Windows 7 Corporate Edition 2017 32-bit -64-bit

টিউন বিভাগ উইন্ডোস 7
প্রকাশিত
জোসস করেছেন

প্রথমেই সবাইকে সালাম, বহুদিন পর আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার ডেভেলপ করা সম্পূর্ণ নতুন একটি উইন্ডোজ নিয়ে।

এটির নাম : উইন্ডোজ সেভেন কর্পোরেট এডিশন.

বর্ণনা : উইন্ডোজ সেভেন কর্পোরট একটি সম্পূর্ণ নতুন ডেভেলপ করা সেভেনের ভার্সন। এটি উইন্ডোজ সেভেনকে আরও স্টাইলিশ, দ্রুত গতির, প্রফেশনাল এবং গেমারদের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে। এটি আপনাকে উইন্ডোজ সেভেন থেকে কয়কেগুণ বেশি ভালো পারফরমেন্স দেবে।

সম্পূর্ণ নতুন ভাবে সাজানো এই উইন্ডোজে রয়েছে :

  • ০১. গেমারদের এবং প্রফেশনালদের প্রয়োজনীয় সকল রানটাইমস এবং প্লাগিন্স।
  • ০২. সম্পূর্ণ  অটোমেটিক ভাবে ইন্সটল করাসহ প্রি-কনফিগারট সেটিংস।
  • ০৩. সম্পূর্ণ এক্টিভেটেট ভার্সন (প্রি-এক্টিভেটেড)।
  • ০৪. নতুন মেট্রো থিমস এবং এইচ, ডি ওয়ালপেপার।
  • ০৫. নতুন মেট্রো স্ক্রিন সেভার।
  • ০৬. ইন্টারনেট এক্সপ্লোরার ১১.
  • ০৭. ডেস্কটপ পাওয়ার মেনু সহ অন্যান্য প্রয়োজনীয় কনটেস্ট মেনু।
  • ০৮. নতুন ডিস্ক ডিফ্রেগমেন্টার সহ আরো অনেক কিছু.

চলুন কিছু স্ক্রিনশট দেখে নিই :

আশা করি সবকিছূ ভালোভাবে দেখেছেন এবং বুঝেছেন।

যারা উইন্ডোজ নিয়ে সবসময় সমস্যায় ভূগেন তারা এটি ডাইনলোড করে ডিভিডি (DVD) / ইউ, এস, বি (USB) তে বুটেবল করে সরাসরি ইন্টল করতে পারবেন।

ডাউনলোড লিংক : গুগল ড্রাইভ

ইউ, এস, বি বুটেবল করার সফটওয়্যার : Rufus

Level 0

আমি সাব্বির ইকবাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সর্বদা কোন না কোন কিছু নিয়েই ব্যস্ত থাকি। প্রযুক্তির প্রতি অনেক আগ্রহ, বলতে গেলে অনেকটা দূর্বলতা কাজ করে। নতুন কিছু তৈরি করতে বেশি আনন্দ পাই। সেই ছোট বেলা থেকে শুরু করেছি, এখনো কোন অংশে আগ্রহ কমে নাই। আল্লাহর কৃপায় আরও অনেক জানতে চাই, জানাতে চাই এবং শিখতে চাই। সবাই দোয়া...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ স্টাইল

ভাই, বিষয়টা নিয়ে একটি বিস্তারিত video টিউন করবে ।

    ভাই এটি একটি উইন্ডোজ ভার্সন। এটির মূলত অরজিনাল ভার্সন হচ্ছে ইউন্ডোজ সেভেন আল্টিমেট। অরজিনাল ভার্সনবে মডিফাই করে আরও দ্রুততর, সুন্দর ও সহজসাধ্য করা হয়েছে। আপনি এটি একবার সেট-আপ দিলেই বাকিটা বুঝতে পারবেন।

    -ধন্যবাদ

কিভাবে ডাউনলোড করবো??

    ডাইনলোড করার জন্য প্রথমে আপনাকে BitTorrent Client ডাউনলোড করতে হবে। পরে উপরে দেওয়া লিংক থেকে টরেন্ট লিংকড ফাইলটি ডাউনলোড করে BitTorrent Client এ এড করলেই ডাউনলোড শুরু হবে। অথবা আরও বিস্তারিত জানতে YouTube এ সার্চ দিলেই আপনি পুরো প্রক্রিয়াটি পেয়ে যাবেন।

    -ধন্যবাদ

ভাই, ফাইলটা compress করে ছোট করেদেন । 4.36 GB ফাইল mobile internet দিয়ে download করা কস্টকর ।

প্রিয় সাব্বির ইকবাল,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

ভার্সনটি খুবই ভালো লেগেছে। আমি একজন উইন্ডোজ সেভেন ভক্ত তবে কিভাবে ডিভিডি বা পেনড্রাইভ এ বুটেবল করে রাইট করতে হয় তা ডিটেল জানালে অনেক খুশি হতাম। কেননা আপনান মডিফাইকৃত উইন্ডোজটি চালিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে। ধন্যবাদ।

আমি মনে করি এটা install করলে pc হ্যাক হবার সম্ভাবনা রয়েছে. তাই কেউ না জেনে ব্যবহার করবেন না

    শ্রদ্বেয় ভাই, Crazyhd.com সাইট এ মোট ৭০১ এবং আমার ব্যক্তিগত ওয়েবসাইটথেকে ৩৬৮ জন্য ব্যক্তি সহ মোট ১০৬৯ জন মোট ডাউনলোড কারীর মধ্যে কেউই এখন পর্যন্ত হ্যাক হবার কোন অভিযোগ জানান নি। তো আপনার অলস মস্তিষ্কে এই ক্ষুন্নকারী চিন্তভাবনা আসল বা কোথাই থেকেই বা আসলো অনুগ্রহ পূর্বক জানাবেন…

    বি:দ্র: আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটি সর্বশেষ আপডেট সংবলিত। যা হ্যাক হবার কোন সম্ভাবনাই রাখে না। এবং থার্ড পার্টি কোন কানেকশান নেই যা দ্বারা কোন বিশিষ্ট ব্যক্তি বা হ্যাকার কোন প্রকার তথ্য জানতে পারবে।

    – ধন্যবাদ

দাদা সরল সোজা একটা ডাউনলোড লিংক দিন যাতে আমরা নতুনরা এক ক্লিকে ডাউনলোড করতে পারি ।

স্ক্রিনশট গুলা ভালো লাগলো। আশা করি ইন্সটলের পর ও ভালো লাগবে।

অন্ড্রাইভের ফাইলটি “This item might not exist or is no longer available” দেখায়। ডাউনলোড লিঙ্ক টা আপডেট করলে উপকৃত হতাম। ধন্যবাদ।

Link Updated Again…

ভাই ডাউনলোড লিংক কই ? কাজ করে না

Link Updated to Google Drive.

link ta kaj kortese na….link ta up den.
download korboo.

link no work, pls update the link