windows 7 FULL GLASS THEME!!!! চমৎকার……।

কেমন আসছেন সবায়। আরেকটা টিউন লেখতে বসে গেলাম। এবার আমি আপনাদের কে windows 7 full glass theme এর সম্বন্ধে জানাব। ভালো লাগবেই...... কিন্তু সমস্যা হল যে এটা চকের একটু সমস্যা করবে। তাই এটা use না করাই ভালো। তার পরেও যাদের ভালো লাগবে তাদের জন্য।

DOWNLOAD

এবার Full glass     run করতে হবে।

তারপর full glass vs7 folder টি copy করেন এবং C: \ Windows \ Resources \ Themes তে paste করেন।

এবার personalize তে যেয়ে full glass theme টি কে choose করেন।

ব্যাস হয়ে গেল। এবার উপভোগ করুন full glass theme

আর ভালো লাগলে অবশ্যয় comment করে জানাবেন।

Level 0

আমি HITSss। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai apni ki disen kono full glass vs 7 name folder e nai.

    Level 0

    ধন্যবাদ ভাই CASANOVA ঠিক করে দিয়েছি এবার DOWNLOAD করতে পারেন।

Level 0

ভাই, কি লিখলেন আর কি দিলেন? কোথায় থিম ফাইল আর কোথায় প্যাচ ফাইল????

    Level 0

    mohsin ভাই এবার download করে দেখতে পারেন। আর হ্যাঁ rar ফাইল টিকে কিন্তু extract করতে হবে।

ধন্যবাদ ভাই

এসব Themes বা Transformation skin pack গুলা যেবারই ইনস্টল করি সেবারই কোনো না কোনো ঝামেলায় পড়তে হয়!
আশা করি এইবার আরেক নতুন ঝামেলা অয়েটিং ফর মি!
যাই হোক Themes টার জন্য ধন্যবাদ 🙂

    Level 0

    আশা করি এবার আর কোন ঝামেলায় পরবেন না। ধন্যবাদ

ধন্যবাদ ভাই theme টার জন্য

    Level 0

    you most welcome…

কেউ একজন তো ফিডব্যাক জানান সফলতার সাথে ইন্সটল করতে পারলেন কিনা? এটা টি জানালা ৮ এ চলবে?

    Level 0

    খালিদ ভাই এটা ইন্সটল করে দেখেন কাজ করবে।

Level 0

vai unenistol korbo ki vabe

    Level 0

    @mehadih0:personalize এ যেয়ে full glass themer উপর right button click করে delete করে দিন। তারপর C: \ Windows \ Resources \ Themes তে past করা full glass vs7ফোল্ডার টি delete করে ফেলেন।

Windows 8 -এর জন্য হারাম । Setup দিলেই নতুন Windows Setup দিতে হবে ১০০%।

Level 0

সবাইকে বলছি ,ভাই এতো কষ্ট করার দরকার কি, সোজা Windows নিজের সাইট এর এই লিঙ্ক এ যান http://windows.microsoft.com/en-us/windows/themes এতেও যদি মন না ভরে তাহলে এখানেও যেতে পারেন http://www.windows7theme.net/ কোনও কিছুই Install ও Paste করতে হবে না।