Fix My Speakers – সহজেই ফোনের স্পিকার থেকে পানি বের করুন

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি পানিতে পড়া ফোনের স্পিকার থেকে পানি বের করবেন।

ভুলবশত অথবা বিভিন্ন কারণে আমাদের পছন্দের ফোনটি পানিতে পড়ে যেতে পারে, ফোন পানিতে পড়লে অন্যান্য হার্ডওয়্যারের মতই ফোনের স্পিকার বেশ ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো পুরো ফোন থেকে পানি সরানো গেলেও স্পিকারে পানি রয়ে যায় এবং মিউজিকের সাথে নয়েজ আসে। তো এর সমাধান দিতে পারে Fix My Speakers নামের দারুণ একটি ওয়েব অ্যাপ।

Fix My Speakers কি?

Fix My Speakers একটি ফ্রি ওয়েব অ্যাপলিকেশন বা অনলাইন টুল যা আপনার ফোনের স্পিকার থেকে পানি বের করতে সাহায্য করবে। এই ওয়েবসাইট অডিও প্লে করার মাধ্যমে ফোনের স্পিকার থেকে পানি বের করার কাজ করবে। এই ওয়েবঅ্যাপটি মূলত হাই Pitch এর সাউন্ড প্লে করবে যা স্পীকারে থাকা পানিকে বের হয়ে যেতে বাধ্য করবে। এটি প্রায় সকল ফোনের ক্ষেত্রেই কাজ করে, আপনি সাউন্ড প্লে করে দিন বাকি কাজ Fix My Speakers করে দেবে।

Fix My Speakers সম্পূর্ণ একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনাকে কোন টাকা পে করতে হবে না এমনকি রেজিস্ট্রেশন করারও ঝামেলা নেই। ওয়েবসাইটে প্রবেশ করুন এবং সাউন্ড প্লে করুন।

Fix My Speakers

অফিসিয়াল ওয়েবসাইট @ Fix My Speakers

কিভাবে ব্যবহার করবেন Fix My Speakers

চলুন দেখে নেয়া যাক কিভাবে Fix My Speakers ব্যবহার করবেন,

ধাপ ১

প্রথমে Fix My Speakers ওয়েবসাইটে চলে যান

ধাপ ২

পানির আইকনটিতে ক্লিক করুন

এবার আপনি কিছু শব্দ শুনতে পাবেন। এগুলো মূলত হাই Pitch সাউন্ড। আপনার স্পিকারকে প্রেশার দিতে এটি কিছু সময় পর পর সাউন্ড প্লে করবে। পুরো কাজ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন এবং সময় দিন।

শেষ কথা

বলা চলে স্পিকার থেকে পানি বের করার ইউনিক একটি কনসেপ্ট নিয়ে এসেছে Fix My Speakers। একটু অদ্ভুত মনে হলেও এটি কিন্তু বেশ কার্যকরী একটি পদ্ধতি।

তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 585 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস