পেন ড্রাইভে windows8 এর Recovery drive বানিয়ে নিন সময় বাচান।

অনেক সময়  বিভিন্ন কারনে windows এর ফাইল damage , corrupted  হয়ে যায় তাই software setup হয়না। Pc slow হয়ে যায় আরো একাধিক Problame হয়ে থাকে এর কারনে আবার নতুন করে windows সেটআপ করতে হয়। রিপেআর ড্রাইভ বানিয়ে নিন আপনার মূল্যবান সময় বাচান।

(১)   Recovery এর ধরন অনুযায়ী পেন ড্রাইভ নিন contents Recovery এর জন্য ১ জিবি। basic Recovery এর জন্য ২ জিবি। আর OEM recovery partition এর জন্য ১৬ জিবি।

পেন ড্রাইভ টি পিসি তে লাগিয়ে নিন।

এর পর পিসি চালু করুন  অবশ্যই Windows8 ‍system থাকতে হবে।

[Windows] + W চাপুন।

Search Settings page আসবে এরপর Search বক্সে টাইপ করুন Recovery Drive

এরপর ক্লিক করুন Create a recovery drive এরপর নিচের ছবিটির মতো Yes ক্লিক করুন।

ইয়েস ক্লিক করার  পর আরেকটি ছবি আসবে নিচের ছবিটি দেখুন

এরপর Next Click করুন।

এরপর আপনার পেন ড্রাইভ দেখাবে Hard Disk driver এর সাথে।

                                                                              এরপর Create –এ ক্লিক করুন।

কপি হচ্ছে

কপি হয়ে গেলে এই ছবিটির মতো দেখাবে।  এরপর পরে আরেক টি ছবি আসবে সেখানে Finish ক্লিক করে দিবেন। এভাবেই সমাপ্ত হবে ।

Level 2

আমি Nipu Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই অনেকবার চেষ্টা করলাম, কিন্তু কাজ হচ্ছে না, বার বার এরর দেখাচ্ছে। কি করতে পারি?

Level 2

val new setup kore dekhen hoey jabe. asakori