ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করে ও তা প্লেস্টোরে পাবলিশ করার ধাপ কি কি?

একটি ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করে এবং তারপর ঐ অ্যাপটি প্লেস্টোরে পাবলিশ করতে প্রথমে প্রয়োজন আপনার ওয়েবসাইটের জন্য মোবাইল অ্যাপ তৈরি করা। অ্যাপ যতটা সম্ভব প্রফেশনাল করে তৈরি করতে হবে। কেননা, নরমাল টুলস দিয়ে অ্যাপ কনভার্ট করে প্লেস্টোরে পাবলিশ করা যায় না। অ্যান্ড্রোয়েড স্টুডিও দিয়ে স্পেল্যাশ স্ক্রীণসহ একটি অ্যাপ তৈরি করে নিলে তা প্লেস্টোরে এলাও করবে।

অ্যাপ ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ: অ্যাপের জন্য একটি ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ চোজ করতে হবে, যা প্লেস্টোরে সাপোর্ট করবে। জনপ্রিয় কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা, পাইথন, কোটলিন ইত্যাদি।

অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম : এরপরে অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম নির্বাচন করতে হবে। যেমন Android বা iOS জন্য ডেভেলপমেন্ট প্লাটফর্ম। এছাড়াও মাল্টি-প্লাটফর্ম ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একটি ক্রস-প্লাটফর্ম অ্যাপ তৈরি করতে পারেন  যেমন React Native বা Flutter।

ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করা: ওয়েবসাইট কে অ্যাপে কনভার্ট করতে সাধারণত ওয়েবসাইট কোডকে অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম এর মধ্যে ইনকরপোরেট করে নেওয়ার মাধ্যমে কাজটি করা হয়। ওয়েবসাইট থেকে ডাটা আপডেট করলে অ্যাপে অটো আপডেট তথ্য শো করবে। যদি গুগল এডমোব এড পাবলিশ করে আর্নিং করার ইচ্ছা থাকে তবে সেটি অ্যাপের মধ্যে কোড দিয়ে দিতে হবে।

প্লেস্টোরে অ্যাপ পাবলিশ করা: অ্যাপ ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে অ্যাপটি প্লেস্টোরে পাবলিশ করতে হবে। অ্যাপ এপ্রুভাল পেতে প্লেস্টোরের সকল প্রক্রিয়া অনুসরণ করে আপলোড করতে হবে।  তার আগে অবশ্যই ২৫ ডলার দিয়ে একাউন্ট সচল করে নিতে হবে।

ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করা এবং প্লেস্টোরে পাবলিশ করা প্রক্রিয়াটি একটি কমপ্লেক্স কাজ।  প্রোফেশনাল ডেভেলপার এবং অ্যাপ ম্যানেজমেন্টের সাহায্যের প্রয়োজন হতে পারে।  এই কাজে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।

Obaydul Haque
Web and app Developer
Whatsapp: 8801929766847

Check a demo -
https://drive.google.com/file/d/1B82TQoVVgBCw3yDyzlecf83ZYSDeZgHG/view?usp=sharing

Read my latest blog
https://www.kulauranews.com

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস