আপনার ওয়াইফাইকে দ্বিগুণ শক্তিশালী করবেন যে ভাবে

আপনার ঘরে একটি রাউটার আছে কিন্তু এটি আপনার সম্পুর্ণ ঘরকে কাভার করতে পারছে না। তো কি করবেন? আরেকটি রাউটার কিনবেন? তার প্রয়োজন হবে না কারণ আজকের আলোচনায় রয়েছে কিভাবে সহজে একটি রাউটারের রেঞ্জ ডাবল করা যায়।
রাউটারের রেঞ্জ সহজে ডাবল করার জন্য দরকার একটি ওয়াইফাই রিপিটার। প্রথমেই জেনে নেয়া যাক- ওয়াইফাই রিপিটার কি?

একটি ওয়াইফাই রিফিটার যা ওয়াইফাই রাউটার থেকে ওয়্যারলেস সিগন্যালের পরিসীমা বাড়ায় বা এর কাজ হল রেঞ্জ বাড়ানো। একে আবার এক্সেটেন্ডারও বলা হয়। ধরুন আপনি বাড়ির নিচ তলায় একটা রাউটার সেট করলেন। সেখান থেকে উপরের তলায় কোন ডিভাইসে ওয়াইফাই ইউজ করবেন কিন্তু ভালো সিগন্যাল পাচ্ছেননা, সেই ক্ষেত্রে একটা একটা রিপিটার বসিয়ে দিয়ে দিলেই, মূল রাউটারের সিগন্যাল বাড়িয়ে দিয়ে সহজে ব্যবহার করতে পারবেন উপরের তলা থেকে। এভাবে চাইলে আপনি একটা লাইন থেকে পুরো ভবনের যেকোন জায়গা থেকে ওয়াইফাই ইউজ করতে পারবেন।
ধরুন শাওমি ওয়াইফাই রিপিটার-২। এক্সটেন্ডার/বুস্টার/এমপ্লিফায়ার যে নামেই ডাকুন না কেন স্বল্প দামের এই ডিভাইসটি আপনার দুর্বল ওয়াইফাই ফ্রিকুএন্সি-কে সত্যিকার অর্থেই করে দিতে পারে প্রায় দ্বিগুণ শক্তিশালী। তাই আপনার রাউটারের রেঞ্জ কম হলে তা বৃদ্ধির জন্য প্রয়োজন হবেনা আর একটি রাউটার কেনার।
শাওমি ওয়াইফাই রিপিটার-২ এটি একসঙ্গে ৩০০এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। যে একটি ছোট ভাই হিসেবে অনেক। ২.৪ গিগাহার্জ ফ্রিকুয়েন্সির এই ডিভাইসটি চলতে প্রয়োজন হয় ৫ ভল্ট। এক অ্যাম্পায়ার বিদ্যুৎ শক্তি, যা সরবরাহ করতে পারে একটি ফোন চার্জার।
শাওমি ওয়াইফাই রিপিটার-২ ডিভাইস টি দেখতে যেমন স্মার্ট, তেমনি স্লিম ও ওজনে হালকা। এই ওয়াইফাই রিপিটার এর মূল কাজটি হলো ঘরে থাকা রাউটারের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে এটি নিজস্ব ফ্রিকোয়েন্সি ছড়িয়ে ওয়াইফাই রেঞ্জ বাড়িয়ে দেয়।
ভেবে দেখুন কিভাবে ঘটনাটি ঘটে- আপনার ঘরে থাকা ডিভাইটি আপনার রুমের ভেতরে থাকা রাউটারটি পাশের রুম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। রিপিটারটি যদি ঠিক ঐ স্থানে সেট করেন তাহলে তা রাউটার থেকে সিগনাল গ্রহণ করে আবার ছড়াতে শুরু করবে। তাই আপনি পেয়ে যাবেন পরবর্তী রুম বা আরো দূর পর্যন্ত। বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছেন আশা করছি।
কিভাবে সেটআপ করবেন? বাজারে শাওমি ওয়াইফাই রিপিটার-২ এর দুটি ভর্সন পাওয়া যায়। একটি চাইনিজ এবং অন্যটি ইংরেজি। দুটি ভাষায় হলেও ডিভাইসগুলো মূলত একই। তাই এত চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। কারণ সবগুলোর সেটাপই খুব সহজ। এই ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে ওয়াল চার্জার এর সাথে বা পাওয়ার ব্যাংকের সাথে যুক্ত করে। যা নির্দিষ্ট দূরত্বে ফিক্সট করে নিলে সুবিধা মত ইন্টারনেট ব্যবহার করা যাবে।
প্রথমে ডিভাইসটি পাওয়ার ব্যাংক এর সংযোগ করে নিবো। তার আপনারা দেখতে পাবেন একটি হলুদ রঙের এলইডি ব্লিনক করছে। এতে বোঝানো হচ্ছে ডিভাইসটিতে ওয়াইফাই সেটআপ করতে হবে। রয়েছে একটি ছোট্ট ছিদ্র। এটি রিসেট বাটন। যদি কখনো রাউটার পরিবর্তন করা হয় তখন এখানে প্রেস করে রিসেট করে পুনরায় সেটআপ করা যায়।
এবার ডিভাইসটিতে ওয়াইফাই সেটআপ করার জন্য স্মার্ট ফোনে প্লে স্টোর থেকে এমআই হোম/মি হোম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোডের কাজটি আরও সহজে করা যাবে প্যাকেটে থাকা কিউআর কোডটি স্ক্যান করে নিলে।
অ্যাপটি ওপেন করার শুরুতেই এখানে এগ্রি অপশনে ক্লিক করতে হবে। এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে। এর পর এমআই অ্যাকাউন্ট থেকে লগইন করতে হবে অথবা নতুন একটি একাউন্ট করে নিতে হবে। ধরি, নতুন অ্যাকাউন্ট করতে হবে। এর জন্য এখানে সুবিধা অনুযায়ি ফোন নম্বর অথবা ই-মেইল দিয়ে পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দেয়ার পর এসএমএস ব্যাক ডিভিশন লিঙ্ক পাঠানো হবে। যার মাধ্যমে একাউন্ট একটিভ করে লগইন করতে হবে।
এবার এখানে ডিভাইসটি অ্যাড করতে হবে। ডিভাইসটি এড করার জন্য কোন ঝামেলা পোহাতে হবে না। কারণ অ্যাপ্লিক্যাশন নিজেই খুঁজে বের করে নেবে কাছে থাকা এমআই ডিভাইস। আপনার ডিভাইস টি সিলেক্ট করতে হবে। পরের ধপে ফোনে সংযুক্ত থাকা ওয়াইফাই রাউটারের নাম সিলেক্ট করে পাসওয়ার্ডটি দিলে কিছুক্ষণের মধ্যে অটোমেটিক্যালি সেটাপ হয়ে যাবে। সেটাপ হলে দেখবেন রিপিটারের হলুদ আলো নীল রঙে রূপান্তর হয়ে জ্বলে থাকবে। অরথাৎ এটি সেট আপ হয়ে গেছে।

Level 0

আমি Ibrahim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস