সহজেই উইন্ডোজে-৭ এ যেভাবে স্ক্রিনশট নেওয়া যায়

স্ক্রিনশট নেয়ার জন্য একেকজন একেক পদ্ধতি, সফটওয়্যার ব্যবহার করে থাকে। তবে সবার মুল উদ্দেশ্য ও কাজ একটাই। আর তা হল স্ক্রিনশট গ্রহণ করা।

ডিফল্ট ভাবে উইন্ডোজে স্ক্রিনশট নেবার একটি সহজ উপায় আছে। আপনি যদি আপনার ডেস্কটপ এর ফুলস্ক্রিন শট নিতে চান তাহলে কিবোর্ডে F12 বাটনের পাশে থাকা Print Screen বাটন টা চাপুন। তাহলে আপনার ডেস্কটপ এর ফুলস্ক্রিন শট নেয়া হয়ে গেল। এখন সেটা দেখতে হলে আপনাকে মাইক্রোসফট পেইন ওপেন করতে হবে।

এখন পেইন্ট ওপেন করার জন্য স্টার্ট মেনু তে গিয়ে সার্চ ফিল্ডে “Paint” লিখে সার্চ করতে হবে। তারপর প্রোগ্রামস থেকে পেইন্ট প্রোগ্রামস টি ওপেন করতে হবে। এবার উপরে থাকা Paste অপশন এ ক্লিক করলে অথবা Ctrl + V প্রেস করলেই ওখানে আপনার ছবিটি দেখতে পারবেন। তারপর Ctrl + S প্রেস করে সেভ করলেই হয়ে যাবে। না বুজলে ভিডিওটি দেখে বুজে নিন

Level 0

আমি রবি শর্মা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস