ফটোশপের জেনুইন অল্টারনেটিভ এখন আপনার ব্রাউজারে

অনেকদিন আগে কয়েকটি বেষ্ট ইমেজ এডিটিং অনলাইন প্লাটফর্মকে ফিচার করে একটা টিউন করেছিলাম। যেখানে পিক্সেলারটাকেই আমার বেশি ভালো লাগে। চমৎকার জিআইইউ, ফ্রেন্ডলি এবং ইজি গোয়িং। আসলেই মূগ্ধ করে দেয়ার মত।আবার আরো একটা টিউন করেছিলাম আর্টওয়েভার নিয়ে। যেটা সত্যিকার অর্থেই ফটোশপের অল্টারেনটিভ। নন প্রফেশনালদের জন্যে বেষ্ট অফ দ্যা বেষ্ট। তবে সেটা ছিল অফলাইন। অর্থাৎ আপনার পিসি থেকেই এক্সিকিউট করতো।

sumo-paint-interface.jpg

তবে একটি কথা আবারো বলতে চাই। প্রযুক্তি কখনো থেমে থাকে না। একজনের বানানো প্রযুক্তি থেতে অনুপ্রেনিত হয়ে আরেকজন যখন আরেকটি অধিক ফিচার সমৃদ্ধ প্রযুক্তি নিয়ে আসে তখন প্রযুক্তির দলাদলি তে উপকার ইউজারদেরই হয়ে থাকে।

তেমনি একটি জিনিসে আমি মূগ্ধ। আরেকটি ওয়েব বেজড্ প্ল্যাটফর্ম স্যুমো পেইন্ট। এটি সাধারনত একটি ফ্ল্যাশ বেজড্ একটি প্ল্যাটফর্ম। আরো দারুন ব্যাপার হল সাইনআপের ঝামেলা নেই। জাষ্ট লগইন করুন আর আপনার কাজ করতে থাকুন।

চকচকে তকতকে তাঁক লাগিয়ে দেয়ার মত ইউজার ইন্টারফেস। আধুনিক সমস্ত ফিচারে টইটম্বুর। যখন ব্যবহার করবেন তখন হয়ত বিশ্বাসই হবে না যে এটা ফটোশপ নয়। সবমিলিয়ে আমার মতে একটি ঝাক্কাস প্ল্যাটফর্ম।

sumo.jpg

চাইলে এখনি একবার ঢু মেরে আসতে পারেন।

স্যুমো পেইন্ট 

Have fun tuners ................

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আহা , সব দেখি ওয়েভ বেইজড।

Level 0

দেখি try করে………

Level 0

দারুন!