কিভাবে যেকোন Laptop কে Router হিসেবে use করতে পারবেন?

 

আমি যে পদ্ধতি দেখাবো, এতে আপনার laptop, normal পদ্ধতিতে যদি hotspot চালু না- হয় আপনি বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

মোট কথা, আপনার laptop এ wifi চললে, hotspot ও চলবে।

 

 

 

পদ্ধতি ১:

এই পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন, normally অন্য সব laptop এর মত, আপনার laptop এ কি hotspot চালু হবে কি না!

যদি না হয় পদ্ধতি ২ এ চলে যান সরাসরি।

 

প্রথমে CMD launch করুন, (যারা জানেন না, Search box এ CMD লিখুন, না আসলে, run এ যান, CMD লিখে OK দিন)

 

CMD(Command Prompt) তে নিচের inverted কমার ভেতরের অংশটুকু copy-paste করে, enter দিন

“netsh wlan show drivers”

এখন যে লেখাগুলো আসবে, সেখানে দেখুন একটা লেখা এমন আছে,

“Hosted network supported  : Yes অথবা No”

যদি YES আসে, আপনার কপাল ভালো, normally hotspot on হবে, আর No হলে, আর দেখার প্রয়োজন নেই, সরাসরি, পদ্ধতি ২ এ চলে যান।

 

এখন আসি, যাদের YES আসবে, তারা এখানে থেকে myPublicWIFI  - software টা নামিয়ে নিন।

আর install করে, নিজের নাম password দিয়ে চালু করে ফেলুন আপনার personal hotspot!

  • NB: myPublicWIFI ইনস্টল দেয়ার সময় নেট কানেকশন রাখুন
  • যদি কোন update চায়, করুন।
  • আশা করি কোন সমস্যা হবে না।
  • যদি by any chance আপনার কালা ভাগ্য হয়, 😀 তাহলে PC restart দিয়ে আবার চেষ্টা করুন।
  • MyPublicWIFi এ আপনার নাম, পাসওয়ার্ড দেয়ার পর, লাস্টে দেখুন, enable internet sharing, এটা tick mark দিন, আর বক্সে click করে(dropdown) আপনার internet source টা দেখিয়ে দিন।
  • না বুঝলে, comment করুন, অথবা FB তে আমায় Massage দিন ClickHere

 

 

পদ্ধতি ২:

এই পদ্ধতিতে আপনার একটা software নামাতে হবে, তার আগে বলে রাখি, এটা অনেকটা force করে চালু করার মত।

প্রথমত যে কয়টা জিনিস ঠিক থাকতে হবে…

  • Device manager এ গিয়ে network adapters এর সবগুলা update রাখুন।
  • Device manager কই পামু? নিচের photo টা দেখুন, search box এ device manager লিখলে আসবে
  • অথবা এই location এ যান, Control Panel\Hardware and Sound\Devices and Printers, এরপর mouse এ right click করে দেখুন device manager আছে।

এখন PC restart দিয়ে, এখান থেকে ConnectifyHOTSPOT সফটওয়ার টি নামিয়ে install দিন, আর আপনার পিসি কে বানিয়ে ফেলুন router!

  • কোন রকম সমস্যা হলে comment করুন, আর না হয় আমায় FB তে massage দিতে পারেন> FB.COM/TalkToRoni
  • পদ্ধতি দুটি windows 10, 8.1, 8 এ ভালো কাজ করবে।

 

Level 0

আমি রকিবুল ইসলাম রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I can't explain and you don't understand


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস