যারা Windows 7 ব্যবহার করতে গিয়ে এমন সমস্যায় পরছেন তারা এই দিকে আসুন

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমি আলহামদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি। আজ অনেক দিন পর টিউন করলাম এক কথায় বলতে লম্বা সময়। যাই হোক আসল কথায় আসি। প্রতিদিন ই আমারা নানান রকম সমস্যায় পড়ে থাকি ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে। মাঝে মাঝে এমন কিছু সমস্যায় পরতে হয় যেটার সমাধান জানা থাকে না, এমন ই একটা সমস্যা নিয়ে আজ কথা বলবো, অনেকের Windows-7 দেয়ার পর Restart হওয়ার পর দেখবেন Windows আর অন হচ্ছে না, নিচের ফটো এর মতো কিছু লিখা এসে এখানেই পড়ে থাকে লিখাটা হল ঃ-

options if your HDD is Larger than 1TB:
* Move your Boot Files to a smaller partition at The start of the HDD.
* Format the HDD and allow windows 7 to create a 100MB boot partition.
* Shrink and move your partitions with GParted.
Press any key to read more.

তো এখন কথা হল এটা কেন আসে বা কেন হয়, আমি খোঁজ করে তেমন Confirm কিছু জানতে পারিনি, কিন্তু ২ টা কারন আমি জানতে পেরেছি  Confused এর উপর ১- যদি Windows-7 কোন Servise Pack না থাকে  ২-যদি MBR ফরম্যাটে এর কোন ঝামেলা থাকে,   কিন্তু আমি Confirm কিছু পাইনি তবে এটার সমাধান নিয়েই আজ টিউন, তো চলুন কিভাবে এটা সমাধান করা যায় সিখে নেই,

  1. যখন দেখছেন এই সমস্যা টা আপনি পাচ্ছেন।
  2. আবার Windows এর ডিস্ক বা USB Bootable দিয়ে আবার উইন্ডোজ দেয়া শুরু করবেন।
  3. কিন্তু Windows দিবেন না, এই স্টেপ টা Follow করবেন।
  4. স্টেপ Repair Your Computer + Autometic open recovery Mood + Wen Fenish The Menu + Select No + Select Windows 7 & Check The Box Restore your computer using a system image that you created earlier + Next নাহ এই ভাবে বুজাতে গেলে আমি নিজেও গোলাইয়া ফেলুন, তাই একটা ভিডিও টিউটোরিয়াল করেই ফেললাম আশা করি দেখে শিখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। কোন সমস্যায় পরলে অবশ্যই জানাতে ভুলবেন না।

ভিডিও দেখুন টেকটিউনস এর পাতায়।

আর বুজতে কোন সমস্যা হলে বা কিছু জানার থাকলে টিউন এর টিউমেন্ট বক্স এ অথবা আমার ফেসবুক এর পেজ এ ইনবক্স করুন, আপনার সকল টেক সমস্যার সমাধান ই দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাল থাকুন আবার আসবো অন্য কিছু নিয়ে  আল্লাহ হাফেজ।

Facebook Page

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস