কেন আপনার ব্যবসার জন্য URL Shortener প্রয়োজন?

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আপনার নিশ্চয়ই URL Shortener এর সাথে অবশ্যই পরিচিত। এটি কোন একটি দীর্ঘ ইউআরএল কে সংক্ষিপ্ত একটি লিঙ্কে পরিণত করে। ‌একটি ইউআরএল শর্টনার কোন একটি ব্যবসার পণ্যের লিংক গুলোকে ছোট করতে দেয় এবং এটির মাধ্যমে সেই ব্যবসার প্রচার করা অনেক সহজ হয়। এছাড়াও, একটি URL Short লিংকের মাধ্যমে আগত ট্রাফিক গুলোকে ট্র্যাক করা যায়।

বর্তমানে এরকম কিছু জনপ্রিয় URL Shortener ওয়েবসাইট রয়েছে, যারা আপনার দীর্ঘ ইউআরএল কে একটি সংক্ষিপ্ত ইউআরএল এ পরিণত করে দিবে। আজকের এই টিউন টিতে আমি চারটি Top URL Shortener নিয়ে আলোচনা করেছি, যেগুলোর মাধ্যমে আপনি আপনার পণ্যগুলোর লিংক ট্র্যাক করতে পারবেন। যার ফলে, আপনার কোম্পানির ওয়েব অ্যাক্টিভিটি গুলো ম্যানেজ করা অনেক সহজ হবে।

এসব ইউআরএল শর্টনার ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের সমস্ত ট্রাফিক গুলো Analytics করতে পারবেন। যেমন: আপনার ওয়েবসাইটের গত মাসের কত জন লোক ভিজিট করেছে, আপনার সর্বশেষ Newsletter লিংক থেকে কতজন লোক এসেছে এবং মিডিয়ায় আপনার লিঙ্ক এ কতজন ক্লিক করেছে, ইত্যাদি তথ্য দেখতে পাবেন।

আপনি যদি কোন একটি ছোট ই-কমার্স ব্যবসা পরিচালনা করে থাকেন, তাহলে আপনার জন্য অবশ্যই সেই ভিজিটরের অ্যাক্টিভিটি গুলো ট্র্যাক করা প্রয়োজন। আর এতে করে আপনি আপনার বিক্রি আরো বাড়াতে পারেন। তবে, এজন্য অবশ্যই আপনাকে সেই ভিজিটরদের ট্রাফিকের উৎসগুলো সম্পর্কে একটি ধারণা থাকা প্রয়োজন হবে। Link shortner ওয়েবসাইটগুলো আপনাকে আপনার সম্ভাব্য গ্রাহক বা ক্লায়েন্ট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে পারে।

বিশেষ করে, ছোট ব্যবসার জন্য মার্কেটিং এক্সপার্ট থাকেনা। এক্ষেত্রে তিনি জানেন না যে, কিভাবে ট্রাফিকগুলো ট্র্যাক করতে হয়। তবে, আপনি চাইলে সেই Traffic গুলো নিজে থেকেই ট্র্যাক করতে পারবেন, আর এজন্য আপনাকে মার্কেটিং এক্সপার্ট ও হতে হবে না। আপনার টেকনিক্যাল স্কিল যে লেভেলেই হোক না কেন, আপনি একটি URL Shortener ব্যবহার করে খুব সহজেই লিংক ট্র্যাকিং করতে পারেন।

URL Shortener কি?

URL Shortener কি?

সাধারণভাবে বলতে গেলে, URL Shortener হল একটি ওয়েব অ্যাপ। যে ওয়েবসাইটটি কোন একটি লম্বা ইউআরএল কে নিয়ে এটিকে কম অক্ষরে সংকুচিত করে। অর্থাৎ, একটি URL Shortener একটি দীর্ঘ URL কে একটি সংক্ষিপ্ত URL এ পরিণত করে, আর এটি কার্যকারিতাও থাকে একই। আর এটির উদাহরণ হলো TinyURL ওয়েবসাইট। আপনি যদি এই ওয়েবসাইটে এসে একটি দীর্ঘ লিংক পেস্ট করেন, তাহলে এটি আপনাকে একটি ছোট লিংক জেনারেট করে দিবে।

আর এসব লিংক শর্টনার ওয়েবসাইট গুলো থেকে জেনারেটর কৃত লিংক যেকোনো জায়গায় শেয়ার করা অনেক সহজ এবং এ ধরনের লিংক দেখতেও সুন্দর দেখায়। Link Shortener দিয়ে জেনারেট কৃত লিংক গুলো Email, Print material, Facebook এবং অন্যান্য জায়গাগুলোতে শেয়ার করা অত্যন্ত সহজ।

বর্তমানের কিছু ইউআরএল শর্টনার সার্ভিস রয়েছে, যারা কোন একটি দীর্ঘ লিংক কে ছোট লিঙ্কে পরিণত করে দেয় এবং সেই লিংক ট্র্যাক করতে দেয়। অন্য কথা বলতে গেলে, এসব URL Shortener অ্যাপগুলো আপনাকে একটি দীর্ঘ লিংক ছোট করতে দেয় এবং সেই লিংক কোন মাধ্যমে শেয়ার করলে, সেখান থেকে আগত ট্রাফিক কে ট্র্যাক করতে দেয়।

এসব দরকারী কারণেই মূলত নিজেদের ওয়েবসাইটের লিংকগুলো শর্ট করার প্রয়োজন পড়ে। উদাহরণস্বরূপ, আপনি যদি চান যে, লোকেরা "techtunes.io/android-apps/tune-id/773932" লিংক থেকে সেই পেজে যাক। এবার, আপনি যদি এটি কোন মাধ্যমে তাকে শেয়ার করেন, তাহলে এই লিংকটি তার কাছে অনেক বড় মনে হতে পারে। এছাড়া এরকম দীর্ঘ লিংক কাউকে মেসেজ করে দেওয়া ও ঝামেলা যুক্ত হয়। বিশেষ করে, যখন আপনি কোন একটি বাংলা শব্দ যুক্ত লিংক কাউকে নিজের মোবাইলের সিম থেকে মেসেজ করতে চান।

এক্ষেত্রে দেখা যায় যে, সেই বাংলা লেখা যুক্ত লিংকটি কোথাও নিয়ে গিয়ে পেস্ট করলে, সেটি একটি এলোমেলো লিঙ্কে পরিণত হয়। যেমন: সেই লিঙ্কটি কপি করে পেস্ট করলে সেই বাংলা লেখাগুলো "%e0%a6%a8%e0%a6%a4%e0" এইরকম হয়। এক্ষেত্রে, সেই লিংকটির দৈর্ঘ্য হয়ে যায় অনেক বেশি, আর এটি কাউকে সেন্ড করাও ঝামেলার হয়। তাই, এবার আমাদের সেই লিংকটিকে ছোট করার প্রয়োজন, যাতে করে সেই লিংকটির কার্যকারিতা একই থাকে।

আর আপনি যদি এসব ক্ষেত্রে কোন Link shortner ব্যবহার করেন, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া আপনি যদি ব্যবসায়িক কারণে নিজের কোন পণ্যের লিংক আলাদা আলাদা প্ল্যাটফর্মে শেয়ার করে থাকেন, তাহলে সেসব আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে আসা ট্রাফিক গুলো নির্ণয় করতে Link shortner খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার ব্যবসার লিংক ব্র্যান্ডিং

ব্যবসার লিংক ব্র্যান্ডিং

কিছু কিছু URL Shortener আপনাকে আরো কিছু অতিরিক্ত সুবিধা প্রদান করে। তারা আপনাকে আপনার পছন্দমত ডোমেইন কিনতে দেয় এবং যেটির মাধ্যমে আপনি নিজের ওয়েবসাইটের আরো ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, আমরা যদি New York times এর তৈরি একটি Short link এর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে, তাদের তৈরি শর্ট লিংকটি nyti/ দিয়ে শুরু হয় এবং nyti/ms দিয়ে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। একইভাবে Nike ওয়েবসাইটের শর্ট লিংকটি হলো swoo.sh/।

এখানে আপনি দেখতে পাচ্ছেন যে, তাদের ব্রান্ডের নাম অনুসারে তারা একটি নিজস্ব লিংক শর্টনার তৈরি করে নিয়েছে। এখন তারা যদি তাদের কোন প্রোডাক্টের লিংক কোন শর্টনার দিয়ে ছোট করে নেয়, তবুও লিংকটির মাঝে তাদের ব্র্যান্ডের নাম ঠিকই ফুটে উঠবে। আর এভাবে করে তাদের সেই শর্ট লিঙ্কের একটি লিংক ব্র্যান্ডিং তৈরি হবে।

তবে, তাদের মতও এরকম Customized short link পাবার জন্য অবশ্যই আপনাকে ডোমেইন কিনতে হবে এবং সেটির মাধ্যমে নিজের ব্র্যান্ডিং Short link তৈরি করতে হবে। আর সেসব URL Shortener পরিষেবা প্রদানকারীরা তাদের সেবার অংশ হিসেবে এসব ডোমেইন ও বিক্রি করে থাকে। আপনি যদি তাদের কাছ থেকে নিজের প্রতিষ্ঠানের নামের ডোমেইন কিনে নেন এবং সেটি দিয়ে Short link তৈরি করেন, তাহলে এটি করতে পারেন। আর স্বাভাবিকভাবে আপনি কোন লিংক তাদের ওয়েবসাইট থেকে Short করে নিলে, এক্ষেত্রে তাদের ওয়েবসাইটের ডোমেইন প্রথমে দেখতে পাবেন। আর এভাবে করে আপনার নিজের ওয়েবসাইটের লিংক ব্র্যান্ডিং তৈরি হয় না।

উদাহরণস্বরূপ, আমরা যদি bitly.com ওয়েবসাইট দিয়ে কোন একটি পণ্যের লিংক Short করি, তাহলে এটির মাধ্যমে তৈরি হওয়া Short link টির প্রথমে আমরা bit.ly/ ডোমেইন দেখতে পাবো। আর এটি হলো এই ওয়েবসাইটের ব্র্যান্ডিং নেম। একইভাবে, আমরা যদি এসব সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিজেদের Domain name কিনে নিয়ে Short link তৈরি করি, তাহলে সেই লিংকটির প্রথমে আমরা নিজেদের ব্র্যান্ডকে ফুটিয়ে তুলতে পারবো।

আর, Short URL এর মাধ্যমেও আমাদের ওয়েবসাইটকে পরিচয় করিয়ে দেবার জন্য আমাদের অবশ্যই একটি ডোমেইন কেনা উচিত। আর এতে করে, স্বাভাবিক লিংক এবং Short link এর মাধ্যমে আমাদের ব্র্যান্ডিং ফুটে উঠবে।

URL Shortener দিয়ে আপনার ব্যবসা শুরু করুন

URL Shortener

আপনি যদি URL Shortener ব্যবহার শুরু করেন, তাহলে আপনি তাদের টুল সেটআপ করার সাথে সাথে নতুন লিংক তৈরি করতে পারবেন। আমরা জানি যে, কোন একটি ওয়েবসাইটে Google analytics ব্যবহার করে সেই ওয়েবসাইটের সমস্ত ট্রাফিক গুলো মনিটর করা যায়। কিন্তু, আপনি যদি আপনার ওয়েবসাইটে Google analytics ব্যবহার না করেন, তাহলে সেই ট্রাফিকের উৎস কিভাবে চিহ্নিত করবেন? আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ‌UTM ট্র্যাকিং কোড।

ডিজিটাল মার্কেটাররা তাদের ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে এসব পণ্যগুলোর কার্যকারিতা ট্র্যাক করতে বা পরিমাপ করার জন্য অনেক ধরনের টুল ব্যবহার করে। আর এসবের মধ্যে রয়েছে Archin Tracking Module বা UTM, যেগুলো একটি ইউআরএল এর শেষে সংযুক্ত করা হয়। যাইহোক আপনি যদি আপনার ট্রাফিক গুলোকে এই পদ্ধতির চাইতেও ভালোভাবে ট্র্যাক করতে পারেন, তবে এটি নিয়ে আপনার অতটা জানা গুরুত্বপূর্ণ নয়।

বরং, আমরা কিছু Link shortner এর মাধ্যমে এই সুবিধাটি পেতে পারি। আমরা URL Shortener ওয়েবসাইটগুলো থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে এবং সেখান থেকে লিঙ্ক জেনারেট করার মাধ্যমে সেগুলো মনিটর করতে পারি। আমাদের পণ্যের জেনারেট-কৃত কোন লিঙ্ক থেকে কত ট্রাফিক আসলো, তা খুব সহজেই এনালাইসিস করার জন্য আমরা এসব Link shortner ওয়েব অ্যাপ গুলো ব্যবহার করব।

৪টি Top URL Shortener এবং Link Tracking সার্ভিস প্রোভাইডার ওয়েবসাইট

Top URL Shortener এবং Link Tracking ওয়েবসাইট

বর্তমানে অনেক URL shortener service provider রয়েছে এবং যারা আপনাকে URL গুলো ছোট করতে দিবে। এছাড়াও, এসব সার্ভিস প্রোভাইডারেরা আপনাকে সেই সমস্ত লিংক গুলো ট্র্যাকিং করতে দিবে এবং সেই সাথে আপনার পছন্দ অনুযায়ী ব্র্যান্ডিং লিংক তৈরি করতে সহায়তা করবে। তবে, ইন্টারনেটে থাকা এসব Link shortner ওয়েবসাইট গুলোর মধ্য থেকে আমি কয়েকটি ওয়েবসাইটকে বেশি প্রাধান্য দিয়েছি। আর এগুলো অন্যান্য সকল URL Shortener ওয়েবসাইটের তুলনায় বেশি ফিচার প্রদান করে এবং আপনার ব্যবসাকে বাড়াতে আরো অনেক সাহায্য করতে পারে।

আমি আজকের এই টিউনে ৪টি URL Shortener নিয়ে আলোচনা করেছি, যেগুলো ফিচারের দিক থেকে ক্রমান্বয়ে তালিকাভুক্ত করেছি।

1. Bitly

Bitly link shortner

বিটলি (Bitly) একটি পূর্ণ পরিষেবা যুক্ত Online link management tool। এটি Marketing, Social media, Business cards, Promotional materials এবং অন্যান্য বিষয়গুলোর জন্য লিংক তৈরি করে দেয়। মোটকথা, এটির মাধ্যমে অনেক দীর্ঘ লিংক ছোট্ট একটি লিংকে পরিণত করা যায়। এটির মাধ্যমে তৈরি হওয়ার লিংকগুলো বিভিন্ন মাধ্যমে শেয়ার করা অত্যন্ত সহজ, বিশেষ করে মুদ্রণ সামগ্রীতে। কেননা, আপনি যদি কোন একটি প্রিন্ট করা কাগজে বা এমন কোন জায়গায় দীর্ঘ লিংক যুক্ত করেন, তাহলে এটি সেই পৃষ্ঠাটিতে অনেক বেশি জায়গা দখল করে নিবে।

আপনি Bitly এর মাধ্যমে সংক্ষিপ্ত একটি লিঙ্ক পেতে পারেন এবং যেগুলি আপনার প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডেড। আপনি যদি তাদের ফ্রি সার্ভিস ব্যবহার করে কোন একটি লিংক ছোট করেন, তাহলে এক্ষেত্রে সেই লিঙ্ক এর শুরুতে bit.ly/ থাকবে। কিন্তু, আপনি যদি তাদের কোন একটি প্যাকেজে সাবস্ক্রিপশন করেন, তাহলে আপনি নিজের ব্র্যান্ডের নাম দিয়ে লিঙ্ক তৈরি করতে পারবেন এবং সেই লিংকগুলোর ভেতরে অক্ষরের এলোমেলো সেট থাকবে না। অর্থাৎ, আপনি একটি ফ্রেশ শর্ট লিংক তৈরি করতে পারবেন। এক্ষেত্রে সেই Short link টি দেখে কোনভাবেই বোঝার উপায় নেই যে, এটি একটি Short করা লিংক। বরং, সেই Short link এর মাধ্যমেও আপনার ব্র্যান্ডের নামটি ফুটে উঠবে।

Bitly ওয়েবসাইটে লগইন করে আপনি ড্যাশবোর্ডে আপনার সাইটের ট্রাফিক ট্র্যাক করতে পারবেন; এবং আপনি দেখতে পারবেন যে, আপনার ওয়েবসাইটে লোকেরা কিভাবে আসছে।

যদিও Bitly এর বিনামূল্যের সার্ভিসে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে, আপনি যদি তাদের প্রিমিয়াম প্যাকেজের যেকোন একটি প্যাক সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি কিছু অতিরিক্ত সুবিধা পেতে পারেন। বর্তমানে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন হিসেবে সর্বনিম্ন মাসিক ২৯ ডলার রয়েছে।

Bitly

অফিসিয়াল ওয়েবসাইট @ Bitly

2. Bl.ink

Blink url shortner

Bl.ink হল আরো একটি পূর্ণ পরিষেবা যুক্ত অনলাইন লিঙ্ক ম্যানেজমেন্ট টুল এবং একটি URL Shortener। এটিও উপরে আলোচনা করা Bitly এর মতই। যদিও Bl.ink-এ তাদের প্যাকেজে সাবস্ক্রিপশন করার জন্য অনেক অপশন রয়েছে এবং তারা ভিন্ন ভিন্ন ধরনের প্লান অফার করে থাকে। আর আপনার জন্য বা একটি ছোট ব্যবসার জন্য এই ওয়েবসাইটটি একটি ভালো সাহায্যকারী হতে পারে।

এটি ব্যবহার করে Branded link এবং Short link তৈরি করতে পারবেন। এছাড়াও, Bl.ink এর মাধ্যমে তৈরি করা লিংকগুলোতে ব্যবহৃত শব্দ গুলো থাকে অনেক সূক্ষ্ম এবং পাঠ যোগ্য। বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন এবং এটির মাধ্যমে তৈরি করা লিংকগুলো পরিচালনা করার ক্ষেত্রে, আপনি Real time analytics এবং Searchable tags গুলো দেখতে পাবেন। সব মিলিয়ে বলতে গেলে, আপনার পণ্যের লিংকটি গুলো Short এবং মনিটরিং করার জন্য এটি একটি দারুণ কার্যকরী টুল হতে পারে।

Bl.ink

অফিসিয়াল ওয়েবসাইট @ Bl.ink

3. Rebrandly

Rebrandly short link website

ব্যবসা এবং প্রফেশনাল মার্কেটিং এর জন্য Rebrandly একটি দারুণ ওয়েবসাইট। যারা তাদের ছোট ব্যবসার পরিবর্তে শত শত বা হাজার হাজার ইউনিক URL তৈরি করে, তাদের জন্য এটি একটি কার্যকারী টুল। এটির মাধ্যমে ও আপনি Bitly এবং Bl.ink এর মত Unique URL তৈরি করতে পারেন এবং সেসব লিংক থেকে আসা ট্রাফিক গুলোকে ট্র্যাক করতে পারবেন।

Rebrandly ওয়েবসাইটটি আপনাকে Custom branded links, Plus tags, Dashboard এবং আরো অনেক কিছু অফার করে। মজার ব্যাপার হলো, এই ওয়েবসাইটটি আপনাকে বিনামূল্যে ৫টি Custom domain যুক্ত Short link তৈরি করতে দিবে।

যদিও Rebrandly এর বিনামূল্যের প্ল্যান রয়েছে। তবে, এটির মাধ্যমে আপনি তাদের পরিপূর্ণ সেবা পাবেন না। এক্ষেত্রে আপনি তাদের সর্বনিম্ন ২৯ ডলার দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন।

Rebrandly

অফিসিয়াল ওয়েবসাইট @ Rebrandly

4. Yourls

Yourls url shortner

আমি এ পর্যন্ত উপরে যে কয়েকটি URL Shortener ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি, সেগুলোর মধ্যে এটি হয়তোবা সবার মাঝে অপরিচিত। এমনকি আপনি হয়তোবা এই ওয়েবসাইটটির নাম প্রথম শুনলেন। যাইহোক, এই ওয়েবসাইটটি প্রযুক্তিতে অনভিজ্ঞ লোকদের জন্য উপযুক্ত নয়। কেননা, এই ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস এবং ব্যবহারবিধি অন্যান্য ওয়েবসাইটের মত অতটা সহজ নয়। আর আমি এই ওয়েবসাইটটিকে আজকের লিস্টের চতুর্থ নাম্বার স্থানে জায়গা দিয়েছি, কারণ এটি একটি ওপেন সোর্স সার্ভিস।

এই ওয়েবসাইটটিও অন্যান্য Link shortner এর মত আপনার লিংক গুলিকে Short করতে দেয়, যা Public বা Private হতে পারে। আর এটি কিছু পরিমাণ লিংক ট্র্যাকিং ও অফার করে থাকে। আর এটি ইন্সটল করার জন্য আপনার কিছুটা প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন। আর এটি ইন্সটল করার প্রক্রিয়াটি আপনি ইউটিউবে দেখতে পারেন। এটি অত্যন্ত Lightweight এবং আপনি প্লাগিন যোগ করে এটিকে নিজের মত করে কাস্টমাইজড করে নিতে পারবেন।

আপনাকে বলে রাখি যে, Yourls হল সম্পূর্ণ বিনামূল্যের এবং এটি একটি Open source সার্ভিস।

Yourls

অফিসিয়াল ওয়েবসাইট @ Yourls

শেষ কথা

আমাদের ব্যবসা পরিচালনার জন্য অবশ্যই একটি ওযেবসাইটের প্রয়োজন এবং সেই পণ্যগুলোর লিংক বিভিন্ন মাধ্যমে শেয়ার করার দরকার হয়। আর সেসব লিংকগুলোর দৈর্ঘ্য অনেক বেশি হবার কারণে সেগুলো নিয়ে প্রমোশনাল ক্যাম্পেইন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে, আমরা যদি এক্ষেত্রে URL Shortener পরিষেবা গুলো ব্যবহার করি, তাহলে সেই সমস্যা অনেকাংশে কাটিয়ে উঠতে পারব এবং আমরা আমাদের অনলাইন ভিত্তিক ব্যবসাকে আরো সম্প্রসারিত করতে পারব। আর Link short করার ক্ষেত্রে আমরা যদি কাস্টম ডোমেইন ব্যবহার করি, তাহলে আমরা শর্ট লিঙ্ক দিয়েও নিজেদের লিংক ব্র্যান্ডিং ধরে রাখতে পারব।

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 332 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস