আজকে মেকআপ আর মাঞ্জামারার (মডিউল ২ CSS)
#module_release #portfolio_milestone #module_2
বেসিক CSS মডিউল এ তোমরা সবাই ঝাঁপিয়ে পড়ো। এইটা পোর্টফোলিও মাইলস্টোন এর দ্বিতীয় মডিউল।
আজকের বিষয়বস্তু হচ্ছে বেসিক CSS। একদম বিগিনার হিসেবে তুমি কিভাবে html এর উপরে স্টাইল যোগ করবে সেটা দেখানো হয়েছে এই মডিউল এ। অর্থাৎ কিভাবে style tag সেট করবে। বিভিন্ন html ট্যাগ এর মধ্যে বিভিন্ন ধরনের কালার, font, css এর বিভিন্ন টাইপের units, width, height সেট করবে। এইগুলা নিয়ে একদম প্রাথমিক লেভেলের ধারণা।
এছাড়াও থাকবে css id, class, কিংবা tag এ স্টাইল এপ্লাই করার সিস্টেম প্রাথমিক আলোচনা। তারপর আছে border, border radius এর পাশাপাশি margin, padding, এবং css box model এর মতো গুরুত্বপূর্ণ জিনিস। আর শেষের দিকে থাকবে text align, display, inline, block, inline-block মতো জিনিস। আর একদম সবার শেষে থাকবে html ফাইলের বাইরে কিভাবে external css ফাইল ইউজ করবে। .
CSS বা HTML এইখানেই শেষ না:
এইখানে CSS এর শেষ না। বরং CSS নিয়ে আরো দুইটা মডিউল আছে। যার মধ্যে CSS বোনাস মডিউল এবং CSS3 এর transition, transform, animation, flexbox, grid এবং এই টাইপের আরো একটা মডিউল আসবে। মাইলস্টোন ২ এ। এমনকি HTML আরো ট্যাগ এবং HTML5 নিয়েও একটা মডিউল আছে মাইলস্টোন ২ এ। আর sass বা এই টাইপের কিছু জিনিস আসবে কোর্সের একদম শেষ দিকে। কারণ এটা আরো এডভান্সড টাইপের জিনিস। সো, ফিউচার নিয়ে চিন্তা করো না। আজকে যে সিম্পল জিনিস দেয়া হলো। সেটা আরামসে এনজয় করো। প্রাকটিস করো। কিছু একটা বানিয়ে ফেলো। .
প্রাকটিস:
তুমি কোর্সের জিনিসগুলো নিয়ে কিছু একটা প্রাকটিস অবশ্যই করবে। এমনকি ভিডিও এর বাইরে বাড়তি জিনিস নিয়ে প্রাকটিস অবশ্যই করবে। গুগল, ইউটিউবে সার্চ করবে। শিখবে। চমৎকার কিছু একটা জিনিস বানাই ফেলবে। তবে তোমার প্রাকটিস সাইট এর ছবি কিংবা এক্সটা কাজের ছবি বা এক্সটা জিনিসের হেল্প এর টিউন আপাতত গরূপে টিউন না দেয়াই বেটার। তাহলে যারা প্রবলেম ফেইস করছে তাদের হেল্প করা আমাদের জন্য সহজ হবে। তবে আজকের বা গতকালকের মডিউল দেখতে গিয়ে কোন সমস্যা ফেইস করলে সেটা অবশ্যই গরূপে টিউন দিবে। এবং আমরা হেল্প করবো। .
মডিউল রিলেটেড ফিডব্যাক:
আমি চেষ্টা করেছি সবগুলা ভিডিও একজন বিগিনার এর কথা মাথায় রেখে করতে। আর সব মডিউল এবং সব ভিডিও যে তুমি বুঝে ফেলতে পারলে- অবশ্যই ভালো। তবে কোন মডিউল এর ভিডিও দেখার সময় তোমার যদি মনে হয়- কি জানি বুঝি নাই। বা আরেকটু হইলে ভালো হতো। তাহলে সেই মডিউল রিলেটেড টিউন এ টিউমেন্ট করে দিও। তাহলে দরকার পড়লে আমি সেই মডিউল এ আরো কিছু ভিডিও রেকর্ড করে দিবো। কিংবা নতুন রেকর্ড করে বোনাস মডিউল যোগ করে দিবো। কিংবা লাইভ এ এসে কনসেপ্টগুলো ডিসকাস করে নিবো।
আজকের পর থেকে কেউ যদি জিজ্ঞেস করে CSS কি জিনিস? তুমি আবার বলে বসো না- CSS মানে Chicken Salad Sandwich
হ্যাপি ওয়েব ডেভেলপমেন্ট।
ভিডিও দেখা শুরু করে দাও
যুক্ত হোন আমাদের ফেসবুক গ্রুপে ঃ https://www.facebook.com/groups/pabnaitsolutioncenterbd
Visit Our Website https://pabnaitsolutioncenter.com
Batch -1 Group Link: https://www.facebook.com/groups/1254155765532672
blog Website: https://pabnaitsolutioncenterbd.blogspot.com
Business Email: [email protected]
আমি সিজান খান। Admin, Pabna IT Solution Cener, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় সিজান খান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য https://is.gd/techtunes_community লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।