Open Peeps – মডেলিং মডিউল ও হাতে আঁকা ক্যারেক্টার ইলাস্ট্রেশন তৈরি করার দুর্দান্ত সাইট

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা

হ্যালো টেকটিউনস কমিউনিটির সদস্যরা, কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি চমৎকার সুন্দর একটি টিউন। আশাকরি ভালো লাগবে। তো চলুন, পড়ে ফেলা হোক আজকের টিউনটি। আপনারা কী জানেন, পিপস (Peeps) কী? কী কাজে লাগে এই পিপস এবং কোথায় পাওয়া যায়? চিন্তা করার দরকার নেই। আজকে এ সম্পর্কে আলোচনার মাধ্যমেই শেষ করব আজকের টিউন।

পিপস হল মূলত মানুষের ডিজিটাল চিত্র বা পিকচার যা হতে পারে কার্টুনের মতো বা একদম সাধারণ মানুষের মতো অথবা কোন এক ধরনের Sketch। একজন ব্যক্তি ডাক্তার হলে তার অভিব্যক্তি কেমন হবে, শিক্ষক হলে তার অভিব্যক্তি কেমন হবে, স্টুডেন্ট হলে তার অভিব্যক্তি কেমন হবে তা হাতে আঁকা চিত্রের মাধ্যমে প্রদর্শন করে পিপস। বিভিন্ন ব্যক্তিত্ব সাপেক্ষে ইউনিক ক্যারেক্টারের ইউনিক স্কেচই হল পিপস।

বর্তমান যুগে ডিজিটাল ওয়ার্ল্ডের সব জায়গাতে বিভিন্ন ধরনের Avatar এর প্রয়োজন পড়ে। এসব জায়গায় পিপস চিত্র গুলো ব্যবহৃত হয়। এছাড়াও ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওতে এসব ইলাস্ট্রেশন পিপস দেখতে পাওয়া যায়। আজকে আমরা জানবো Open Peeps নামক দুর্দান্ত ওয়েবসাইট সম্পর্কে যা বিনামূল্যে হাতে আঁকা চিত্র তৈরি করতে দেয়।

Open Peeps

Open Peeps হল চমৎকার একটা ওয়েবসাইট যা বিনামূল্যে হাতে আঁকা চিত্র তৈরি করতে দেয়। আজকে এ বিষয় সম্পর্কে জানার পূর্বে, আমরা আরও একটা ভেক্টর আর্ট গ্যালারি সম্পর্কে জানবো যা আগে দ্রুত পিপস সার্চ করে এবং পরে রিসোর্সের রিকমেন্ড করে। এবং এটা বোঝা গিয়েছে যে, এই প্লাটফর্মটিতে খুব বেশি একটা হাতে আঁকা ইলাস্ট্রেশন ও ডিসটিংকটিভ স্টাইল নেই।

এবং ওয়েবসাইটটা সম্পর্কে পরে চিন্তা ভাবনা করে জানতে পাওয়া গেছে যে, Open Peeps এবং Open Doodles গুলো আসলে একই ইলাস্ট্রেটরের কাছ থেকে পাওয়া গেছে। আরেকটা বড় আর্ট গ্যালারি রয়েছে, যেখানে ১.৫ লক্ষেরও বেশি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন রয়েছে। তবে, ইলাস্ট্রেশনের এ ওয়েবসাইটটি উপরে উল্লেখিত অন্য দুটির মতো নয়। কিন্তু এক্ষেত্রে পাস্টে চলে যাওয়ার অর্থাৎ দশ থেকে বিশ বছরেরও আগের ম্যাটে-রিয়াল লাইব্রেরিতে চলে যাওয়ার ফিলিংস চলে আসে।

এই টিউনের "Open Peeps" মূলত একটি বিনামূল্যের ওয়েবসাইট যেখানে, হাতে আঁকা ইলাস্ট্রেশন রয়েছে অর্থাৎ এটি একটি ভেক্টর গ্যালারি। এবং এই ওয়েবসাইটটি মূলত ক্যারেক্টার এর উপর ভিত্তি করে নির্মিত। এই ওয়েবসাইটের স্পেশালিটি হল এটি আসলে একটা সিস্টেমেটিক গ্রাফিতি যা ক্যারেক্টারে পরিবর্তন নিয়ে আসার জন্য ক্যারেক্টারের মাঝে মিশ্রিত ও মিলিত হতে পারে। আর এই ওয়েবসাইটের ভেক্টর গ্রাফিক্স মডিউল গুলো দিয়ে দ্রুত মানুষের শরীরের বাহুগুলো, পা গুলো এবং ফেসিয়াল এক্সপ্রেশন বা অভিব্যক্তি গুলো পরিবর্তন করা যায়। বিভিন্ন ধরনের মুখের অঙ্গভঙ্গি সহ ইউনিক ক্যারেক্টারের ব্যক্তিত্ব তৈরি করতে পোশাক, চুলের স্টাইল ও অ্যাক্সেসরিজ গুলো পরিবর্তন করা যায়।

Open Peeps মূলত তিনটি প্রধান ক্যারেক্টারের স্টাইল উপস্থাপন করে। যেমন- অর্ধেক লেন্থের ক্যারেক্টার, দাড়িয়ে থাকা ক্যারেক্টার এবং বসে থাকার ক্যারেক্টার ইত্যাদি। এবং এগুলো মুলত একই ভঙ্গীতে তৈরি। আপনি চাইলে মার্কেটিং এর জন্য, কমিকস বুক এর জন্য, পণ্যের জন্য, ইউজার প্রসেস এবং কন্টেক্সট ফিড ইত্যাদির জন্য এই ইলাস্ট্রেশন বা চিত্র গুলো যেকোনো অবস্থাতেই অবাধে ব্যবহার করতে পারবেন। এই ইলাস্ট্রেশন এর সেট গুলো এমন ভাবে লাইসেন্স করা থাকে যাতে করে একজন ইউজার এই ওয়েবসাইটের অ্যাকটিভিটিস গুলো অনুমতি ছাড়াই কপি, মডিফাই, বিতরণ এবং পুনরায় মিশ্রিত ও মিলিত করে ইলাস্ট্রেশন তৈরি ইত্যাদি কার্যক্রম গুলো করতে পারে। এবং বাণিজ্যিক উদ্দেশ্য নিয়েও ইলাস্ট্রেশন গুলো ব্যবহার করতে পারবেন। হিসাব অনুযায়ী, Open peeps ব্যবহার করে মোট ৫৮৪৬৮৮ টি কম্বিনেশনের ইলাস্ট্রেশন তৈরি করা যায়।

Open Peeps

অফিসিয়াল ওয়েবসাইট @ Open Peeps

কীভাবে ব্যবহার করতে হবে


আমরা যদি পিপস গুলো বা ইলাস্ট্রেশন গুলোর যথাযথ ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে এই ওয়েবসাইট কীভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে। এটি চমৎকার সুন্দর একটা ওয়েবসাইট এবং অনকেটাই সহজ প্রকৃতির ওয়েবসাইট। এই ওয়েবসাইট ব্যবহার করার উপায় গুলো নিচে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

ধাপ-১

প্রথমত, Open Peeps ওয়েবসাইটটি ওপেন করতে হবে। মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলে Use with Blush এ ক্লিক করুন। তারপর আপনি হাতে আঁকা ইলাস্ট্রেশন গুলো দিয়ে তৈরি নকশা দেখতে পারবেন। এবং কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করলে, আপনাকে প্রথমে স্ক্রল ডাউন করে ওয়েবপেইজের নিচে যেতে হবে। নিচে গেলে আপনি রেডিমেড কিছু ক্যারেক্টার প্যাটার্ন দেখতে পারবেন। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন একটা PNG এবং আরেকটা SVG।

দুটি ভিন্ন ফরম্যাটের যেকোনো একটিতে ডাউন-লোড করা একটু আকর্ষণীয় বটে। ফরম্যাটটি বন্ধুদের জন্য কার্যকরী হতে পারে অর্থাৎ যার সাময়িক সময়ের জন্য একটি ইলাস্ট্রেশন প্রয়োজন, তার জন্য। সাধারণত অর্ধেক লেন্থের ইলাস্ট্রেশন ছাড়াও, বসে থাকা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থাতেও ইলাস্ট্রেশন আছে যা প্রায় তিনটি আলাদা স্টাইলে তৈরি হয়েছে। অবশ্যই তাদের স্টাইলে এক ধরনের কনসিসটেন্টও আছে।

ধাপ-২

পাবলো স্ট্যানলি নামক এক ব্যক্তি হাতে আঁকা ইলাস্ট্রেশনের সেটটি ডিজাইন করেছেন। এটি আগে থেকেই প্রস্তাবিত হওয়ায় একই ডিজাইনারের কাছে থেকে এসেছে। এই প্যাটার্নটি CCo অথোরাইজেশন এর অধীনে প্রকাশিত হয় এবং ইহা ব্যক্তিগত বা বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করা যাবে।

ধাপ-৩

ডাউন-লোড অপশনে ক্লিক করার পর, অনলাইন শপিং কার্টের একটি চেক-আউট পেইজ পপ আপ হবে। উপরে থেকে একটু ডানে " Set a fair price" এরকম একটি অপশন দেখাবে। অর্থাৎ, ন্যায্য মূল্য সেট করতে বলা হচ্ছে। আপনার যদি ইলাস্ট্রেশনটি পছন্দ হয়, তাহলে ইলাস্ট্রেশন নির্মাতাকে ইলাস্ট্রেশনটির জন্য অর্থ দিতে পারেন। এখানে, অবশ্যই Open peeps বিনামূল্যের ওয়েবসাইট এবং এখানকার ইলাস্ট্রেশন গুলোও বিনামূল্যে তাই মূল্য হিসেবে $0 নির্বাচন করতে হবে। তারপর ইলাস্ট্রেশনটিকে ডাউন-লোড করে নিতে হবে। শপিং কার্টে ইলাস্ট্রেশন গুলো যোগ করতে হবে এবং ডাউন-লোড লিংক পাওয়ার জন্য ইমেইল ইনপুট করার নির্দেশাদি ফলো করতে হবে

ধাপ-৪

শপিং কার্টে ইলাস্ট্রেশন গুলো যোগ করা হলে এবং বিভিন্ন ফরম্যাটে ডাউন-লোড লিংক পাওয়ার যাবে। এত কিছু করার পর ইলাস্ট্রেশনটি ডাউন-লোড করার লিংক গুলো বিভিন্ন ফরম্যাটে পাওয়া যাবে Open Peeps ওয়েবসাইটটিতে। Open Peeps স্কেচ ফিগমা, স্টুডিও এবং XD সাপোর্ট করে এমন সফটওয়্যার তৈরির জন্য উপযুক্ত ফরম্যাট প্রদান করে। ইউনিক ক্যারেক্টার তৈরি জন্য আপনি সফটওয়্যার এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশগুলি যেমন - বাহু গুলো, পা গুলো, অঙ্গভঙ্গি, পোশাক ও চুলের স্টাইল ইত্যাদি খুব দ্রুত পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আপনার তৈরি করা ক্যারেক্টার ইলাস্ট্রেশন গুলো ব্যবহার করতে চান তাহলে ইলাস্ট্রেশন এর জিপ ফরম্যাটটি ডাউন-লোড করুন এবং এটিকে SVG বা PNG ফরম্যাটে ডি-কমপ্রেস করুন।

যে তিনটি কারণে ইলাস্ট্রেশন তৈরি করার চেষ্টা করবেন


আমাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগছে যে, ইলাস্ট্রেশন বা ছবি তৈরি করব কিন্তু কেন? কী কারনেই বা আমরা এই Open Peeps ব্যবহার করবো? আমি আপনাদেরকে এসব প্রশ্ন রিলেটেড তিনটি পয়েন্ট জানিয়ে দেব এই টিউনে। তো চলুন জেনে নিই কেন আমরা ইলাস্ট্রেশন গুলো তৈরি করব।

Open Peeps ওয়েবসাইটটি সম্পূর্ণ বিনামূল্যে

Open Peeps ওয়েবসাইটের মাধ্যমে ইলাস্ট্রেশন তৈরি করতে অর্থ প্রদানের প্রয়োজন পরে না এগুলোকে অবাধে ব্যক্তিগত কাজে এবং বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারা যায়। ফলে আপনি চাইলেই বানিজ্যিক কাজে ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারবেন। যেমন - এসব পিপস ব্যবহার করে তৈরি ছবি গুলো দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন।

ক্যারেক্টারের অংশ গুলো দ্রুত পরিবর্তন করা যায়

Open Peeps ওয়েবসাইট ব্যবহার করে আপনি একটি ইউনিক ক্যারেক্টারের অংশগুলো যেমন বাহু, হাত, পা, পোশাক ও চুলের স্টাইল ইত্যাদি খুব দ্রুত পরিবর্তন করতে পারবেন এবং এই ওয়েবসাইটটি অংশগুলো দ্রুত পরিবর্তনের বেলায় স্কেচ, ফিগমা, স্টুডিও এবং XD সাপোর্ট করে। ফলে আপনি খুব সহজেই ইউনিক ইলাস্ট্রেশন তৈরি করতে পারবেন। আর এগুলো ডিজিটাল জগতের নানা জায়গায় ব্যবহার করতে পারবেন।

আপনি কমন দুটি ফরম্যাটে ইলাস্ট্রেশন ডাউন-লোড করতে পারবেন

এই ওয়েবসাইট থেকে ইলাস্ট্রেশন ডাউন-লোড করার বেলায় আপনাকে দুটি অপশন দেওয়া হবে। একটি হল PNG ফরম্যাট এবং আরেকটি হল SVG ফরম্যাট। আপনি চাইলে দুটি ফরম্যাটের যেকোনো একটি ফরম্যাটে ইলাস্ট্রেশন টি ডাউন-লোড করতে পারেন অথবা দুটি ফরম্যাটেই ইলাস্ট্রেশন টি ডাউন-লোড করতে পারেন। ডাউন-লোড সুবিধা থাকায় আপনি ডিজিটালের পাশাপাশি প্রিন্ট-আউট করেও ইলাস্ট্রেশন গুলো উপভোগ করতে পারবেন।

তো বন্ধুরা, এই ছিল আজকের টিউন। আশাকরি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা জোসস দিবেন। আমার টিউন গুলো সবার প্রথমে দেখতে চাইলে আমাকে ফলো করবেন। টিউন সম্পর্কে কোন মন্তব্য থাকলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন এক টিউনের। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ-হাফেজ।

Level 7

আমি মো তানজিন প্রধান। ২য় বর্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

কখনো কখনো হারিয়ে যাই চিন্তার আসরে, কখনোবা ভালোবাসি শিখতে, কখনোবা ভালোবাসি শিখাতে, হয়তো চিন্তাগুলো একদিন হারিয়ে যাবে ব্যাস্ততার ভীরে। তারপর ব্যাস্ততার ঘোর নিয়েই একদিন চলে যাব কবরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস