:: বাটপার প্রতিষ্ঠান বাংলালায়ন ওয়াইম্যাক্সের সীমাহীন দূর্নীতি ::

২০০৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে বাংলালায়ন ওয়াইম্যাক্স নামের বাটপার কোম্পানীটি। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে ভুলিয়ে এরা তখন থেকেই ঠকিয়ে যাচ্ছে।

- প্রথমত এদের ওয়াইম্যাক্স মডেমটি খুবই নিম্ন মানের। এটি ১ঘন্টা ব্যবহারেই প্রচন্ড গরম হয়ে যায়। কাস্টোমার কেয়ারে ফোন করে এর সমাধান চাইলে তারা বলল মডেমটি খুলে মিনিট পনেরো বাইরে রেখে দিতে। অথবা ফ্রিজে ঠান্ডা করা্র জন্য কিছুক্ষন রাখতে। এখন একটি ওয়াইম্যাক্স কানেকশন ব্যবহার করতে হলে আমাকে যদি ১ঘন্টা পর পর পনেরো মিনিটের জন্য মডেম খুলে রাখতে হয় কিংবা ফ্রিজে রাখতে হয় তাহলে এর চেয়ে হাস্যকর ব্যাপার আরকি আছে??

- এরপর আসুন বাংলালায়নের কাস্টোমার কেয়ারে। এদের কাস্টোমার কেয়ার সার্ভিস আমার দেখা সবচেয়ে জঘন্য। কাস্টোমার কেয়ার সেন্টারে যারা বসেন তারা যেন কোন রাজবংশের লোক। অহংকারে মাটিতে যেন পা পরে না। ভদ্রভাবে কথা বলাও তাদের শিখানো হয়নি পরিবার থেকে। কমপ্লেইন করতে গিয়ে উলটো অপদস্ত হয়ে ফিরে আসতে হয়।

- খালি কলসি বাজে বেশি। তেমনি বাংলালায়ন ওয়াইম্যাক্স ৪র্থ প্রজন্মের ইন্টারনেট সেবার কথা বলে তারা ২য় প্রজন্মের ইন্টারনেটের থেকেও খারাপ সেবা দেয়। ৫১২ কেবিপিএসের প্যাকেজ ১২৮ কেবিপিএস এর স্পিড দেয়। গুগল লোডিং হতেও মাঝেমাঝে ৫-৬মিনিট লাগে।

- বাংলাবিলাইয়ের অনলাইনে অভিযোগ করার সিস্টেমটি জঘন্য। তাদের কমপ্লেইনের উত্তর পাওয়া যায় ২-৩দিন পরে।

- এদের বিলাই সার্ভার কয়েকদিন পরপর আপডেট করা হয়। এজন্য ইন্টারনেট কানেকশন বন্ধ থাকে। বন্ধ থাকার আগে কোন নোটিশ দেয়না কিন্তু ঠিক হবার পর মেইল দেয় ''সাময়িক সমস্যার জন্য দুঃখিত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

- জুন মাসে বেশ কিছু এলাকায় এদের নেট কানেকশন প্রায় ৬-৭ দিন বন্ধ থাকে সেই পুরান ক্যাচাল সার্ভার আপডেটের কারনে। তখন সব ইউজারদের এই দুর্ভোগের জন্য বোনাস দেওয়া হবে বলা হয়। কিন্তু আজও সেই বোনাস কেউ পায়নি।

সবাই এই বাটপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রুখে দাড়ান। উন্নত সেবা দেওয়ার নামে দেশের মানুষের কোটি কোটি টাকা মেরে খাচ্ছে এরা। আজই সবাই বাংলাবিলাই ব্যবহার বন্ধ করে দিন। ওয়াইম্যাক্স নিয়ে যদি পাড়ার সস্তা ব্রডব্যান্ডের মত স্পিড পাওয়া যায় তাহলে কেন এত টাকা খরচ করে বাংলাবিলাইয়ের ওয়াইম্যাক্স ব্যবহার করবেন??

Level 0

আমি সাইবার উন্মাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সাইবার উন্মাদ। ভালোবাসি প্রযুক্তিকে। প্রযুক্তির আলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ওই শালাদের আপডেট জীবনেও বন্ধ হবে না। আমার গত সপ্তাহে লাইনে সমস্যা ছিল আমি কাষ্টোমার কেয়ারে ফোন দিলাম ফোনটা এক অভদ্রমহিলা রিসিভ করল এর পর আমি আমার সমস্যার কথা জানালাম আমকে সমাধান দিল আপনার মডেম এর ফার্মওয়্যার আপডেট করা লাগবে। আমাদের প্লাজাতে নিয়ে আসেন ওখান থেকে আপডেট করে নিয়ে জাবেন আমি তখন প্লাজাতে নিয়ে গেলাম এবার ওদের বলালাম তখন ওরা বলে এই মডেম এর ফার্মওয়্যার আপডেট করা যাবে না এবার প্রায় ৩০ মিনিট দড়িয়ে থাকলাম ওরা মডেম টা নিয়ে কি করল এর বলে আপনার স্পিড এর সমস্যা ছিল এখন ঠিক করে দিছি……ওই শালা দের কি করা উচিত……………………

এর জন্য বাংলালায়ন ব্যবহার করা বন্ধ করে দিছি রাগ হয়ে বাংলালায়ন মডেম নষ্ট করে ফেলছি।

Amar modem ta haturi dia bairaiya bhangchi, ekhon anek shantite achi.

Level New

Foul…..4G logo lagaiya amader k dhoka ditase…..4G net ora jibon e dekhse kina sondeho..??

    Level 2

    ওদের নেটওয়ার্ক বাস্তবিকই 4G , WiMax সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় লোকে এই কথা বলে। শুধু আপনাকে যদি ওরা ৩০ mbps সাপ্লাই দেয়, অন্য কাস্টোমাররা কি আঙ্গুল চুষবে? নেটওয়ার্ক স্ট্রাকচার ৩০ mbps প্রতি কাস্টোমারের জন্য পাঠাতে সক্ষম, কিন্তু এত ব্যান্ডউইথ বাংলাদেশে নেই।

Level New

ব্যান্ডউইথ ইন্ডিয়াতে বিক্রি করতাছে আর আপনি বলছেন -> ব্যান্ডউইথ বাংলাদেশে নেই, হাওয়ায় উড়ে গেছে……

    Level 2

    @nil.akash: ব্যান্ডউইথ থাকলেও যদি মানুষের কাছে তা সরবরাহ না করা হয় সরকারি ভাবে তবে ব্যান্ডউইথ আছে এই কথাটা কেন বলব? যেটা ব্যাবহার করার অনুমতি নেই সেটা কেন ‘আছে’ বলব আপনি ই বলুন।

Level New

তাহলে এরা আমাদের সাথে প্রতারনা করে কেন? 4G না দিয়া বাটপার G (BG) লাগাতে পারত…

আমি অনেক আগেই বাদ দিয়েছি

Level 0

link3 used koren . 1mb bill:1400tk only.

Level 0

নাহ ভাই আমি আবার শালাদের অন্যভাবে বাঁশ দেই, প্রতি মাসে ২০০/২৫০ গিগা ডাউনলোড করি, অবশ্য গত মাস থেকে লাইনটা বন্ধ রাখছি। এই সব শালারাই প্রতারক।

    Level 0

    ভাই, FUP কে বুড়া আঙুল ক্যামনে দ্যাখান? ঝেড়ে কাশেন একটু!

    Level 0

    @shonzim: ভাই, FUP কে বুড়া আঙুল ক্যামনে দ্যাখান? ঝেড়ে কাশেন একটু!

      Level New

      @asifabir: amar 24 hours download month a 120+ gb download hoy. ar Fup holo 10 tar por modem khuli na. ba pc off kori na.

শান্তনু ভাই এর কমেন্ট টা পরে অনেক মজা পাইসি। হাহাহাহাহা 😀

আমি Zoom Ultra ব্যাবহার করি । রমজান উপলক্ষে দিগুন স্পীড । মজাই আলাদা 😀
তাই আপাতত No ভাঙ্গা – ভাঙ্গি 😛

Level 0

Ami Jessore a thaki.Akhane ki link3 er service pabo?

Level 0

@asifabir…………….Without disconnecting the modem if you continue your download at their peak hour…………..you can avoid FUP. But if you disconnect it at the peak hour, your speed must be down half till 6.00 A.M.