কয়েকটি এক্সেপশনাল নতুন ফ্রি ওয়েব এ্যাপ্লিকেশান

এর আগেও ডিজাইনারদের জন্যে, বিজনেস ম্যানদের জন্যে, নরমাল কয়েকটি ব্যবহারের জন্যেও কিছু ওয়েবওয়্যারকে রাউন্ডআপ করে লিখেছিলাম। এইবার এমন কিছু ওয়েবওয়্যার নিয়ে লিখব যা সকল শ্রেনীর মানিষের জন্যেই কাজে লাগতে পারে। ডিজাইনার হোক আর ডেভেলপার, অফিস ওয়ার্কারই হোক বা ম্যানেজারই হোক, হোক না সে একজন সুপারভাইজার, শিক্ষার্থী, এই টুলগুলো সবাই ব্যবহার করতে পারবেন।  তাহলে আসুন কথা না বাড়িয়ে টুলগুলো দেখে নেয়া যাক  -

কজি

cozi.jpg

এটি একটি অনলাইন ফ্রি ওয়েব সার্ভিস যার সাহায্যে আপনি আপনার ফ্যামিলি ম্যানেজ এবং ফ্যামিলির ব্যাস্ত শিডিউল পর্যন্ত ম্যানেজ  করতে পারবেন। আপনার শপিং চার্ট, বাহারি টু-ডু লিষ্ট, ফ্যামিলি মেম্বারদরে সাথে টাচে থাকা এবং কোন পুরোনো স্মৃতি শেয়ার করা - এই সমস্ত ফিচার আপনি পাবেন ওকই স্থানে।

আই টেরাসি

iterasi.jpgএটি মূলত নতুন নেট ইউজারদের জন্যে ব্যবহৃত হতে পারে। ইউজার যদি তার একদিনের ওয়েব এক্সপেরিয়েন্স পুরোটাকে একটা বাল্ক হিসেবে সেভ করতে চায় তাহলে এই ওয়েবওয়্যারটি কাজের হতে পারে। এর সাহায্যে CSS, JavaScript, AJAX, এমনকি ডাটাবেজ ড্রিভেন টেকনোলজি যেমন - PHP এবং ASP সবই একটি বাটন পুশ করার সাহায্যে সেম স্টেটে সেভ করা যাবে।

পার্পল ট্রেইল

purple-trail.jpg

ফ্রেন্ডসদের গেট টুগেদার, পার্টি ম্যানেজ এবং অর্গানাইজিং, এভেন্টস এবং মিটিং এই সব গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের একটি চমৎকার প্লাটফর্ম হচ্ছে পার্পল ট্রেইল। এটি মূলত একটি অনলাইন এভেন্ট অর্গানাইজার। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কোন ইভেন্টের ইনভিটিশন ক্রিয়েট করে তা আপনার ফ্রেন্ডসদের ও ইনভাইট করতে পারেন।

ওয়ানহাব

onehub.jpg

সহজে এবং নিরাপদে আপনি আপনার ব্যবসায়ের ইনফর্মেশান এবং ফাইল আপনার পার্টনার, কলিগদের এবং কাষ্টমারদের সাথে শেয়ার করতে পারবেন এই টুলের মাধ্যমে।

রক্সার

roxer1.jpg

যাদের ওয়েবসাইট বানানোর অনেক শখ। অথচ প্রোগ্রামিং না জানার কারনে বানাতে পারছেন তাদের জন্যে এই ওয়েব প্ল্যাটফর্ম। প্রোগ্রামিং না জানা থাকলেও খুবই সহজে এর মাধ্যমে একটি সাইট বানানোর সূযোগ দিচ্ছে এরা।

সোসিয়্যাল মেনশন

social-mention.gif

এটি একটি সোসিয়্যাল মিডিয়া সার্চ ইজ্ঞিন। এর মাধ্যমে আপনি বিভিন্ন ইউজার জেনারেটেড কন্টেন্ট, যেমন - ব্লগ, কমেন্ট, বুকমার্ক, ইভেন্ট, নিউজ, ভিডিও এবং মাইক্রো ব্লগিং সার্ভিসে সার্চ করতে পারবেন।

টিল্টশিফট মেকার

tiltshift.jpg

এই ধরনের টুল নিয়ে আগে অনেক লিখেছি। এগুলো হল ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিতে বিভিন্ন রকমের ইফেক্ট এ্যাড করা। এখানে ইফেক্টগুলো একটু স্টাইলিশ এবং আগের টিউনে উল্লেখ করা ইফেক্ট থেকে একটু ডিফেরেন্ট বটে।

ডেটাওপিডিয়া

dataopedia.jpg

ওয়েবসাইটের বিভিন্ন ফাক্টস খুজে বের করার জন্যে একটি ওয়ানস্টপ রিসোর্স। এই সার্ভিসে আপনি চাইলে ওয়েবসাইট, মোবাইল সাইট, সাইটের এমবিডেবল উইগেট এবং ব্রাউজারের এ্যাডঅনের সাহাজ্যে এ্যাক্সেস করা যেতে পারে।

লিসিংলি

listingly.jpg

আপনার বিভিন্ন কাজের হাজারো লিষ্ট অনলাইনে ম্যানেজ করতে সহয়তা করবে এই অনলাইন প্ল্যাটফর্ম। শুধু ম্যানেজই নয়, এর মাধ্যমে আপনি শেয়ার এবং আপনার লিষ্টকে আরো প্রাইভেট করও রাখতে পারবেন।

গেট গোলিং

get-goaling.jpgএই সার্ভিসটা আমার কাছে অনেকটা ডিফারেন্ট মনে হয়েছে। আমাদের সবারই লাইফে কোন না কোন গোল আছে এবং সেই গোলে পৌছানোর কোন কোন প্ল্যান আছে। এইখানে আপনি আপনার এই প্ল্যান এবং গোল সেভ করতে পারবেন। তাছাড়া আপনার মত একই গোল আরো যাদের আছে তাদের সাথে আপনি আপনার প্ল্যানিং এ্যাকশন শেয়ার এবং ডিসকাসও করতে পারবেন। সেখানে হয়ত আপনার প্ল্যান আরেকজনের কাজে দেবে নতুবা আরেকজনের প্ল্যান আপনার।

আশা করি টিউনার বন্ধুদের কাজে আসবে ...........

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Rex  
Level 0

টিনটিন ভাই আমার রক্সার সাইট পছন্দ হয়েছে । কারন আমার সাথে মিল আছে ,তবে ওটা বেটা র্ভাসন না হয়ে বেটী হলে ভাল হতো তাই না ……………………………….

সত্যি অনেক সুন্দর। গেট গোলিং সাইট টা আমার খুব পছন্দ হয়েছে।