ইন্টারনেট আর্কাইভ [পর্ব-০১] :: Cached Pages – ওয়েব পেজের ডাটা ডিলিট হয়ে গেলেও Saved Cached এর মাধ্যমে পুনরায় হারিয়ে যাওয়া তথ্য দেখুন

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

ইন্টারনেট আর্কাইভ

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে কোন বিশ্লেষণমূলক টিউন করব না একটি কমন সমস্যার সমাধান দেব।

আশা করছি আপনারা ইতিমধ্যে এই চেইন টিউনের "আসছে! নতুন ও অসাধারণ চেইন টিউন ইন্টারনেট আর্কাইভ"  ঘোষণা টিউনটি পেয়ে গিয়েছেন। তাই দেরি না করে আজকে হাজির হয়ে গেলাম চমৎকার এই চেইন টিউনের ১ম পর্বটি নিয়ে চলুন শুরু করি।

ধরুন আপনি একটি ওয়েবসাইটে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চান যেটা আপনার এই মুহূর্তেই দরকার। ওয়েবসাইটের URL লিখে ইন্টার দিলেন, আপনার ব্রাউজার দেখালও The site can not reach at the moment। তখন কি করবেন? হতে পারে ওয়েবসাইটের সার্ভার কিছু সময়ের জন্য ডাউন আছে একটু পর ঠিক হয়ে যাবে কিন্তু তথ্যটা আপনার এই মুহূর্তেই লাগবে!

আপনার জরুরী সময়ের সমাধানের জন্যই আজকের এই টিউন। আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি খুব সহজেই একদিন আগে অথবা দুইদিন আগে আপনার ওয়েবসাইট যেমন ছিল সেরকম দেখতে পারবেন, চলুন শুরু করি।

যখন আমরা কোন পেজ হটাৎ করেই পাব না তখন এটি চাইলেই Google অথবা Bing সার্চ ইঞ্জিনের ইনভেন্টরি ফাইল থেকে দেখে নিতে পারব। সাধারণ ভাবে সার্চ ইঞ্জিন গুলো বিভিন্ন ওয়েব পেজের Cache অথবা Snapshot নিজেদের সার্ভারে সেভ করে রাখে, এবং যেকোনো ইউজাররা সেই সমস্ত ওয়েবপেজ গুলো ব্যবহার করতে পারে যখন কোন কারণে নির্দিষ্ট ওয়েবসাইটের সার্ভার ডাউন থাকে অথবা ডিলিট হয়ে যায়। তবে সার্চ ইঞ্জিন গুলো এই সমস্ত তথ্য অনেক বেশি সময়ের জন্য জমা রাখে না, আপনি হয়তো তিন থেকে চারদিনের পুরোনা রেজাল্ট গুলো পেতে পারেন। তবে কখনো কখনো CoralCDN এর মত ওয়েবসাইট গুলো দীর্ঘ সময়ের জন্য এমনকি Archive.org, কয়েক বছরের জন্য ওয়েবপেজ সেভ রাখতে পারে।

Cached Pages কি?

আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব CachedPages এর সাথে। এটি এমন একটি ওয়েব সার্ভিস, যেখান থেকে আপনি নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক দিয়ে, Google,  Bing, CoralCDN  এবং Archive.org এর মত ওয়েবসাইট গুলোর করা Archive.org পেজ গুলো দেখতে পারবেন।

Cached Pages

অফিসিয়াল ওয়েবসাইট @ Cached Pages

Cached Pages কিভাবে ব্যবহার করবেন?

চলুন দেখে নেয়া যাক কিভাবে Cached Pages ব্যবহার করে পুরনো পেজ দেখা যাবে।

১. ধাপ ১

প্রথম  Cached Pages এর ওয়েবসাইটে চলে যান তারপর আপনার দরকারি ওয়েবসাইটের URL দিন।

২. ধাপ ২

আমি আপনাকে বিষয়টি পরিষ্কার করার জন্য একটি ওয়েব সাইটের উদাহরণ দেব। দেখুন বর্তমানে ওয়েব সাইটের প্রথম টিউনটি খেয়াল করুন।

এখানে Top and best Telegram Movie group and Channels 2020 আছে। আমরা দেখতে চাই আসলেই দুইদিন আগে কি এমন ছিল কিনা।

৩. ধাপ ৩

আবার Cached Pages এ দিলাম। এবার দেখুন এখানে Top and best অংশ টুকু নেই। তার মানে সম্প্রতি এটা এডিট করা হয়েছে। আর এখানেই Cached Pages এর জাদু, সম্প্রতি এডিট বা ডিলিট হলেও সেই তথ্য দেখা যায়।

এর মানে হচ্ছে আজকে যদি কোন কারণে ওয়েবসাইটটি ডিলিট বা সার্ভার হ্যাক ও হয়ে যায় তারপরেও Cached Pages এর মাধ্যমে দুইদিন আগে যেমন ছিল তেমনি দেখতে পারবেন।

Cached Pages এর সুবিধাঃ

চলুন Cached Pages এর কিছু সুবিধা জেনে নেয়া যাক,

  • যেকোনো সময় যেকোনো ওয়েব পেজের এক্সেস পাবেন
  • সম্প্রতি কোন পেজ ডিলিট হয়ে গেলেও সেটা দেখে নিতে পারবেন
  • কয়েকবছর আগে ওয়েবসাইটটি কেমন ছিল তা জানতেও আপনাকে সাহায্য করবে Cached Pages

শেষ কথাঃ

আমরা জানি গুগল আমাদের ইন্টারনেটের তথ্য সংরক্ষিত রাখে। গুগল যা করে সেটা হচ্ছে, তারা যেকোনো ওয়েবসাইটের Cache গুলো আগে থেকে তাদের সার্ভারে সেভ রাখে যাতে আপনাকে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সাহায্য করা যায়। আর আজকে আমরা তাদের এই ফিচারটা কাজে লাগিয়ে আমাদের সমস্যার সমাধান করলাম। কখনো কখনো বিভিন্ন ওয়েবসাইট সমালোচনা কমাতে তাদের বিভিন্ন নিউজ রিমুভ করে দেয়, সেই সমস্ত নিউজ পুনরায় পেতে এই ওয়েবসাইট সাহায্য করতে পারে।

এই টিউনটি এখন হয়তো আপনার কাজে নাও লাগতে পারে কিন্তু হটাৎ করে প্রয়োজন হতে পারে টিউনটির, তাই চাইলে এটা বুকমার্ক করে রাখতে পারেন অথবা টাইমলাইনেও শেয়ার দিতে রাখতে পারেন।

তো আজকে এ পর্যন্তই কেমন লাগল আজকেই এই টিউনটি তা অবশ্যই জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হা-ফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 587 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস