নিয়ে নিন উইন্ডোজ ৭ এর লুকানো এক্সপ্লোরার এনিম্যাশন।

প্রিয় বন্ধুরা,
টেকটিউনস এ এটি আমার প্রথম পোস্ট। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমি আপনাদের ১টি সুন্দর সফটওয়্যার উপহার দিতে এসেছি।
এটি শুধুমাত্র windows 7 ব্যবহারকারী রা ব্যবহার করতে পারবেন।
এই সফটওয়্যার এর মাধ্যমে উইন্ডোজ এক্সপ্লোরারে সুন্দর ইফেক্ট এপ্লাই করতে পারবেন। ফোল্ডার ওপেন করার সময় ইফেক্টগুলো দেখতে পারবেন।
নিচের লিংক থেকে ডাউনলড করুন।

http://sumon.waplux.com/files/663747/win7%20ex%20ani.zip
এটি আমার প্রথম টিউন,তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পিলিজজজজ :p

Level 0

আমি সুমন টিটু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও নতুন তথাপি যথেষ্ট ভাল টিউন। তবে ধারাবাহিকতা আশা করছি। ধন্যবাদ।

অবশ্যই চেষ্টা করব ভাই 🙂

মাম্মা চরম হইছে । আস তুমারে একটা কিছ দেই । অনেক দিন ধইরা এমন একটা জিনিস খোজতে ছিলাম । মাম্মা তুমি একটা জিনিস । জিনীয়াছ । চালিয়ে যাও ।

হা হা হা, মাম্মা নইজ্জা পাইলাম :p

পোস্টটি টিটি মানের হয় নাই। আরো কয়েক লাইন লিখতেই পারতেন।

ভাই মোবাইল দিয়া পোস্ট লিখছি ।তাই বেশি লিখতে পারিনাই। আর এই সফটওয়্যার পোর্টেবল টাইপ। যে কেউ ওপেন করলে সহজেই বুঝতে পারবে।
শুধু ডাউনলোড কইরা ওপেন করেন, মজা বুঝেন। আমার মনে হয় খুব কম উইন্ডোজ ইউজারই এই সফট ইউজ করে। আমার জানা মতে এর কোন অফিসিয়াল ভার্সন নাই।

থ্যাংকস ।

Oil come vai 😛

স্বাগতম সাগর ভাইয়া 🙂