প্রথমেই সবাইকে সালাম, বহুদিন পর আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার ডেভেলপ করা সম্পূর্ণ নতুন একটি উইন্ডোজ নিয়ে।
বর্ণনা : উইন্ডোজ সেভেন কর্পোরট একটি সম্পূর্ণ নতুন ডেভেলপ করা সেভেনের ভার্সন। এটি উইন্ডোজ সেভেনকে আরও স্টাইলিশ, দ্রুত গতির, প্রফেশনাল এবং গেমারদের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এটি আপনাকে উইন্ডোজ সেভেন থেকে কয়কেগুণ বেশি ভালো পারফরমেন্স দেবে।
আশা করি সবকিছূ ভালোভাবে দেখেছেন এবং বুঝেছেন।
যারা উইন্ডোজ নিয়ে সবসময় সমস্যায় ভূগেন তারা এটি ডাইনলোড করে ডিভিডি (DVD) / ইউ, এস, বি (USB) তে বুটেবল করে সরাসরি ইন্টল করতে পারবেন।
ডাউনলোড লিংক : গুগল ড্রাইভ
ইউ, এস, বি বুটেবল করার সফটওয়্যার : Rufus
আমি সাব্বির ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সর্বদা কোন না কোন কিছু নিয়েই ব্যস্ত থাকি। প্রযুক্তির প্রতি অনেক আগ্রহ, বলতে গেলে অনেকটা দূর্বলতা কাজ করে। নতুন কিছু তৈরি করতে বেশি আনন্দ পাই। সেই ছোট বেলা থেকে শুরু করেছি, এখনো কোন অংশে আগ্রহ কমে নাই। আল্লাহর কৃপায় আরও অনেক জানতে চাই, জানাতে চাই এবং শিখতে চাই। সবাই দোয়া...
অসাধারণ স্টাইল