এবার আপনার PC কে বানিয়ে ফেলুন WIFI Router ছোট্ট একটা সফটওয়ার দিয়া।।

 

আসালামু আলাইকুম

টেকটিউনস কমিউনিটি সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলেই চলে আসলাম আপনাদের মাঝে। আর টেকটিউনসে ঢুকলে মন এমনিতেই ভালো হয়ে যায়!

এখানে যারা টিউন করে থাকেন তারা অনেক অনেক জ্ঞানী এবং অভিজ্ঞবান। এমন কি অনেক ভিজিটর আছেন তারাও! তাদের তুলনায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই তুচ্ছ! তাই আগেই বলে নিচ্ছি আমার টিউনে কোনো ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।

 

আজকের টিউন একটি পিসি  এপ্স নিয়ে আশাকরি ভালো লাগবেঃ

যে সফটওয়্যার নিয়া কথা বলবো  সে  সফটওয়্যার টি  হল  Virtual Router Plus।

সফটওয়্যার টির সাইজ মাত্র ১১৬ কিলো বাইট। সফটওয়্যার টির কার্ক্রম অনেক ভাল।

ছোট্ট এই সফটওয়্যার টি দিয়া খুব সহজেই আপনার পিসিকে বানিয়া ফেলুন wifi Router ...। আর বন্দুদের সাথে নেট শেয়ার করুন ...।।

আর নিজের নামে বানিয়া ফেলুন ওয়াইফাই রাউওটার। আর আপনার বাশার আসে পাশে জানিয়া দিন আপনারও ওয়াইফাই রাউটার আছে।

এবার আর কথা নয় খুব  সহজেই বানিয়া ফেলুন ওয়াইফাই রাওটার আপনার পিসিকে।

এপ্স সাইজ মাত্রঃ 116 k

এপ্পস্টির স্কিন শর্ট নিচে দেখানো হল :

 

Download : Link

 

আপনাদের কাছে আমার আনুরদ সফটওয়্যার টি যদি আপনাদের   ভাল লাগে  তাহলে অবশই আমকে টিউমেন্ট করবেন।

আসা করি এতখুনে আপনারা সফটওয়্যার টির মজা পেয়েগেছেন ...।

আপনাদের কষ্ট না হলে আমার এই  বলাগ সাইট থেকে  গুরে আইসেন  link এ গুরে আসবেন।

আর আমাকে ভাল লাগ্লে আমার ফেজবুক link  এ  গুরে আইসেন...।।

আমার টিউন টি ভাল লাগ্লে আমাকে comment করবেন। 

Level 0

আমি মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পিসিতে কি আলাদা কিছু হার্ডওয়ার ইন্সটল করতে হবে?

পিসিতে ওয়াইফাই রাউটার ডিভাইস ছাড়া এটা হবে না আর রাউটার ডিভাইস থাকলে এর দরকার পড়ার কথা না। এটা অবশ্যই ল্যাপটপের জন্য। ল্যাপটপের জন্য অনেক কাজের জিনিস এটা।

আমি MHotspot ব্যবহার করি। তবে কাজে লাগতেও পারে

পিসিতে জাদের wifi Router আছে তারাই কেবল ব্যাবহার করতে পারবে

ha vi share korar jonno thanx. kajer tunes. ami 2 ta problem a porsi parlea aktu help koren
1/
online theke audio driver download korsi but seta suport kortese na. akhon ami ki korbo

2/ browser a bangla lekha khub soto dekhi jar karone porte osubidah hoea . tobe bijoyea 2011+ avro set up diyeasi. pls amk aktu bolben

একটা সমস্যা! এমন অনেক রাউটার সফট আমি ইউস করেছি। সবকিছুই ঠিক ঠাক করি। বাট কোনভাবেই নেট শেয়ার হয় না। হেল্প প্লিজ!

ওহ আমার লাপ্টপ HP cq43 dual core. Windows 8.1

wifi na thakle hobe ki?

windows 8 and 10 a aye system kaj kora naaaaa…..

thanks vai amar kaj hoye che