কাল থেকেই নাকি শুরু হইছে!!! আমিই এখনো জানলাম না…!!!

কাল থেকেই নাকি যশোরে ফ্রি ওয়াইফাই সেবা শুরু হইছে! আমি এখন একটা পত্রিকায় দেখলাম। আজই যাব.........। 😀  ফ্রি ওয়াইফাই চালাব......... 😀

যশোরের কারা কারা আছেন??? কালেক্টরেট চত্বর ও নিয়াজ পার্ক এলাকায় নাকি এই ঘটনা ঘটেছে!! 😛  আপনারা কেউ জানেন নাকি???

আমার কথা বিশ্বাস হয় না??

' তথ্য প্রযুক্তিতে অবাধ প্রবেশাধিকারে লক্ষে যশোরের জনসাধরণের জন্য ফ্রি দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করলো জেলা প্রশাসন। এর ফলে যশোর কালেক্টরেট চত্বর ও নিয়াজ পার্ক এলাকায় বৃহস্পতিবার থেকে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবে যশোরবাসী।'

সূত্র: স্বাধীন কন্ঠ

Level 2

আমি ক্বামারুল ইসলাম মান্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bah bah…. ami jsrer chele bt dhk thaki 😛

    @SHAHREAR RAHMAN: হুম। যশোর আসলে ফ্রি ওয়াইফাই চালাতে ভুলবেন না………।

@তমাল হোসেন: এইভাবে গালি দেয়ার মানে কি ভাই??

Level 0

প্রিয় যশোর বাসী আপনাদের এমন সংবাদ তো খুশির সংবাদ, ”ভালতো ভাল না”

কিন্তু আমি যশোরে থাকি না।

হা ভাইয়া আমি অবশ্যই যশোর পৈারসভা সংলগ্ন রোড এ ফ্রি নেট চালাইছি। ডিসি অফিস এ এখন ও দেখিনাই। তবে দু এক এর মধ্যে দেখব। আর ভাইয় এই ফ্রি নেট চালানোর জন্য যশোর এর স্কুল কলেজের ছাত্র রা সকাল থেকে শুরু করে
মমিন গালর্স স্কুল থেকে শুরু করে বাদশাহ ফয়সাল স্কুল পর্যন্ত বিচরন করে রাত্র 12 অবদি প্রায় ।

Free use kora hoye gece vai.Khub valo legece

Bogra e ki Wi-Fi chalu hoiche???

ভাই আমি বুঝলাম না আপনি কেন এত দেরীতে জানলেন। আমি আজ থেকে প্রায় 1 বছর আগে থেকে মমিন গার্লস, পৌরসভা ভবন ও বাদশাহ ফয়সালের আশেপাশে ফ্রী ওয়াইফাই ব্যবহার করতাম সাথে আরো অনেকে। Password 0421484852 অনেকটা এরকম। অবশ্য আমি এখন যশোর থাকি না।

    @জ্ঞান পিপাসু (R@FIZ): আমি মমিন গার্লস, পৌরসভা ভবন ও বাদশাহ ফয়সালের আশেপাশের কথা বলি নাই। আমি বলেছি কালেক্টরেট চত্বর ও নিয়াজ পার্ক এলাকার কথা। বিশেষ করে পার্কটার কথাই।

Level 0

আমি যশোর আছি আমি তো এমনি ফ্রি চালাই BTCL দিয়ে 😀