আপনি Windows 7 ব্যবহারকারী তাহলে নিয়ে নিন কাজের সফট আর ফাইল খুঁজুন মাত্র ৩ সেকেন্ডে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।


আমরা যারা আগে Windows xP ব্যবহার করেছিলাম, তাদের ফাইল খুঁজতে কোন সমস্যা হত না, আর এখন যারা Windows xP ছেড়ে Windows 7 এসেছেন তাদের ফাইল খুঁজতে অনেক সময় লাগে বা আমাদের pc তে অনেক ফাইল থাকে যা আমারা অনেক সময় খুজে পাইনা। পেলেও হয়ত অনেক সময় লাগে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এমন দুটি সফট যা দিয়ে আপনি সেকেন্ডে আপনার প্রয়োজনীয় ফাইল খুজে পাবেন। তাহলে আর দেরি কেন নিচের লিঙ্ক গুলো থেকে সফট দুটি ডাউনলোড করে নিন।

১। Everything: ফাইল খুঁজার দারুণ সফট, ডাউনলোড

২। Ava Find Professional: এটাও আপনার প্রয়োজনীয় ফাইল খুঁজার কাজের সফট। ডাউনলোড

৩। আর এক ক্লিকে আপনার প্রয়োজনীয় ডিভাসের নাম জানতে এখান থেকে File টি ডাউনলোড করে নিন।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা শুধু উইন্ডোজ সেভেন না এটা ৮ এ ও কাজ করে ।

    @Mosharaf Tanvir:শুধু Windows 8 ও না 9 ও কাজ করবে । @ ধন্যবাদ টিউমেন্ট এর জন্য ।

আসসালামু আলইকুম। কিছুদিন আগে দেখেছিলাম কিবাবে কম্পিইটার প্রেপারটিজ পরিবর্তন করা যায়। এখন পাচ্ছি না। যদি আপনার সংগ্রহে থাকে দিলে ভাল লাগবে। যেমন – Processor, Ram, HDD এর প্রেপারটিজ পরিবর্তন করে তাক লাগানো যায়।
[email protected]