আপনার প্রতিষ্ঠানের নামে অন্য কেউ ডোমেইন রেজিস্ট্রেশান করার আগেই আপনি করে ফেলুন

ই-কমার্স বিজনেস যারা করছেন তারা যদি ভবিষ্যতে নিজেদের ব্র্যান্ডকে বড় পরিসরে নেয়ার ব্যাপার প্ল্যান করে থাকেন, তবে তাদের জন্য প্রথমেই উচিৎ প্রতিষ্ঠানের নামে ডোমেইন কিনে রাখা। এখনেই যদি কিনে না রাখেন তবে ভবিষ্যতে সেই নামে টল লেভেলে ডোমেইন .com, .net পাওয়ার সম্ভাবনা থাকবে না। কেইস স্ট্যাডি হিসেবে প্রথম দিকের জিপির cellbazaar[.]com এর কথাই ধরা যায়। Z এর পর aa থাকাতে তাদের প্রাইমারী অনেক ভিজিটরের লস হয়েছিল। একইভাবে আপনি বাংলাদেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তাকালেই দেখতে পাবেন, তাদের ডোমেইনের মাঝে হাইপেন কিংবা লং টেইল ডোমেইন ব্যবহার করতে হচ্ছে কোম্পানী নামের ডোমেইন খালি না পাওয়ার কারনে।

ডোমেইন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ICANN এর নীতিমালা অনুযায়ী কোন কোম্পানীর নামে ডোমেইন যে কিনেছে তার ইচ্ছা ছাড়া হস্তান্তর সম্ভব নয় আপনার ট্রেড লাইসেন্স/কাগজপত্র থাকুক আর না থাকুক।

আমরা প্রায়শ কাষ্টমারদের থেকে তাঁদের কোম্পানী নামের জন্য কিংবা নিজের নামের জন্য ডোমেইন রেজিস্ট্রেশন করার অর্ডার পাই কিন্তু বেশীরভাগ সময়েই তাঁদের দেয়া ডোমেইন নামগুলো টপ লেভেলের ([.]com,[.]net ফরম্যাটে) ফাঁকা থাকে না। সুযোগ বুঝে কেউ হয়তো তাঁদের কোম্পানীর ডোমেইন হয়তো আগেই রেজিস্ট্রেশান করে ফেলেছে কিংবা বিদেশী একই নামের কোন প্রতিষ্ঠান তাঁদের আগেই রেজিস্ট্রেশান করে ফেলেছে। ডোমেইন নেম পার্কিং বা কিনে নিলামে তোলা অনলাইনে জনপ্রিয় একটি ব্যবসা। যেমন, Insurance ডট কম ডোমেইন ২০১০ সালে হাতবদল হয়েছে রেকর্ড পরিমান ৩৫.৬ মিলিয়ন ডলার ব্যায়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ দামে মালিকানা পরিবর্তন হওয়া ডোমেইনগুলোর মধ্যে আরো কয়েকটি হলঃ
--
VacationRentals ডট কম $35 million in 2007
PrivateJet ডট কম $30.18 million in 2012
Internet ডট কম $18 million in 2009
360 ডট কম $17 million in 2011
Insure ডট কম $16 million in 2009
Fund ডট কম 2008 £9.99 million
--

তাই সুযোগ থাকতেই আপনার কোম্পানীর নামটির ডোমেইন রেজিস্ট্রেশান করে ফেলুন। আজ হয়তো লাগবে না কিন্তু কাল ঠিকেই লাগতে পারে। আপনার ওয়েবসাইট না থাকলে ফ্যানপেইজে কিংবা আপনার প্রোফাইলে রিডাইরেক্ট করে রাখুন।

ডোমেইন দাম খুব বেশী নয়। টপ টিএলডিগুলো রেজিস্ট্রেশান ও প্রতিবছর রিনিউ ফি ৮৫০ টাকা এবং বাংলাদেশী টিএলডি .com[.]bd/[.]org[.]bd রেজিস্ট্রেশান ও প্রতি দুই বছর রিনিউ ফি ২৫০০ টাকা। তবে বাংলাদেশি ডোমেইন এর ক্ষেত্রে কয়েকটা ডকুমেন্ট দিতে হবে বিটিসিএল এর কাছে যা ডোমেইন যারা রেজিস্ট্রেশান করেন তারা আপনার হয়ে করে দিবে।

এই সংক্রান্ত কোন বিষয়ে জানতে বা বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানান। ধন্যবাদ।

Level 0

আমি এক্সনহোস্ট হোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বমানের SSD শেয়ার্ড, রিসেলার, ভিপিএস ও ডেডিকেটেড সার্ভারের হোস্টিং সেবা দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হোস্টিং সেবা প্রতিষ্ঠান ExonHost। সুলভমূল্যে হোস্টিং, ডোমেইন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। ওয়েবসাইটঃ https://www.exonhost.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস