মাই ওয়াইফাই রাউটার দিয়ে সহজে তৈরি করুন ওয়াইফাই হটস্পট

আমরা অনেক সময় আমাদের প্রয়জনে পিসিতে ওয়াইফাই হটস্পট তৈরি করতে চাই। কিন্তু অনেক সময় ঠিক মত পিসিতে কাজটি করতে পারি না। মাই ওয়াইফাই রাউটার দিয়ে আমরা সহজেই এই কাজটি করতে পারব। মাই ওয়াইফাই রাউটার (My Wi-Fi Router) ব্যবহার করে এক মুহূর্তে এক্সেস পয়েন্ট তৈরি করা যায়। মাই ওয়াইফাই রাউটার (My Wi-Fi Router) একটি হাল্কা সফটওয়্যার যা ওয়াইফাই রাউটারের মত কাজ করে এবং পিসিতে ওয়াই-ফাই হটস্পট তৈরি করে। মাই ওয়াইফাই রাউটার ব্যবহার করে আমরা একাধিক ডিভাইসে যেমন ল্যাপটপ, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, পিডিএ, এবং আইপ্যাডে ইন্টারনেট সংযোগ (ল্যান, ইথারনেট, ডাটা-কার্ড, 3G / 4G, ওয়াইফাই) শেয়ার করতে পারি। শুধু ইন্টারনেট সংযোগ  না আমরা ঐ সব ডিভাইসে ভিডিও শেয়ার করতে পারি। মাই ওয়াইফাই রাউটার নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলি সম্পর্কে প্রয়োজন অ্যাক্সেস দেয় যেমন নাম, আইপি অ্যাড্রেস (IP Address), এবং ম্যাক অ্যাড্রেস (MAC Address)। মাই ওয়াইফাই রাউটারের মাধ্যমে ঐ সংযুক্ত ডিভাইস খুব সহজে পরিচালনা করা যায়।  মাই ওয়াইফাই রাউটার ব্যবহার করা, ডাউনলোড ও ইন্সটল করা,  হটস্পট নাম ইনপুট, পাসওয়ার্ড ইনপুট এবং সংযোগ দেয়া খুবই সহজ। উইন্ডোজের সকল সংস্করণ সাপোর্ট করে।  ফাইলের সাইজ মাত্র ১৬.৫৯ মেগাবাইট  । ডাউনলোড লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন। সাধারণ সফটওয়্যারের মত করে ইন্সটল করুন। উপভোগ করুণ ওয়াইফাই হটস্পট। ইন্সটল করার পর ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে 1234567890 থাকে। নিরাপত্তার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

ডাউনলোডের জন্য ক্লিক করুন।

 

Level 0

আমি মুঃ মশিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Bachelor of Science in Computer Science and Engineering


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

baidu wifi hotspot best for me…