
ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে টার্গেটিং অডিয়েন্স একটা গুরুত্বপুর্ণ কাজ। মর্ডান ওয়েবসাইট ডিজাইনাররা ওয়েবসাইট বানান ভিজিটরদের ওয়েবে ঘুরাঘুরির বিভিন্ন ডেটা এনালাইসিস করে।ওয়েবসাইট যদি জনপ্রিয় করতে হয় তাহলে ভিজিটরদের কথা করেই ওয়েবসাইট বানাতে হয়। শুরুতেই যেটি লাগে তা হল নাম নির্বাচন এবং ডোমেইন নাম সিলেক্ট করা। কিভাবে পছন্দ করবেন প্রতিষ্ঠানে নাম কিংবা ডোমেইন নাম।
বড়সড় পরিসরে পরিকল্পনা করতে গেলে প্রথমে আপনাকে আপনার প্রতিষ্ঠানে নাম পছন্দ করা উচিৎ এমন কিছু যেই নামে অন্যকোন প্রতিষ্ঠান ওই অঞ্চলে নেই। চাইলে আপনি বাংলা নাম ও রাখতে পারেন তবে অবশ্যই সেটি যাতে সহজেই উচ্চারনযোগ্য হয়।যত ছোট আকারে রাখা যাবে ততই মানুষের কাছে ছড়ানো সহজ হবে। নাম পছন্দ হলে সেই নামে ডোমেইন খালি আছে কিনা চেক করতে হবে। পছন্দনীয় ডোমেইন যদি খালি না পাওয়া যায় তাহলে এর সাথে কিছু মিলিয়ে খুঁজে দেখতে পারেন। ইন্টারনেটে বেশকিছু ওয়েবসাইট আছে যা আপনাকে ডোমেইন নেম খুঁজে বের করতে সহযোগিতা করবে। এরমধ্যে একটি হল Namemesh এবং অপরটি হল Domainsbot।
এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ।এসইও নিয়ে কাজ করে এমন একটা প্রতিষ্ঠানের রিসেন্ট একটা স্ট্যাডিতে বেশিকিছু ব্যাপার উঠে এসেছে যা তারা ওয়েবসাইট ব্যবহারকারী ও মার্কেটারদের উপর জরিপ করে সিদ্ধান্তে এসেছেন। কিছু পয়েন্ট আপনাদের সুবিধার্থে উল্লেখ করছিঃ
দেশীয় ডোমেইন .com.bd রেজিস্ট্রেশান করে সরকারী মালিকানাধীন বাংলাদেশ টেলিফোন কোম্পানী লিমিটেড।আপনার পছন্দের ডোমেইন নেম খালি আছে কিনা চেক করতে পারবেন এই লিংকে। .com.bd, .net.bd, .org.bd, edu.bd, ac.bd, gov.bd এই এক্সটেনশনগুলোর রেজিস্ট্রেশান করে বিটিসিএল। প্রতি ২ বছর রেজিস্ট্রেশান ২৫০০ টাকার মত এবং রিনিউ ফি ও একই লাগে। তবে এই ডোমেইন রেজিস্ট্রেশান করার জন্য কিছু ডকুমেন্ট লাগে। যেগুলো হলঃ
আমি এক্সনহোস্ট হোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বমানের SSD শেয়ার্ড, রিসেলার, ভিপিএস ও ডেডিকেটেড সার্ভারের হোস্টিং সেবা দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হোস্টিং সেবা প্রতিষ্ঠান ExonHost। সুলভমূল্যে হোস্টিং, ডোমেইন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। ওয়েবসাইটঃ https://www.exonhost.com/
নতুন কিচু জানতে পারলাম ধন্যবাদ ভাই