আপনার ইচ্ছামত নাম দিয়ে Save করুন। ফাইলটি Save হবে zip আকারে। unzip করে ফাইলটিকে internet exporler এর মাধ্যমে অপেন করুন। দেথবেন যে কোন ব্লগের বা PDF ফাইলের টিউটোরিয়ালের মত একটি টিউটোরয়াল তৈরি হয়ে গেছে।

লেখায় কোন ভূল থাকলে মাপ করবেন।

কোন কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।

আর সময় হলে এখানে   ক্লিক করে আমার Website থেকে একটু ঘুরে আসাবেন।

পোষ্টটি এখানে প্রকাশিত হয়েছিল

==================================ধন্যবাদ সবাইকে=======================================

Level 0

আমি milonfci। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগলো

    Level 0

    @himu070: কমেন্ট করার জন্য ধন্যবাদ

রেকডিং করা ফাইল এডিট করা যাবে কি? pdf ফাইলের মত থেকে পরে অরিজিনাল pdf ফাইলে কনভার্ট করা যাবে কি?

    Level 0

    @writerbuddha: রেকডিং করা ফাইল এডিট করা যাবে….আপনি সেই ফাইলটিকে msword এর মাধ্যমে অপেন করে ইচ্ছামত এডিট করতে পারবেন…..msword এ অপেন করার পর সেটাকে word ফাইল হিসাবে save করবেন…..অনলাইন থেকে word-pdf converter নিয়ে তার মাধ্যমে pdf ফাইলে convert করতে পারবেন….