যেভাবে ফিরিয়ে আনবেন জানালা ৮ বুটমেনু

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। কথা না বাড়িয়ে মুল প্রসঙ্গে যাই।

আমরা অনেকেই জানালা ৭ থেকে জানালা ৮ চলে গেছি আবার অনেকেই জানালা ৭ আর ৮ একসাথে চালাচ্ছি।

যারা প্রথমে জানালা ৭ ও পরে জানালা ৮ সেটআপ দিয়েছেন তারা সহজেই জানালা ৮ বুটমেনু দেখতে পারছেন।

কিন্তু যারা প্রথমে জানালা ৮ এবং পরে জানালা ৭ সেটআপ দিয়েছেন তারা সেই আগের কালো বুটমেনুই দেখতে পাচ্ছেন!

তবে খুব সহজ একটি ট্রিকসের মাধ্যমে জানালা ৮ বুটমেনু ফেরত আনা যায়

প্রথমে জানালা ৮ এ Login করুন।

এরপর Command Prompt(Admin) খুলুন এবং লিখুন bcdboot C:\Windows [এখানে C হল সেই ড্রাইভ যেখানে আপনি জানালা ৮ সেটআপ দিয়েছেন]

তারপর এন্টার চাপুন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন পিসি রিস্টার্ট করে সুন্দর বুটমেনুটি দেখুন।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটি দেখার জন্য।

Level 0

আমি DooFAq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tnx for ur nice tune.Help Please,
আমি একটি C drive এ (Xp) & D drive এ Seven(7) install korsi.But start হওয়ার সময় xp automatic run হয়.বুটমেনুটি show করেনা।That means Xp & 7 এর list ta show korana.কিভাবে আমি বুট manu টি আনতে পারি সাহায্য করেন।
Waiting for Your Kind Information.

ধন্যবাদ মন্তব্যের জন্য,উপরের পদ্ধতি অনুসরন করলেই হবে মনে হয়, তবুও না হলে computer> right click> select ‘properties> in the left lower corner ‘advance system setting’>click> at the bottom see ‘startup and recovery’ then click on ‘setting’> choose ur default OS u want> tick on ‘time to display
list of os’> finally hit on ok

Level 0

Bhai, ami D drive -be windows8 and D drive-be windows7 setup diyechilam. Ekhon normally windows8 ase.
Bhai, ekhon windows8 thake windows7 -ye jete chai
Kinto kibhabe parbo bolle amar khob opkar hoi.(Amar laptop-er dvd RW drive nosto)
Please

Bhai, aponar niyom onosare …..> at the bottom see ‘startup and recovery’ then click on ‘setting’> choose ur default OS u want (.e-Khane shodo windows8 ase)

Level 0

Bhai, ami C drive -be windows8 and D drive-be windows7 setup diyechilam. Ekhon normally windows8 ase.
Bhai, ekhon windows8 thake windows7 -ye jete chai
Kinto kibhabe parbo bolle amar khob opkar hoi.(Amar laptop-er dvd RW drive nosto)
Please

Bhai, aponar niyom onosare …..> at the bottom see ‘startup and recovery’ then click on ‘setting’> choose ur default OS u want (.e-Khane shodo windows8 ase)

    আমার মনে হয় আপনার উইন্ডোজ ৭ সেটআপ ঠিকমতো হয় নাই অথবা D ড্রাইভ থেকে উইন্ডোজ এর কোন ফাইল মিসিং হইসে।

Level 0

Bhai, kono tool or software ache ki? j-ti ek ti operating system( installed in different drive) theke onno ti-te move help kore

Many many thanks for your reply.

Level 0

আপনাকে আনেক ধন্নবাদ