Typestudio – সহজেই ভিডিওতে এড করুন Text Overlay

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকের টিউনে আমি আলোচনা করার চেষ্টা করব, কিভাবে আপনি সহজে অনলাইন টুলের মাধ্যমে আপনার ভিডিওতে Text Overlay এড করতে পারবেন।

আমরা কখনো কখনো আমাদের ভিডিওতে সাবটাইটেল বা টেক্সট ওভারলে এড করতে চাই কিন্তু ভাল মানের এডিটিং না জানার কারণে চাহিদামত টেক্সট ওভারলে এড করতে পারি না। তো এই সমস্যার সমাধান দেবে আজকের এই টিউন।

Typestudio কী?

Typestudio একটি ফ্রি অনলাইন ভিডিও এডিটিং টুল যার মাধ্যমে আপনি বিভিন্ন টুল ব্যবহার করে আপনার ভিডিওকে কাস্টমাইজড করতে পারবেন। একই সাথে এটা দিয়ে ভিডিওতে Text Overlay এড করা যাবে।

অধিকাংশ ইউজাররা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ এর সাউন্ড বন্ধ রাখতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওতে সাব-টাইটেল থাকলে সহজেই তারা আপনার মেসেজ বুঝতে পারবে। আর আপনার ভিডিওতে Text Overlay এড করতে সাহায্য করবে Typestudio।

Typestudio

অফিসিয়াল ওয়েবসাইট @ Typestudio

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে Typestudio ওয়েবসাইটে প্রবেশ করুন এবং সাইন-আপ করে নিন। সাইন ইন করার পর আপনি আপনার একাউন্টে প্রবেশ করবেন। সেখানে আপনি একটি ডেমো ভিডিও পাবেন, চাইলে দেখে নিতে পারেন। আপনি আপনার নির্ধারিত ভিডিও আপলোড করে দিন চাইলে অনলাইন ক্লাউড থেকেও সিলেক্ট করতে পারবেন।

আমি একটি ভিডিও আপলোড করলাম। খেয়াল করুন আপনি চাইলে বাম পাশ থেকে আপনার টেক্সট প্রয়োজনমত এডিট করতে পারবেন।

যেকোনো টেক্সট সিলেক্ট করুন দেখবেন ভিডিওতে টেক্সট এড করার একটি pop-up অপশন আসবে।

“A” অথবা ইমেজ আইকনে ক্লিক করে আপনার ভিডিওতে ছবি অথবা টেক্সট এড করতে পারবেন। আপনি একই সাথে টেক্সট এডিট করার অনেক অপশন পাবেন যেমন, কালার এড করা স্টাইল এড করা ইত্যাদি।

এবার ইচ্ছেমত জায়গায় টেক্সট অথবা ইমেজ মুভ করুন। এডিট করার পর আপনি চাইলে ভিডিওটি ডাউনলোড করে ফেলতে পারবেন

শেষ কথাঃ

যারা প্রফেশনাল মানের ভিডিও এডিটিং পারেন না কিন্তু চান আপনার ভিডিওটির মানে মোটামুটি প্রফেশনাল হোক তারা এই টুলটি ব্যবহার করতে পারেন। যেকোনো এডিটিং সফটওয়্যারের চেয়ে আরও কম সময়ে এই টুলের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন।

এই টুলের মাধ্যমে আপনি Text Overlay শুধু নয় একই সাথে ইমেজও এড করতে পারবেন।

আজকে এতটুকুই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 517 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 114 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস