বন্ধুরা, আজ আমরা দেখব পিএইচপিতে কিভাবে কমেন্ট করা যায়। চলুন কথা বা বাড়িয়ে শুরুই করে দিই। 🙂
যেকোনো কোড লেখার পরে ঐ কোড পরবর্তীতে অন্য কারো মাধ্যমে আপডেট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তার বা অন্য কারো যেনো কোডটি বুঝতে সমস্যা না হয় তাই কোডের পাশে কমেন্ট যোগ করার সুবিধা দেয়া হয় যেকোনো প্রোগ্রামে।
পিএইচপি কোডে কমেন্ট করা জন্য "//" ব্যবহার করা হয়। যেমন, নিচের উদাহরনটি দেখু্ন।
<html> <body>//this is comment <?php echo "hello everybody"; ?> </body> </html>
লক্ষ্য করুন, এই কোডে ২য় কোডে "//" এর পরে this is comment কথাটি লেখা হয়েছে, কিন্তু তবুও কোডটি রান করার পরেও ব্রাউজারে লেখা প্রদর্শিত হবে না।
তবে আপনি যদি একাধিক লাইনে কমেন্ট করতে চান তবে কমেন্টের শুরুতে /* এবং শেষে */ দিলেই হয়ে যাবে। উক্ত কমেন্ট ব্রাউজারে প্রদর্শিত হবে না। যেমন,
<html> <body>/*this is comment the comment is running the comment is here too*/ <?php echo "hello everybody"; ?> </body> </html>
বন্ধুরা, আজ এ পর্যন্তই। হ্যাপি পিএইচপি লার্নিং। ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
manushera ki ajob.jodi tuneta hoto nin hacking soft,ar hoye zan bissher 1 number hacker.tahole dekhten kopaiya comment korto sobai.ar zesob jinish theke kichu sekha zay sedike karo kheyal nai.sekhane dhukar proyojon onuvob kore na.mithu vai ami ki php suru kore dibo.naki css korbo.janaben.