Animated ইমেইল সিগনেচার তৈরির সেরা ৫ টি সার্ভিস

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব দারুণ কিছু ওয়েবসাইট নিয়ে যেখানে গিয়ে বানাতে পারবেন এনিমেটেড সিগনেচার। তাহলে চলুন শুরু করা যাক।

বর্তমানে ইমেইল আমাদের প্রতিদিনের লাইফে খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয়। ব্যক্তিগত, ব্যবসায়িক বিভিন্ন কাজে আমরা ব্যবহার করছি ইমেইল, অনেকে করছেন ইমেইল মার্কেটিং। ইন্টারনেটের এই যুগে ইমেইল যেমন জরুরী একটি প্রয়োজন, তেমনি ইমেইল লেখা থেকে পাঠানো পর্যন্ত রয়েছে নানা নিয়ম কানুন।

আপনার ইমেইল ক্লাইন্টের কাছে পছন্দ হলেই কেবল আপনি নির্দিষ্ট ইমেইল পাঠানোতে সফল হতে পারবেন। আর এজন্য ইমেইল ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার মেইলটি দেখতে চমকপ্রদ হলেই সেটা গ্রহণযোগ্যতা পায়। ইমেইলকে আকর্ষণীয় করার বিভিন্ন পদ্ধতির মধ্যে একটি হচ্ছে Signature। আপনার পাঠানো মেইলের ইউনিক Signature ইমেইলকে করে তুলতে পারে আরও আকর্ষণীয়।

আজকে আমি এই টিউনে আলোচনা করব কিভাবে ইমেইলের জন্য তৈরি করতে পারবেন ইউনিক এবং এনিমেটেড Signature। এখানে কিছু ওয়েব-টুল তুলে ধরব যা ব্যবহার করে আপনার নাম, ফটো, ফন্ট এবং অন্য ডিটেল দিয়ে তৈরি করতে পারবেন এনিমেটেড Signature।

ওয়েবসাইট গুলো আপনাকে Signature এবং Avatar দিয়ে GIF সিগনেচার প্রোভাইট করবে। যখন আপনি এই Sinature গুলো ব্যবহার করবেন তখন স্বাভাবিক ভাবেই আপনার ক্লাইট এবং টিম-মেম্বররা মেইলের প্রতি ইম্প্রেসড হবে।

চলুন দেখে নেয়া যাক ওয়েবসাইট গুলো

১. Do Not Be Square

Do Not Be Square একটি ফ্রি ওয়েবসাইট যেখানে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন Animated Email Signature। আপনি সিগনেচার বানাতে Media, Shape, Frame, এবং Text ব্যবহার করতে পারবেন।

Do Not Be Square

অফিশিয়াল ওয়েবসাইট @ Do Not Be Square

প্রথমে Do Not Be Square এর ওয়েবসাইটে চলে যান এবং আপনার ছবি অথবা ভিডিও সিলেক্ট করুন। এবং আপনার প্রোফাইল আইকনের একটি Shape  সিলেক্ট করুন। আপনি ছবিতে Circle, Square, and Square ইত্যাদি Shape সিলেক্ট কর‍তে পারবেন।

এবার আপনার ছবির ফ্রেমের কালার সিলেক্ট করার পালা। আপনি স্লাইডার ব্যবহার করে ছবির ফ্রেম বাড়াতে কমাতে পারবেন। ফ্রেমের কাজ শেষে আপনার ইমেইল ডিটেল কাস্টমাইজড করুন।

Do Not Be Square ব্যবহার করে আপনার সিগনেচারের ল্যা-আউট চেঞ্জ করার জন্য আলাদা টেম্পলেট সিলেক্ট করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইলও এড করতে পারবেন। সর্বশেষ আপনার সিগনেচার কপি করুন এবং ইমেইলে পেস্ট করে দিন।

২. Gif Mania

এনিমেটেড ইমেইল সিগনেচার তৈরির আরেকটি টুল হচ্ছে Gif Mania। তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি Text, Font, Color, ও Figurine ব্যবহার করে এনিমেটেড ইমেইল সিগনেচার তৈরি করতে পারবেন।

Gif Mania

অফিসিয়াল ওয়েবসাইট @ Gif Mania

প্রথমে Gif Mania এর ওয়েবসাইটে গিয়ে আপনার নাম দিন যা সিগনেচার হিসাবে ব্যবহার করবেন। টেক্সট এড করার পর এবার ফন্ট সিলেক্ট করুন। এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের ফন্ট পেতে পারেন।

বাম পাশের সার্কেলে ক্লিক করে আপনার সিগনেচারের সাইজ বাড়াতে কমাতে পারবেন। এর পর আপনি সিগনেচারের জন্য কালার সিলেক্ট করবেন। এই Gif Mania ওয়েবসাইটে নিজের ছবি আপলোড করতে না পারলেও বিভিন্ন কার্টুন ফেস সিলেক্ট করতে পারবেন।

সর্বশেষ Create এ ক্লিক করুন এবং ডাউনলোড করে ইমেইলে ব্যবহার করুন।

৩. MobileFish

MobileFish ব্যবহার করেও আপনি অনলাইনে তৈরি করতে পারবেন এনিমেটেড ইমেইল সিগনেচার। এর মাধ্যমে আপনি বানাতে পারবেন Animated, Pixelated এবং Smooth looking  সিগনেচার।

MobileFish

অফিশিয়াল ওয়েবসাইট @ MobileFish

MobileFish এর ওয়েবসাইটে গিয়ে আগে সিলেক্ট করুন কি ধরনের সিগনেচার বানাবেন তারপর সিগনেচারের ডিটেল দিন যেমন, Name, Font Type & Size, Background Color, Animation Speed & Loop, Image Type ইত্যাদি।

আপনি MobileFish টুলে বিস্তারিত ডিটেল দেয়ার পর Create এ ক্লিক করুন এবং preview দেখতে পাবেন। সর্বশেষ ডাউনলোড করুন এবং ইমেইলে ব্যবহার করুন।

৪. My Live Signature

এই My Live Signature দারুণ অনলাইন টুলটি ব্যবহার করে আপনি স্ট্যাটিক অথবা এনিমেটেড দুই ধরনেরই সিগনেচার বানাতে পারবেন। এখানে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কন্টাক্ট ডিটেল দিয়েও সিগনেচার বানানো যায়।

My Live Signature

অফিশিয়াল ওয়েবসাইট @ My Live Signature

My Live Signature এর ওয়েবসাইটে চলে যান, প্রথমে সিগনেচার টাইপ সিলেক্ট করুন তারপর নাম, সাইজ, ফন্ট, কালার ইত্যাদি তথ্য দিন।

আপনার ডিজাইন করা শেষ হলে সিগনেচারটি My Live Signature ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। সিগনেচারটি ডাউনলোড করে নিন এবং ইমেইলে ব্যবহার করুন।

৫. Cool Text Graphics Generator

আপনার যেকোনো ইমেইলের জন্য এনিমেটেড সিগনেচার বনানোর জন্য চমৎকার একটি ওয়েবসাইট হল Cool Text Graphics Generator। যেখানে খুব সহজেই সিগনেচার বানাতে পারবেন। এই ওয়েবসাইটের ডেডিকেটেড টেম্পলেট এর মাধ্যমে সহজেই আপনার নাম কাস্টমাইজড করতে পারবেন।

Cool Text Graphics Generator

অফিশিয়াল ওয়েবসাইট @ Cool Text Graphics Generator

Cool Text Graphics Generator এর ওয়েবসাইটে প্রবেশ করে যেকোনো এনিমেশন সিলেক্ট করতে পারবেন। পছন্দমত এনিমেশন সিলেক্ট করুন এবং ডিটেল দিন।

আপনার নাম লেখার পাশাপাশি, ফন্ট, সাইজ, লোগো টেক্সচার, ছবির এলাইনমেন্ট ইত্যাদি নির্ধারণ করে দিতে পারবেন এই Cool Text Graphics Generator ওয়েবসাইটে। বিস্তারিত তথ্য দেয়ার পর লোগো তৈরি করুন এবং ডাউনলোড করে যেকোনো মেইলে ব্যবহার করুন।

শেষ কথাঃ

এনিমেটেড সিগনেচার তৈরি করা কঠিন কিছু না আশা করছি উল্লিখিত ওয়েবসাইট গুলো ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে সহজেই বিভিন্ন ধরনের সিগনেচার তৈরি করে ফেলতে পারবেন এবং আপনার ইমেইলকে আরও আকর্ষণীয় করতে ব্যবহার করতে পারবেন সিগনেচার গুলো।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 571 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর পোস্ট করেছেন আপনাকে এটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

খুব ভালো লেগেছে আমার টিউনটি এবং সে মোতাবেক কাজ করে আনন্দ পেয়েছি। ধন্যবাদ।