SaveTweetVid – MP4, MP3, GIF ফরমেটে ডাউনলোড করুন টুইটার ভিডিও! Online Twitter Video Downloader

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক।

আমরা জানি টুইটারের ভিডিও ডাউনলোড করার অফিশিয়াল কোন পদ্ধতি নেই কিন্তু প্রায়ই বিভিন্ন কারণে আমাদের টুইটারের ভিডিও ডাউনলোড এর প্রয়োজন পড়ে। আজকের টিউনে আমি এমন একটি ওয়েব-অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব যার মধ্যমে সহজেই ডাউনলোড করতে পারবেন টুইটারের ভিডিও।

SaveTweetVid কি?

SaveTweetVid একটি ফ্রি টুইটার ভিডিও ডাউনলোড টুল যা ব্যবহার করে আপনি সহজেই টুইটারের ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভিডিও ডাউনলোড করার জন্য ব্যবহার করতে হবে না আলাদা কোন সফটওয়্যার। শুধু মাত্র টুইটারে লিংকটি পেস্ট করেই বিভিন্ন রেজুলেশন এর যেকোনো ভিডিও ডাউনলোড করে ফেলতে পারবেন।

এর সবচেয়ে বড় সুবিধা, এটি ব্যবহার করে আসল ভিডিও থেকে mp3 এবং gif ফাইল তৈরি করে ফেলতে পারবেন। বারকোড স্কেন করেই যেকোনো ডিভাইস থেকে ডাউনলোড করতে পারবেন তৈরি ভিডিও গুলো। তাছাড়া এটির কয়েকটি ভাষার ইন্টারফেস রয়েছে যার মাধ্যমে বিভিন্ন দেশের ইউজাররা এটি সহজে ব্যবহার করতে পারে।

SaveTweetVid

অফিশিয়াল ওয়েবসাইট @ SaveTweetVid

কিভাবে ব্যবহার করবেন SaveTweetVid?

ধাপ ১

প্রথমে SaveTweetVid এর অফিশিয়াল লিংকে চল যান এবং উপর থেকে যেকোনো ভাষা সিলেক্ট করে নিন। এই ওয়েবসাইটের অপারেশন খুবই সহজ তাই আমি মনে করি না আলাদা করে ভাষা নির্দিষ্ট করে দিতে হবে।

ধাপ ২

আপনার Tweet লিংক কপি করে পেস্ট করে দিন।

ধাপ ৩

SaveTweetVid আপনার ভিডিও সাইজ গুলো এখানে দেখাবে এবং যেকোনো সাইজে ডাউনলোড করতে পারবেন। সাধারণত এই এই SaveTweetVid ওয়েবসাইট থেকে, 720p (HD), 480p, 320p, এবং MP3 ফরমেটের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও আপনি এই পেজটি ব্যবহার করে ফোন থেকে বারকোড স্কেন করেও ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট ভিডিও। এমনকি Dropbox একাউন্টেও সেভ করতে পারবেন ভিডিও গুলো।

ধাপ ৪

যেকোনো ফরমেটের ডাউনলোড বাটনে  ক্লিক করার পর তা সরাসরি ডাউনলোড হয়ে যাবে।

SaveTweetVid এর সুবিধাঃ

চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন SaveTweetVid এবং এর কিছু সুবিধা।

  • কোন ধরনের সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল ছাড়াই ডাউনলোড করতে পারবেন টুইটারের ভিডিও
  • ভিডিও বিভিন্ন ইমেজ সাইজেও ডাউনলোড করতে পারবেন সাথে সাথে কনভার্ট করতে পারবেন GIf বা MP3 হিসাবে
  • বারকোড এর মাধ্যমে তাৎক্ষনিক আলাদা ডিভাইসের মাধ্যমেও ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও

শেষ কথাঃ

যারা টুইটারের ভিডিও ডাউনলোড করতে চান কিন্তু কোন ওয়ে পাচ্ছেন না তাদের জন্য আশা করছি এই  SaveTweetVid ওয়েব-টুলটি কাজে আসবে

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েব-ওয়্যারটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস