এবার আপনার যেকোনো টেক্সট কে ভয়েসে রুপান্তর করে ফেলুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আর ভাল না থাকলে আল্লাহ কাসে বেশী বেশী নামজ পরে দোয়া করুন ভাল থাকার জন্য। আর আমি ও দোয়া করি যেন আল্লাহ আপনাদের কে ভাল রাখে।আমি ও ভাল নেই তবে দোয়া করছি ভাল থাকার জন্য। আর বেশী কথা বাড়াবোনা এবার আসল কথাই যাই।

আজ আমি আপনাদের কাসে নিয়ে এলাম এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার এর মাধ্যমে আপনি যেকোনো টেক্সট লেখতে পারবেন এবং সেটা টেক্সট ফাইল হিসাবেই আবার সেভ করতে পারবেন। তবে এই সফটওয়্যার এর একটি বিশেষ বিশিষ্ট রয়েছে, আর সেটা হল আপনি যে কোন টেক্সট হিসাবে লেখলে সেটা কে আপনি ভয়েস হিসাবে বানাতে পারবেন।

 

 

চলুন তাহলে আর দেরি না করে আমরা এই সফটওয়্যার এর বিশিষ্ট গুলা আগে ভাল করে যেই নেই।

  • এতে যেকোনো টেক্সট ফাইল ওপেন করতে পারবেন।
  • কোন লেখাকে টেক্সট ফাইল হিসাবে সেভ ও করতে পারবেন যেমনঃ নোটপ্যাড।
  • এবার যেকোন লেখাকে ভয়েস রুপে শুনার সাথে সাথে সেটা সাউন্ড ফাইল হিসাবে সেভ করতে পারবেন যেমনঃ .wav
  • এতে রয়েছে আকর্ষণীয় চারটি থিম।
  • সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হল এই সফটওয়্যারে মাইক্রোসফটএর ভয়েস ক্যারেকটার যুক্ত করা হয়েছে। এতে আপনি ভয়েস সোনার সমায় এনিমেটেড ভয়েস ক্যারেকটার দেখতে পাবেন।
  • এতে মত চারটি ভয়েস ক্যারেকটার যুক্ত করা হয়েছে।
  • তবে এই সফটওয়্যার টি উইন্ডোজ ৭ তে ভাল ব্যবহার করা যাই, অন্য কোন উইন্ডোসে চেষ্টা করে দেখিনি। 

 

যদি আপনার আপনাদের সফটওয়্যারটি ভাল লেগে থাকে তাহলে এখান থেকে নামিয়ে নিতে পারেনঃ 

Text to Voice Converter 4.0 Setup.exe

(হাতের  ওই লিংকে ক্লিক করবেন)

এরকম আরও নতুন নতুন এপ পেটে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

লাইফ

নিচে আমার পূর্বের কিছু টিউনের লিংক দিলাম, একবার হলে ও দেখে নিবেন যদি কাজে লাগেঃ 

 

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কি অ্যান্ড্রয়েড সফটওয়্যার ছাড়া আর অন্য কোনো বিষয়ে টিউন করতে পারেন না?

    হা হা হা হা হা হা
    না হেসে আর পারলাম না, আপনার ফটোতো বাচ্চাদের মতো, তাইত আপনার কাজ ও বাচ্চাদের মতো।
    একটু ভাল করে পুরুন টিউন টা এটা apk সফটওয়্যার না। এটা পিসির সফটওয়্যার
    হা হা হা হা হা

Filename: Text to Voice Converter 4.0 Setup.exe
Size: 15.4 MB
http://bdupload.net/xpad66ekw8by

File Not Found
The file you were looking for could not be found, sorry for any inconvenience.

Possible causes of this error could be:
The file expired.
The file was deleted by its owner.
The file was deleted by administration because it didn’t comply with our Terms of Use.