আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব বিভিন্ন ডিজাইনে কিভাবে ব্ল্যাক ক্যারেক্টারের ইলেস্ট্রেশন ব্যবহার করবেন এবং কোথায় পাবেন ইলেস্ট্রেশন গুলো। তাহলে চলুন শুরু করা যাক।
বিভিন্ন ধরনের ইলেস্ট্রেশন বানাতে ইন্টারনেটে রয়েছে অনেক ধরনের ওয়েবসাইট এবং টুল। টুল গুলোতে রয়েছে প্রায় একই ধরনের স্টাইল, কালার, প্যাটার্ন এবং টপিকের উপর বিভিন্ন ইলেস্ট্রেশন। যা ডিজাইনারদের, বিভিন্ন টিউনার, ওয়েবসাইট, স্লাইড আপ বানাতে সাহায্য করে। ফ্রিতে ইলেস্ট্রশন বানাতে চাইলে আমার আগের দুটি টিউন দেখে আসতে পারেন।
তবে বিভিন্ন বিষয়ের উপর ইলেস্ট্রেশন থাকলেও বেশির ভাগই একই স্টাইলের এবং কালারের, তাই কখনো কখনো এগুলো রিডারদের কাছে একঘেয়ে হয়ে যায়। তখন রিডারদের মনোযোগ আকর্ষণ করতে দরকার হয় একটু বেশি কিছু।
বেশির ভাগ ইলেস্ট্রেশন গুলো বানায় বিদেশি ডেভেলপাররা এবং তারা অধিকাংশ সময় সাদা চামড়ার মানুষদের অনুরূপ ইলেস্ট্রেশন বানায় তারপরিপ্রেক্ষিতে ব্ল্যাক পিপলদের ইলেস্ট্রেশন খুব কমই পাওয়া যায়।
আজকে এমন একটি টুলের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে বিশেষ করে ব্ল্যাক মানুষের জন্য ইলেস্ট্রেশন খুঁজে পাবেন।
আপনার মনে প্রশ্ন আসতে পারে আলাদা করে তাদের জন্য কেন ইলেস্ট্রেশন লাগবে? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে তাদের যেকোনো দেশ থেকে কাজ আসতে পারে। এবং তারা যখন নির্দিষ্ট জাতির বৈশিষ্ট্যের উপর ডিজাইন করে দেবে তখন স্বভাবতই সেটা বেশি গ্রহণযোগ্য হবে।
black.illustrations একটি অনলাইন টুল যেখানে বিভিন্ন ধরনের ইলেস্ট্রেশন পাবেন এবং সকল ক্যারেক্টার গুলো হবে ব্ল্যাক পিপলদের উপর। ইন্টারনেটে প্রচুর ইলেস্ট্রেশন টুল থাকলেও এই সমস্ত মানুষদের নিয়ে তেমন কোন ইলেস্ট্রেশন পাওয়া যায় না। তাই যেকোনো ডিজাইন-টিম ভিন্ন কিছু করতে চাইলে ব্যবহার করতে পারে এই টুলটি।
এই black.illustrations ওয়েব-টুলে ৪০ টিরও বেশি আলাদা আলাদা ইলেস্ট্রেশন প্যাটার্ন রয়েছে। এবং ইলেস্ট্রেশন গুলো, Office ও Daily Life, এবং Medical Professionals এই দুইটি ক্যাটাগরিতে ভাগ করা। সব গুলো প্যাটার্ন হাই কোয়ালিটি ইমেজ দিয়ে তৈরি এবং PNG, JPG, Sketch, Figma, AI, XD এবং SVG ফরমেটে পাওয়া যায়। তাছাড়া, Skin tones, Clothing এবং Hairstyle এ রয়েছে ভিন্নতা।
সব গুলো প্যাটার্ন, ব্যক্তিগত এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনা মূল্যে।
অফিশিয়াল ওয়েবসাইট @ black.illustrations
চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন এই ওয়েবসাইটটি
প্রথমে black.illustrations এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং FREE PACK এ ক্লিক করুন।
নতুন একটি পেজ ওপেন হবে, DOWNLOAD এ ক্লিক করুন।
ডাউনলোড করার সময় এটি Gumroad এর ওয়েবসাইটের সাথে যুক্ত হবে। ডলারের ঘরে ০ দিন এবং I want this! এখানে ক্লিক করুন।
আপনার ইমেইল দিন।
ইমেইল দেবার পর নতুন যে পেজ আসবে সেখানে আবার Download এ ক্লিক করুন।
Download all এ ক্লিক করলে সম্পূর্ণ প্যাকেজটিই ডাউনলোড হয়ে যাবে। যেহেতু এই প্যাকেজে Bitmaps এবং Vector ইমেজ সহ বিভিন্ন ফরমেটের পিকচার থাকবে সুতরাং এর ফাইল সাইজ কিছুটা বড় হতে পারে।
ডাউনলোড হয়ে গেলে আন-জিপ করুন, এখানে black.illustrations এর সকল ম্যাটারিয়াল গুলো দেখতে পাবেন। আলাদা আলাদা ঘটনা অনুযায়ী বিভিন্ন ফোল্ডার পাবেন এবং সেখানে, PNG, JPG, Sketch, Figma, AI, XD এবং SVG format ফরমেটে ছবি গুলো থাকবে।
চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন, black.illustrations এবং এর কিছু সুবিধা
যারা আপনাদের ওয়েবসাইট, স্লাইড, এপ, টিউনার ডিজাইনে ভিন্নতা আনতে চান আশা করছি তাদের কাছে এই ওয়েবসাইটটি দারুণ লাগবে। একই সাথে আপনার ডিজাইনটি হবে সেরা।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েবসাইটটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 622 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 117 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।