টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আমি হটাৎ করে ভাবলাম বিভিন্ন কোম্পানির খোঁজ খবর অনেক নেয়া হয়েছে এখন আলাদা কোন টিউন করা যাক। মাথায় আসলো অনলাইনের এর দারুণ একটি টুল নিয়ে আলোচনা করা যাক, আজকে আলোচনা করব কিভাবে আপনি ফ্রিতে যেকোন ছবি রিসাইজ করে নিতে পারবেন এবং তিনটি ফরমেটে যেমন jpg, png, এবং webp আপনার ছবি সেভ করতে পারবেন। চলুন শুরু করা যাক।
উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড প্রায় সকল অপারেটিং সিস্টেমই ফটো রিসাইজ করার অপশন পাওয়া যায়। বেশিরভাগ মানুষ ফটো রিসাইজ করার জন্য মোটামুটি এই টুল গুলোই ব্যবহার করে। আজকে আমি দেখাব কিভাবে কাজ গুলো অনলাইনের মাধ্যম আরো ভাল করে করবেন। অনলাইন টুল গুলোর বড় সুবিধাটি হচ্ছে আপনার ছবি কোয়ালিটি ঠিক থাকবে সাথে সাইজ ও অনেক কমে আসবে।
আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব, Resizing.app নামে দারুণ এক অনলাইন ফটো এডিটিং টুল এর সাথে যার মাধ্যম আপনি একই সাথে ছবিকে, Conversion, Compression এবং Resizing করতে পারবেন। এটি PNG, JPEG, BMP, TIFF, GIF এবং WEBP ফরমেটের ছবি সাপোর্ট করে।
আপনার ছবিটি ব্রাউজারে ড্রাগ এন্ড ড্রপ করার মাধ্যমেই করে ফেলতে পারবেন রিসাইজ এজন্য দিতে হবে না কোন সফটওয়্যার ইন্সটল। আপনি আপনার ইমেজকে, PNF ফরমেটেও সেভ করতে পারবেন।
এটার সবচেয়ে চমৎকার ফিচার হচ্ছে এই অনলাইন সাইটে বা Third-Party Server এ আপনার কোন ছবি আপলোড হবে না। সব এডিটিং এর কাজই হবে ব্রাইজারে। এমন কি আপনি অফলাইনে থাকলেও এডিট এর কাজ চালিয়ে যেতে পারবেন।
তবে এখানে একটা অসুবিধা হচ্ছে একসাথে আপনি একটি ছবির বেশি এডিট করতে পারবেন না।
অফিশিয়াল ওয়েবসাইট @ Resizing.app
Resizing.app ব্যবহার খুবই সহজ যেকোন ব্রাউজারের মাধ্যমেই এটি ব্যবহার করা যায়। চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন
প্রথম Resizing.app ওয়েবসাইটে চলে যান। আমরা হোম পেজে গিয়ে দেখতে পাচ্ছি Drop Your images Here অপশন আছে। খেয়াল করে দেখুন এখানে গুগল ক্রোমের আইকন দেখতে পাচ্ছেন, তারমানে আপনি ক্রোমের এক্সটেনশনের মাধ্যমেও এই টুলটি ব্যবহার করতে পারবেন।
এবার আমরা Drop Your images Here এ আমাদের নির্ধারিত ছবিটি সিলেক্ট করে দেব। দেখুন সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ছবিটি Resizing.app এর ওয়েবসাইটে দেখাচ্ছে। বাম পাশে আমাদের ছবিটি দেখতে পাচ্ছি এবং ডান পাশে এডিটিং টুল গুলো যেমন, Resize images, Optimize, Convert image।
Resize images এর মাধ্যমে আমরা আমাদের ছবির ইমেজ এর সাইজ ঠিক করব। চলুন Resize images এ ক্লিক করে যাক। আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি by width, by Height, by large size, by percentage। আপনি আপনার পছন্দ মত সাইজ সিলেক্ট করতে পারবেন।
Optimize এর মাধ্যমে আপনি ছবির সাইজ এবং কোয়ালিটি নির্ধারণ করতে পারবেন। Optimize যত বাড়াবেন তত ফটোর সাইজ কমতে থাকবে। তবে বেশি কমাতে গিয়ে ছবির কোয়ালিটি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এবার আসি Convert to নিয়ে। আপনি আপনার ছবিকে কোন ফরমেটে সেভ করতে চান এটা নির্ধারন করুন। আপনি বর্তমানে Resizing.app এর মাধ্যমে তিনটি ফরমেটে যেমন jpg, png, এবং webp আপনার ছবি সেভ করতে পারবেন।
ফাইনালি আমাদের সাইজ করা ছবি সেভ করার পালা Save এ ক্লিক করুন। সেভ এ ক্লিক করুন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।
চলুন জেনে নেয়া যাক কেন Resizing.app টুলটি ব্যবহার করবেন এবং এর সুবিধা গুলো কি কি?
বেশিরভাগ অনলাইন টুল গুলোতে এই কাজ গুলো করার জন্য আলাদা করে রেজিট্রেশন অথবা লগিন করতে হয়। আপনার ছবি তাদের সার্ভারে আপলোড করতে হয় কিন্তু এই টুলটি এই দুইটি এক্সক্লুসিভ সুবিধা দিচ্ছে যার মাধ্যমে ছবি আপলোe ও হবে না সাথে অফলাইনেও এডিট করতে পারবেন।
কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন লেগেছে এই টুলটি।
পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 587 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।