আপনে কি জানেনে আপনে যেই ওয়েবসাইট-টি ব্রাউজ করছেন কিংবা আপনার পছন্দ এর ওয়েবপেজ টির আন্তর্জাতিক Online বাজার মূল্য কত ?না জানলে জেনে নিন ।

বিসমিল্লাহি রহমানির রহিম । কেমন আছেন সবাই?আশাকরি ভালই আছেন। আমরা প্রতিদিন নিত্তনতুন অনেক জিনিস অথবা অনেক বিষয়ে নিয়ে ইন্টারনেট এ ঘাটাঘাটি করি। পৃথিবীর যেকোন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ তৈরি করার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ব্যবস্যা-বানিজ্য, ব্যাংকিং থেকে শুরু করে ,নিউজ পেপার, শিক্ষা, খেলাধুলা এমন কোন বিষয় নেই যে তার সাথে ইন্টারনেটের কোন সম্পৃক্ততা নেই,আর এখন বর্তমানে বিভিন্ন ফ্রি ব্লগিং প্লাটফর্মের কল্যানে অনেকেই বিভিন্ন ওয়েব সাইটের মালিক,কিন্তু একটা ব্যপার কি আপনাদের জানা আছে-যে আপনে যাই সাইট টি  ব্রাউজ করছেন তার  আন্তর্জাতিক Online বাজার মূল্য কত অথবা আপনার নিজের অতি যত্নে গড়া সাইটির বর্তমান মূল্য কত তা আপনি ইচ্ছা করলেই জানতে পারেন খুব সহজেই এই সাইট এর মাধমেও।

একটি ওয়েবপেজ এর কিছু Interesting অ্যান্ড মজার Features অতি অল্প সময়ে জানতে পারা যায়ে, যেমন ধরুন :-

  •  বর্তমান ওয়ার্ল্ড রাঙ্কিং কত?
  • Alexa রাঙ্ক কত ?
  • বিজ্ঞাপন এর জন্য কন Ads মিডিয়া Use করে ?
  •   ওয়েবসাইট টি কোথাই হোস্টিং কোরা হয়েছে ?
  • Whois লুকআপ ?
  • অরিজিনাল Site Registation তারিখ কবে ? আরও অনেক কিছু.......

বেশ কিছু দিন আগে আমি আমার শকের ওয়েবসাইট টি এখান থেকে চেক করিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ীয়ে SEO করছি এবং ভাল ফল পাচ্ছি বলেই আপনাদের সাথে শেয়ার করা । পোস্ট টিতে ছোটখাটো ভুল থাকতে পারে।ভূল পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে সংশোধন করে দেবেন।উৎসাহ পেলে চালিয়ে যেতে চাই। একটু সময়ে পেলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।

Level 0

আমি সাজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই। অনেক কাজের পোস্ট

webrank add-ons দিয়েও দেখা যায়।

Level New

helpfulhub.com
Income Per Day দেখাচ্ছে $ 42.00 কিন্তু কই এর এক ভাগও তো হয় না! 🙂

সাজিদুর রহমান ভাই webrank add-ons দিয়ে টোটাল Calculate করা যাই না।আমি চেক করে দেকেছি। আপনাকে ধন্নবাদ suggestion দাওর জন্য ।
Helpful Hub এইখানের কিছু ডাটা ঠিক মতন শো করে না।আমি ও দেখেছি ।কিন্তু Overall আমার কাছে ভাল লেগেছে

Helpful Hub Vaiya apnke GooGle Adsense Use Koren..Onk valo hobe,Ami site ta deklaam,Onk valo Lagse.Site ta ki apnar 🙂