উইন্ডোজ ৭ ফুল অফলাইন আপডেট (ইন্টারনেট লাগবে না)

               Update Pack 7 2015 full update for Windows 7 x86/x64 bit Service Pack 1

এই আপডেট প্যাকে ২০১৫ সালের মে মাসের ৫ তারিখ পর্যন্ত উইন্ডোজ ৭ এর জন্য যত আপডেট ফাইল রয়েছে। এমনকি এই আপডেট দিলে আপনার হার্ডডিস্কে যত আপ্রয়োজনীয় ফাইল এবং ফোল্ডার আছে তা আপডেট শেষে ক্লিনআপ করে দিবে। আপনাকে আলাদাভাবে উইন্ডোজ ৭ আপডেট দিতে হবে না।

 

 

এই আপডেট প্যাকে যা যা দেয়া হয়েছেঃ

  • এড করা হয়েছেঃ KB3013531-v2-x86-x64, KB3020370-x86-x64, KB3023215-x86-x64, KB3032655-x86-x64, KB3045645-x86-x64, KB3048761-x86-x64, KB3051768-x86-x64, KB3055642-x86-x64, KB3061518-x86-x64
  • এড করা হয়েছেঃ KB3022345-x86-x64 (এর বদলেঃ KB2882822-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3045171-x86-x64 (এর বদলেঃ KB2957503-x86-x64 & KB3034344-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3046002-x86-x64 (এর বদলেঃ KB2971850-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3048070-x86-x64 (এর বদলেঃ KB2832414-x86-x64 & KB2861191-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3049563-IE8-x86-x64 (এর বদলেঃ KB3038314-IE8-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3049563-IE9-x86-x64 (এর বদলেঃ KB3038314-IE9-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3049563-IE10-x86-x64 (এর বদলেঃ KB3038314-IE10-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3049563-IE11-x86-x64 (এর বদলেঃ KB3038314-IE11-x86-x64)
  • এড করা হয়েছেঃ KB3050941-x64 (এর বদলেঃ KB2706045-x64)

যা যা লাগবেঃ

- ৫ জিবি হার্ডডিস্ক

- ১ জিবি র‌্যাম

Windows Software Development Kit (SDK) for Windows 8.1

 

যেভাবে ইন্সটল করবেনঃ

  • প্রথমে Windows Software Development Kit (SDK) for Windows 8.1 এটা ডাউনলোড করে। আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ১.২ জিবি ফ্রি জায়গা লাগবে। ইন্টারনেট দরকার আছে।
  • তারপর UpdatePack7R2-15.5.15.exe (Run as Adminstrator). ইন্টারনেট দরকার নেই।
  • প্রথম ইন্সটল ধাপে ১০০ টা আপডেট ফাইল ইন্সটল হবে। তারপর পিসি রিস্টার্ট নিবে (২ বার)।
  • ২য় ধাপে ৮৮ টা আপডেট ফাইল ইন্সটল হবে। তারপর পিসি রিস্টার্ট নিবে (২ বার)।
  • ডিস্ক ক্লিনআপ হবে।
  • মিনিমাম দেড় ঘন্টা সময় লাগবে।

 

Download (size 632 MB) |  UpFile Link
MD5: f0b494d44a62973a237a0dc1db735365 *UpdatePack7R2-15.5.15.exe
List of updates and change history..

Level 0

আমি নাঈমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝলাম না আপডেট করলে কি হবে???

Level 2

bro eta 32 bit or 64 bit windows update file?

Windows 7 সব ভার্সনে কি কাজ হবে?

হ্যা Windows 7 এর সকল ভার্সনে কাজ করবে