USB wifi router এ বাংলায়নের ডঙ্গেল মডেম ব্যাবহার করবো কিভাবে ??

আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর অশেষ কৃপায় টিউনার পরিবারের সবাই ভাল আছেন।

অনেকেই মাঝে মাঝে বলতে শুনি যে, wifi router এ বাংলালায়নের ডঙ্গেল মডেম ইউজ করা যায়। বিষয় টা আসলে কি সত্য ??

আশা করি অবিজ্ঞ টিউনারগন এই সম্পর্কিত আপনাদের অভিমত দেবেন। আমি এ বিষয়ে আপনাদের মতামতের উপর নির্ভর করে মডেম বা রাউটার কিনবো। আশা করছি সবাই সুপরামর্শ দেবেন।

অগ্রিম ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Md. Abdullah Al Mamun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কোন রাউটারগুলোতে সাপোর্ট করে নাকি কিভাবে কাজ করাতে হয় আপনার প্রশ্ন কোনটা ঠিক ক্লিয়ার নই। জাষ্ট একটু ধারনা দিচ্ছি, TP-Link এর TL-MR3220 অথবা TL-MR3420 এই দুইটার যেকোনো একটা কিনুন(আপনার বাজেট ও দরকারের উপর ডিপেন্ড করে)।

আমি আমার বন্ধুকে TL-MR3420 তে বাংলালায়ন চালাতে দেখেছি আর TL-MR3220 তে আমি জিপি মডেম ব্যবহার করি। বিস্তারিত http://www.tp-link.com/en/products/?categoryid=202&mode=complist সাইট থেকে মডেমের নামে ক্লিক করে জেনে নিন।

আমি ও একই ঝামেলাই আছি আমার ও একটা রাউটার আছে 3জি মডেম চলে বাংলালায়ন চলে না।

Level 2

বাংলালায়ন 4g মডেম…আর 4g কোন router এ support করেনা।আমি 4g supported router অনেক খুজেছি পাইনি 🙁