
আমি Internet Explorer দিয়ে ব্রাউজ করে মজা পাইনা এবং প্রায়ই দেখি অনেক সাইটের পুরোটা লোড করতে পারেনা মাইক্রোসফ্ট এর এই ব্রাউজার টি । আর আমার নিজের সাইট টাও বোধহয় Internet Explorer কে পছন্দ করেনা কিংবা অন্যটিও হতে পারে । যাইহোক, আমার নিজের সাইটের জন্যই প্রয়োজন অনুভব করছিলাম এমন একটা প্লাগইন যা Internet Explorer ইউজারদের Message দেবে যেন তারা সাইটটি অন্য ব্রাউজার দিয়ে ব্রাউজ করে ।

অ নে ক কষ্টে (!) অবশেষে একটা প্লাগইন তৈরি হল । বর্তমানে এইটা IE দেখলেই চিল্লায় । কদিন পর এটিতে Browser detection এর আরও সুবিধা যোগ হবে আশা করছি ।
এটি WordPress Plugin Directory তে দেয়া আছে । যে কেউ ইচ্ছে করলে নামিয়ে নিতে পারেন সেখান থেকে ।
আমি শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেখার চেষ্টা করছি কিভাবে নিজেকে প্রকাশ করা যায়...