ভিপিএস সার্ভার এ সাউটকাস্ট সার্ভার ইন্সটাল করে ওনলাইন রেডিও চালানো প্রসঙ্গে

সাউটকাস্ট সার্ভার হচ্ছে রেডিও স্ট্রিমিং সার্ভার। বিশ্বের বেশীরভাগ

অনলাইন রেডিও ই এই সাউটকাস্ট সার্ভার দ্বারা পরিচালিত। আজ আমি

সাউটকাস্ট সার্ভার ইন্সটালেশান নিয়ে কিছু কথা বলব। সাঊটকাস্ট সার্ভার টি উইনএম্প

এর ডেভেলোপ করা। অনেক দিন আগে কোথায় জানি একটা পোস্ট দেখেছিলাম, কিভাবে

সাউটকাস্ট সার্ভার উইন্ডোস এ সেট আপ করা হয়। আসলে সাউটকাস্ট সার্ভার

উইন্ডোজ এ সেটাপ করে সেভাবে অনলাইন রেডিও চালানো যায় না। কারন

বাংলাদেশের কেউ এ ডেডিকেটেড আইপিতে নেট ইউজ করে না। সবাই শেয়ারড আইপি

তে ইউজ করে। তাই উইন্ডোজ এ ইন্সটাল করে অনলাইন রেডিও প্রোফেশনালি চালানো

যায় না।

আজ আমি দেখাবো কি ভাবে নিজের ভি পি এস সার্ভার এ সাউটকাস্ট ইন্সটাল করে

প্রোফেশনালি অনলাইন রেডিও করা যায়।

প্রথমে আপনার কম্পিউটারে পুটি ইন্সটাল করে নিন। http://www.putty.org/

এখান থেকে পুটি ডাউনলোড করুন।

তারপর পুটিতে আপনার ভি পি এস এর আইপি + পোর্ট, দিয়ে প্রবেশ করুন। তারপর

আপনার username= root দিয়ে আর পাসোয়ার্ড দিয়ে রুট ডিরেক্টরি তে প্রবেশ

করুন। আমি সাজেস্ট করব রুট এ সাউট কাস্ট ইন্সটাল না করতে। আপনি একটি নতুন

ইউজার একাউন্ট খুলে ফেলুন আপনার ভি পি এস এ। রুট এ ঢুকে লিখুন

adduser shouthcast

passwd shouthcast

এর পর পাস ওয়ার্ড চাইবে। দিয়ে কনফার্ম করুন ।

এর পর পুটি থেকে ডিসকানেক্ট করে আবার সেম আইপি + পোর্ট দিয়ে ঢুকুন কিন্তু

এবার নতুন করা সাউট কাস্ট ইউজার নেম আর পাসোয়ার্ড দিয়ে ঢুকুন। তারপর

সাউটকাস্ট সার্ভার টির লিনাক্স ভার্সন টি

http://www.shoutcast.com/broadcast-tools থেকে ডাউনলড করুন ভিপি এস এ ।

পুটি তে কমান্ড লিখুন

Wget http://yp.shoutcast.com/downloads/sc1-9-8/sc_serv_1.9.8_Linux.tar.gz

আপনার ভিপিএস এ সউথকাস্ট সার্ভার এর টী ডাউনলোড হয়ে যাবে। এবার ফাইল টি

আনযিপ করতে হবে।।

আবার কমান্ড লিখুন

tar –zxvf sc_serv_1.9.8_Linux.tar.gz

এবার আপনাকে sc_serv.conf ফাইলটি কনফিগার করতে হবে। আপনি এবার কনফিগারেশান ফাইল টি ওপেন করুন নিচের কমান্ডটি লিখে।

nano sc_serv.conf

এবার কনফিগারেশান ফাইলে

MaxUser

Password

PortBase

Adminpass

এই ৪ টা জিনিষ আপনার মন মত পরিবর্তন করে দিন এবং ctrl + X চেপে ফাইল টি সেভ করুন

এর পর ./sc_serv sc_serv.conf কমান্ডটি লিখে সার্ভার রান করে দিন।

আপনার সাউটকাস্ট সার্ভার শুরু হয়ে গেছে। এবার আপনি উইনাম্প দিয়ে

ব্রডকাস্ট করতে থাকুন।

কিভাবে ব্রডকাস্ট করতে হয় সেটা তো আগে থেকেই জানা যারা freecast4u এর

ফ্রি রেডিও চালিয়েহেন তারা তো জানেন ই।

আজ এ পর্যন্তই। নেক্সট টাইম দেখাবো কিভাবে ভিপিএস এ রিমোট ডেস্কটোপ

ইন্সটাল করে ঘরে বসে ইউ এস এর পিসি থেকে নেট ব্রাউজ করে কয়েক সেকেন্ড এ

কয়েক গিগা ফাইল ডাউনলোড করা যায়।

আমার নিজের সার্ভারে তৈরীকৃত অনলাইন রেডিও স্টেশন দেখতে ভিজিট করুন - http://www.spondonradio.com

আর কারো যদি রিজেনেবাল প্রাইস এর মদ্ধ্যে ভিপিএস প্রয়োজন হয় নিজের অনলাইন রেডিও স্টেশন চালানোর জন্য তাহলে

আমার সাথে যোগাযোগ করতে পারেন। আগ্রহীরা অনলাইন রেডিও স্টেশন চালানোর জন্য যাবতীয় সহযোগীতা আমার কাছে পাবেন ।

E-mail: [email protected]

Mobile: 01717 135531

Level 0

আমি spondonradio.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

C.E.O of http://spondonradio.com Buy Hosting and domain at cheap rate....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoi se

Level 0

খুব ভাই হয়েছে ভাইয়া

Level 0

আমি চেস্টা করে দেখি হয় কি না

    ধন্যবাদ ভাইয়া…। না হওয়ার কোন কারন ই নাই……।ঠিক মত করলে হইতে বাধ্য… 🙂

ভালো হয়েছে। তবে ছবি সহ দিলে আরও ভালো হত।

fine tune, but not details, Please write in details for understanding.

Level 0

ভাইয়া, জি-টক এ অ্যাড করেন=>> [email protected]