ইন্টারনেট আর্কাইভ [পর্ব-০২] :: Wayback Machine – টাইম ট্রাভেল করে দেখে নিন ৫ বছর আগে কেমন ছিল আপনার ওয়েবসাইট

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

ইন্টারনেট আর্কাইভ

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন।

আমরা জানি ইন্টারনেটে মিলিয়নের বেশি ওয়েবসাইট আছে। সব ওয়েবসাইট আবার এক ক্যাটাগরির নয়, কিছু ওয়েবসাইট আছে যেগুলো ই-কমার্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন দারাজ, আজকের ডিল, কিছু আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচিতি হিসাবে ব্যবহৃত হয় যেমন নোকিয়া, স্যামসাং এর অফিসিয়াল সাইট আবার কিছু তথ্য ভাণ্ডারের সাইট যেখানে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায় যেমন আমাদের টেকটিউনস বা বিভিন্ন ব্লগিং ওয়েবসাইট। আমরা প্রতিনিয়ত যেসব ওয়েব সাইট বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ব্লগিং ওয়েব সাইট। হটাৎ করে কোন ওয়েব সাইট হ্যাক বা সার্ভার ডাউন হলে আমাদের পড়তে হয় বিপাকে। কিভাবে দুই একদিন আগের পুরানো ওয়েবসাইটের তথ্য পাবেন সেটা আগের এই টিউন বিস্তারিত বলেছিলাম। কিন্তু ধরুন আপনার যদি ১ বছর বা ২ বছর আগের কোন তথ্য দরকার হয় তখন কি করবেন? হ্যাঁ, আজকে আমি আলোচনা করব এমনি একটি বিষয় নিয়ে, কিভাবে টাইম ট্রাভেল করে দেখে নিতে পারবেন ২-৩ বছর আগের সাইটের অবস্থা।

Wayback Machine কি?

আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইন্টারনেট আর্কাইভ বা Wayback Machine এর সাথে যারা ওয়েবসাইটের সকল তথ্য সেভ রাখে। এই ওয়েবসাইট এটি প্রতি মিনিটে হাজার হাজার ওয়েবপেইজের পরিবর্তন সেভ করে রাখে। Wayback Machine এর Crawler প্রতি সপ্তাহে বিলিয়নেরও বেশি ওয়েবপেজ Crawl করে। তারা আপনার ওয়েবসাইট গুলোকে সংরক্ষিত রাখার জন্য বিশাল বিশাল সার্ভার, ব্যান্ডউইথ ব্যবহার করে। আপনি চাইলেই দেখে নিতে পারবেন যেকোন ওয়েব সাইটের ব্যাক আপ।

Wayback আরেকটি সুবিধা দেয় সেটি হল আপনি চাইলে আপনার পছন্দ মত ওয়েবসাইটের URL সাবমিট করে সেটির ব্যাকআপ রেখে দিতে পারবেন।

Wayback Machine

অফিসিয়াল ওয়েবসাইট @ Wayback Machine

কিভাবে ব্যবহার করবেন

দারুণ এই ওয়েব টুলটি ব্যবহার করা খুবই সহজ। চলুন ধাপ গুলো দেখে নেয়া যাক।

১. ধাপ ১

প্রথমে Wayback Machine এর ওয়েবসাইটে প্রবেশ করুন। মাঝখানে একটি খালি বক্স দেখতে পারবেন, এখন আপনি যে ওয়েবসাইটে টাইম ট্রাভেল করতে চান সেটি দিয়ে পাশে থাকা Browse History তে ক্লিক করুন।  আমি উদাহরণ স্বরূপ প্রথম আলো ব্যবহার করছি।

২. ধাপ ২

আমরা দেখতে পাচ্ছি ক্লিক করার পর নিচের মত একটি পেজ এসেছে। খেয়াল করে দেখুন এখানে ক্যালেন্ডার আকারে ২০০১ থেকে ২০২০ সালের একটা গ্রাফ এসেছে। এর মানে হচ্ছে ওয়েবসাইটটি ২০০১ থেকে ২০২০ পর্যন্ত ব্যাকআপ হয়ে এসেছে।

এখন আমি চাইলে দ্রুত করার জন্য সরাসরি সাল থেকেও চলে যেতে পারব অথবা নিচের গ্রাফ অনুযায়ী মাস ভিত্তিতেও যেতে পারব। নীল দাগ গুলোর মানে হচ্ছে এই দিন গুলোতে ব্যাকআপ হয়েছে। যে বৃত্ত বড় তার মানে ওইদিন বেশি পরিমাণ ডাটা ব্যাক আপ হয়েছিল। যেকোনো টাইম ক্লিক করুন wayback আপনাকে সেই সময়ের পেইজে নিয়ে যাবে।

৩. ধাপ ৩

আমি ২০১৮ সালে ১৫ আগস্টে ক্লিক করেছিলাম। দেখতেই পাচ্ছেন ওইদিনের পত্রিকাটি সরাসরি চলে এসেছে

আমি যদি তারিখের ডানে ক্লিক করি তাহলে এটি অন্য পেজে নিয়ে যাবে। নিচের ছবির দিকে খেয়াল করুন।

আর এভাবেই আপনি যেকোন ওয়েবসাইটের পুরনো পাতা গুলো দেখতে পারবেন। এখানে একটি কথা বলে নেয়া ভাল সেতী হচ্ছে আপনার ব্লগ যদি পারসোনাল হয় সেক্ষেত্রে এটা কার্যকর নাও হতে পারে।

কিভাবে আপনার ওয়েবসাইটের ব্যাক আপ নিবেন

অনেক সময় আমাদের বিভিন্ন ওয়েবপেইজ সেভ রাখতে হয় এজন্য অবশ্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি এতে সেটা PDF হয়ে যায় ওয়েব আকারে থাকে না। তো ওয়েব আকারে সেভ রাখার ভাল পদ্ধতি হচ্ছে ওয়ে ব্যাক মেশিন। এবার আমরা দেখে নেব কিভাবে আপনি আপনার পছন্দ মত ওয়েব পেজ ব্যাক আপ নেবেন।

১. ধাপ ১

Wayback Machine ওয়েব সাইটে প্রবেশ করার পর দেখবেন একটা অপশন আছে Save Page Now নামে। সেখানে আপনার Url দিয়ে সেভ করুন। আমি আমার টেকটিউনসের একটি টিউন ব্যাক আপ দিব তাই সেই লিংকটি দিলাম।

২. ধাপ ২

সেভ এ ক্লিক করার পর দেখুন আমার পেজটি সেভ হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করুন।

৩. ধাপ ৩

দেখুন আমার দেয়া পেজ সেভ হয়ে গেছে এবং তারিখ সহ দেখাচ্ছে। আপনিও একই ভাবে আপনার পেজের ব্যাক আপ নিতে পারেন।

কেন Wayback Machine ব্যবহার করবেন:

চলুন  Wayback Machine এর কিছু সুবিধা জেনে নেয়া যাক।

  • যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারবেন।
  • ওয়েবসাইটটি সকল সুবিধা পাচ্ছেন বিনামূল্যে।
  • পছন্দের যেকোনো ওয়েব পেইজ  সেইভ করে রেখে দিতে পারবেন।

শেষ কথা

আমার ব্যক্তিগত ভাবে অনলাইন এই টুলটি দারুণ লাগে এবং প্রতিদিন ব্যবহার করছি। Wayback আসলে একটি অমুনাফাভুগী প্রতিষ্ঠান। এই ওয়েবসাইট সম্পর্কে আরও জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঘুরে আসতে পারেন।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।

-

ছবি - Flickr by Mike Shaheen

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস