ওয়েব হস্টিং এর প্রতি আগ্রহ ২/১

গতকাল আমি একটি পোস্ট দিয়েছিলাম ওয়েব হস্টিং কি জিনিষ সেটা খুব হালকা ভাবে বুঝানোর জন্য। আমি সেখানে খুব ই সাধারণ ভাবে নতুন দের বোঝানোর চেষ্টা করেছিলাম। অনেক বিজ্ঞজন বলেছেন এটা কি পোস্ট হলো? আসলে আমি তাদের মত বিজ্ঞ নই এবং তাদের মত বিজ্ঞ দের জন্যেও পোস্ট করি না। যারা অল্প বোঝে তাদের  জন্যেই আমার অল্প জ্ঞান শেয়ার করি। বিজ্ঞদের কাছে আমি ক্ষমা পার্থী।

যাই হোক গত পোস্ট এ বলেছিলাম হস্টিং কি কি ধরনের হয়।

১। Dedicated Server

২। VPS Server

৩। Reseller hosting

৪। Shared hosting

একদম প্রথম ধাপ টা নিয়ে আজ আলোচনা করব।

Shared Hosting:

প্রথমে আমি যখন একটি ওয়েব সাইট বানাবো তখন আমার প্রথমে ২ টা জিনিষ দরকার। ১। ডোমেইন, ২। Shared hosting.

যারা নতুন তারা .Tk, ba .co.cc এক্সটেনশান এর ফ্রি ডোমেইন নিবে। ধরি .co.cc থেকে আমি একটি ডোমেইন নিলাম Bangladesh.co.cc.

এখন আমার নেক্সট কাজ হচ্ছে কোথাও থেকে একটি শেয়ার হস্টিং কেনা। এখন আমি যখন কারো কাছ থেকে হস্টিং কিনব তখন সে আমাকে Cpanel একাঊন্ট এর লিঙ্ক, আইডি , পাসওয়ার্ড দেবে।

Cpanel কি?

Cpanel হচ্ছে ওয়েব সার্ভার কন্ট্রোল করার একটি সফটওয়ার। যেটা সার্ভার এ ইন্সটাল করা থাকে। যেটা দিয়ে সব হস্টীং একাউন্ট, ডোমেইন, মেইল ইত্যাদি কন্ট্রোল করা হয়। Cpanel এর মত অনেক সফটোয়ার আছে। তবে Cpanel ওয়ার্ল্ড ওয়াড বেশী ব্যাবহৃত হয়। যেমন কম্পিউটারের অনেক ওপারেটিং সিস্টেমের মধ্যে Windows বেশী প্রচলিত তেমন।

যাই হোক এখন আমি একটি ডোমেইন নিলাম একটি শেয়ার হস্টিং নিলাম। দুইটা কাজ আমার শেষ। এখন কি করব? এখন একটি সিগারেট ধরাবো তারপর গার্ল ফ্রেন্ড এর সাথে ৫ মিনিট গেজাবো।

ওকে গেজানো শেষ।

এখন কথা হচ্ছে আমি এক যায়গা থেকে ডমেইন নিলাম আর হস্টিং নিলাম। কিন্তু আমি ওই ডোমেইন এর সাথে আমার হস্টিং একাউন্ট টা কিভাবে এক করব? এখন আমি যার কাছ থেকে সার্ভার নিলাম তার কাছ থেকে সার্ভার এর নেম সার্ভার চাইব ফোন দিয়ে। সে আমাকে মেসেজ এ নেইম সার্ভার দিলো।

Ns1.spondonradio.com,

Ns2.spondonradio.com,

ওকে এখন আমি ডোমেইন যেখান থেকে নিয়েছি সেখানে গিয়ে ডোমেইন এর কন্ট্রল প্যানেল এ গিয়ে নেইম সার্ভার এর জায়গায় নেইম সার্ভার দুটো বসিয়ে দিয়ে সেভ করে দিলাম। এখন ঘন্টা ৪-৫ ওয়েট করব। কারন নেইম সার্ভার সেট হতে কিছু সময় লাগে। আমার কাজ শেষ। এখন Bangladesh.co.cc তে হিট করলে আমার হস্টিং এ যা রাখবো সেটা দেখাবে।

এখন আসি শেয়ার হস্টীং এর কাম কাজ নিয়ে। কারন আমার দায়িত্ত হস্টীং নিয়ে পেচাল পারা। আমি যার কাছ থেকে হস্টিং ডোমেইন কিনেছি, সে আমাকে যে লিঙ্ক, আইডি, পাস দিয়েছে সেটা দিয়ে আমি লগিন করব cpanel এ। ধরি আমাকে লিঙ্ক দিয়েছে http://43.435.132.90:2082

আইডিঃ salehchagol পাসঃ gadha

এই লিঙ্ক আর আইডি পাস দিয়ে ধুকলাম তাহলে আমার সামনে নিচের মত একটি উইন্ডো ওপেন হবে।

এখন ওখানে ওনেক গুলা সেকশান আছে। ফাইল নামের সেকশানে file manager নামের একটা জিনিষ পাবেন। ওখানে ক্লিক করলে একটা ছোট্ট পপ আপ উইন্ডো ওপেন হবে। ওখানে go বাটোনে চাপ দিলে আরেকটা ট্যাব এ আরেকটা উইন্ডো ওপেন হবে। ওটা ফাইল ম্যানেজার। ওখানে আপনি যাই রাখবেন( জুম্লা, ওয়ার্ডপ্রেস, html পেইজ) তাই দেখাবে bangladesh.co.cc

এটাই শেয়ার হোস্টিং। cpanel এর শেয়ার হস্টিং এ অনেক অপশান আছে যেগুলা দিয়ে আপনার ওয়েব পেইজ কন্ট্রোল করবেন। এখন কে কিভাবে ওয়েব সাইট বানাবেন, কেমনে কি করবেন সেগুলা ওয়েব ডিজাইন যে শিখাবে তার কাছ থেকে শেখেন। আর শেয়ার হস্টিং টা নিয়ে ঘুটাঘুটি করেন তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। না ঘুটাইলে কিছুই শিখবেন না।

শেয়ার হস্টিং কি জিনিষ এটা সম্পর্কে একটু ধারনা তো পেয়েই গেছেন তাই না?

এর পর আমি রেসেলার হস্টীং নিয়ে পোস্ট করব। ওখানেও আসলে তেমন জটীল কিছু নেই সার্ভার সম্পর্কে । তবে তার পর যখন VPS নিয়ে আলোচনা করব তখন আসবে আসল সার্ভার নিয়ে নানা কথা। কিভাবে সার্ভার মেইন্টেইন করতে হয় তখন বুঝতে পারবেন। আপাতোত এটা নিয়ে ঘুটা ঘুটী করে ধারোনা ক্লিয়ার করেন।

এখন আমি আমার আগের পোস্ট নিয়ে কিছু কথা বলব সবার জন্য। আগের পোস্ট এ আমি একটা ওফার দিয়েছিলাম মাসে ১০০ টাকায় ২ জিবি যায়গা আর ২০ জিবি ব্যান্ডওয়াইড। এই ঘোষনার পর ওনেক ওয়েব সার্ভার ব্যাবসায়ী অনেক কথা বলেছে। বাজে কমেন্ট করেছে। আসলে আমি ওফার টা কেন দিয়েছিলাম সেটা বলি। বাংলাদেশের ছেলে মেয়েদের নেট এর টাকা দেয়ার মতই টাকা পায় না। সেখানে একটা সার্ভার কিনে ওয়েব ডিজাইনিং শিখবে এটা কল্পনার বাইরে। অনেকে অনেক আগ্রহের জায়গা থেকে ফ্রি হস্টিং নেয় কিন্তু ফ্রি হস্টিং এ Cpanel থাকে না, আরো অনেক কিছু থাকে না । যা দিয়ে আসলে কিছুই শেখা যায় না। আর হস্টিং এর টাকা ১ বছরের জন্য দিতে হয় যেটা অনেক। যেমন ২ জিবি জায়গা, আর ২০ জিবি ব্যান্ড ওয়াইড এর দাম বাংলাদেশী টাকায় বছরে  ২০০০-৩000 টাকার মত। যেটা অনেকেই কিনতে পারে না। আমি শুধুমাত্র নতুন দের কাজ করার সুযোগ করে দেয়ার জন্য মাসে ১০০ করে টাকাইয় হস্টিং দিতে চেয়েছিলাম। এখানে কোন ভাবেই ব্যাবসাইক মনোভাব ছিল না। কিন্তু কিছু মানুষ অনেক খারাপ ভাবে নিয়েছে। যারা সার্ভার ব্যাবসায়ের সাথে জরিত তারা ভালো করেই জানে এই টাকায় কোন ভাবেই লাভ করা যায় না। বরং লস। আমার সার্ভার এ ওনেক জায়গা আছে যেগুলো ৫০ জন কে ফ্রি তে দিলেও আমার কিছু যাবে আসবে না। কিন্তু ফ্রি তে দিলে কেউ সেভাবে কাজ করবে না। যখন কেউ টাকা দিয়ে নেবে তখন সে তার পুরোটা ব্যাবহার করার চেষ্টা করবে। তাই আমি ১০০ টাকা করে মাসে চেয়েছি। এটাই ছিল আমার উদ্দেশ্য। এতে করে অনেক নতুন্দের কাজের প্রতি আগ্রহ বাড়ত বলে ধারনা। অনেকে আবার আমাকে জানিয়েছে আমি ফেক কি না? LOLZ

যাই হোক যারা নিয়েছে তাদের অনেকের অনেক আগ্রহ দেখেছি। আমি অনেক খুশি। বাংলাদেশের ছেলেমেয়ে ফেইসবুকে ছেড়ে ওয়েব ডেভেলোপিং এ এগুচ্ছে এটাই আমার জন্য অনেক গর্বের।

. এর মধ্যে একজন মানুষকে নিয়ে বলতে চাই। যিনি অবসর নামে একটি সাইট চালান তিনি ওনেক কথা বলেছেন। তাকে বলতে চাই। ভাই আপনি তো future IT থেকে VPS কিনে হস্টিং বিক্রি করেন। আবার আপনার সাইটে লেখা আপনি ডেডিকেটেড সার্ভার বিক্রি করেন। আপনার মুখে এত পটর পটর মানায় না।

যাই হোক নতুনরা তোমাদের জন্য আমি সবসময় আছি। তোমাদের জন্য আমার ১০০ টাকার অফার রইল। চালিয়ে যাও ওয়েব ডেভেলোপিং।

[email protected]

Level 0

আমি spondonradio.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

C.E.O of http://spondonradio.com Buy Hosting and domain at cheap rate....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ওই ধরনের ফাল্টু লোকের কথাইয় কান দিবেন না। ওকে আমরা অনেক দিন ধরেই চিনি। ও এমনি। আপনি চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে…।।

    Level 0

    ঠিক আছে। আপনি নোতুন দের জোননো কিছু কোরতে ছাচছেন , ভালো। কিনতু এখোন ওনেক site আছে যারা monthly payment e web hosting provide kore.

    and…. ke VPS server chalai dedecated service provide kore… tar site er link ta dile amrao dekhe aste partam eta SOTTI kina…… r ….. apnar site er link ta dea jabe ki? amio NEW… apnar site thke hosting kinte chai

Level 0

ভাই কিছু মনে করবেন না , আমার মনেহয়

”এখন আমার নেক্সট কাজ হচ্ছে কোথাও থেকে একটি রিসেলার হস্টিং কেনা।” এর পরিবর্তে

”এখন আমার নেক্সট কাজ হচ্ছে কোথাও থেকে একটি শেয়ার হস্টিং কেনা।” কথাটি হবে । তবে আপনার যদি মনে হয় যে আপনার টি ঠিক তাহলে দয়া করে আমার কমেন্টর্সটি এড়িয়ে যাবেন । ধন্যবাদ।

    জি ভাইয়া আপনি ঠিক। আমার ভুল হয়ে গেছে। আমি এডিট করে দিচ্ছি। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন…।।

ভাইয়া অসাধারন হয়েছে। বাংলাদেশের শিক্ষিত তরুন রা হোস্টিং এর বিজনেস করে সহজেই স্বাবলম্বী হতে পারে।
একটু গাইড দরকার। যেটা আপনি করছেন। ভাই শুদ্ধ অশুদ্ধ নিয়ে আমার কোনো কোনো মাথাব্যথা নেই। আপনি আপনার মনের ভাব টি প্রকাশ করুন। আমরা বুঝলেই হলো। আর না বুঝলে এক্সপার্ট রা আশা করি দেখবেন। যতটুকু বুঝতে পারলে কাজ চলে, আমি ততটুকু বুঝতে পারলেই খুশি।আশা করি নিন্দুক এর কথায় মন নষ্ট করবেন না।

ভাই,

আপনার অফার নিয়ে কখন কোথায় আমি বাজে কথা বলেছি? আর কিভাবে কি বিক্রি করি তা জনসম্মুখে বলার বিষয় না। যা বিক্রি করি তাই আমার সাইটে দেয়া আছে। এবং যা অফার করি তাই সরবরাহ করে থাকি। কেউ বলতে পারবে না যে ভিপিএস অথবা ডেডিকেটেড সার্ভার অর্ডার করে তার ভিপিএস/ডেডিকেটেড সার্ভার বুঝে পায়নি। আমি ব্লগে মার্কেটিং করতে আসিনি যে আমার প্রোডাক্ট নিয়ে কথা বলব। এবং আপনার অফার নিয়েও আমি কোন মন্তব্য করতে চাই না।

শুভ হোক আপনার ব্লগিং।

<code>এর মধ্যে একজন মানুষকে নিয়ে বলতে চাই। যিনি অবসর নামে একটি সাইট চালান তিনি ওনেক কথা বলেছেন। তাকে বলতে চাই। ভাই আপনি তো future IT থেকে VPS কিনে হস্টিং বিক্রি করেন। আবার আপনার সাইটে লেখা আপনি ডেডিকেটেড সার্ভার বিক্রি করেন। আপনার মুখে এত পটর পটর মানায় না।</code>.

@ spondonradio.com আপনি একজন সম্মানীত ব্লগারের নামে অভিযোগ করার আগে আপনার অভিযোগ যে সত্য সেটা নিশ্চিত করতে লিন্ক দেয়া উচিৎ ছিল। আর আপনি একজন সম্মানীত ব্লগার হয়ে আরেকজন ব্লগারকে যে ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছেন । সেটা অবশ্যই কুরুচিপুর্ণ।

Level 0

ধন্যবাদ আপনার টিউনের জন্য। একটাই অনুরোধ থাকবে টিউনের মাধ্যমে অন্য ব্লগারকে ব্যক্তিগত আক্রমণ না করার। আর যা লিখবেন তা সম্পুর্ণ লিখবেন। ভুল ত্রুটি চেক করে পোস্ট করবেন। আর হোস্টিং এর নেম সার্ভার ফোন দিয়ে নিয়ে আসার দরকার হবে কেন? যে কোম্পানির সাইট থেকে অর্ডার দিবেন তাদেরকে পেমেন্ট করার সাথে সাথেই আপনার একাউন্ট এ্যাকটিভ করে দিবে এবং ইমেইলে সব ধরণের ইনফরমেশন পেয়ে যাবেন। আর ব্যবসা ব্যবসার মতোই হতে হবে। যারা হোস্টিং অটোমেশন এর জন্য সফটওয়্যার কিনতে পারে না সে কোম্পানি আর কি ই বা সার্ভিস দিবে। হোস্টিং এর ক্ষেত্রে সাপোর্ট একটি গুরুত্বপুর্ণ ফ্যাক্টর। অনলাইন সাপোর্ট যদি না থাকে তাহলে কোম্পানির সাপোর্টের অবস্থা কেমন তা ট্রেস করা যাবে না এবং কিছু বলা যাবে না এ জন্য। আর আপনার ১০০ টাকা মাসে ১২ মাসে ২জিবি হোস্টিং এর দাম ২৪০০ টাকা আসে। কিন্তু বর্তমান মার্কেটে ১৫০০-২০০০ টাকা বছরে ২ জিবি হোস্টিং পাওয়া যায়। কিন্তু আপনি বলতেছেন এই দামে বিক্রি করলে লাভ করা যায় না। এতেই আপনার ব্যবসায়িক মানসিকতা প্রকাশ পায়। টিউনের আড়ালে হোস্টিং বিক্রি করার মানসিকতা কাজ করছে আপনার।

আমার মন্তব্যে কষ্ট পেলে আমি আন্তরিক ভাবে দু:খিত।

    আমি আপনার সাথে একমত। উনি যতই বলুন ব্যবসায়িক মন মানসিকতা নেই কিন্তু সেটা কাজ করতেছে। আর লেখাটা খুবই নিম্নমানের হয়েছে।শেয়ার হোস্টিং নিয়ে শুরু করলেও সেটা কি তা আর খুজে পেলাম না,সাথে ভিপিএস/ডেডিকেটেড কি তাও খুজে পেলাম না। আর সার্ভার নিয়ে লিখতে বসেছেন,একটু ভালো ধারনা থাকা দরকার ছিল। আর হাসি পেল নেমসার্ভার নামটা ফোন করে শুনতে হয়েছে। কেন ভাই আপনার সিপ্যানেলেই তো লেখা আছে ভালো করে দেখেন নিচের দিকে বাম পাশে। সামনে আরো ভালো লেখা আশা করছি।

    @dark night
    ভাইয়া আমি পোস্ট টা তাদের জন্য করেছি যারা বাংলাদেশের সাধারন ছেলে মেয়ে। বাংলাদেশের কয়জনের কাছে পে পাল আর মাস্টার কার্ড আছে যে অর্ডার দিয়ে পামেন্ট করবে ওটোমেশান সফটোয়ার এ। আর আমার হস্টিং এর ওটিমেশান সফট ওয়ার নেই সেটা আপনাকে কে বলল? ভাই আপনি এমন একটা প্রতিষ্ঠান দেখান যারা এক বছর ছাড়া মাসিক পে মেন্ট নেয়। আসলে আপ্নারা কেউ এ চান না এমন সুযোগ বাংলাদেশের ছেলে মেয়ে পাক। যাই হোক ভাই আপনারা অনেক বোঝেন। আপ্নারাই আগামীতে ভালো করে পোস্ট দিয়েন। ভালো মত বুঝিয়ে দিয়েন হস্টীং নিয়ে। আমি আর পোস্ট করব না। আর আমার হস্টিং কারো নেয়া লাগবে না। মানুষের ভেতরে পুজিবাদি চরিত্র এততা প্রকট ধারনা ছিল না। আর ফোন দিয়ে নেম সার্ভার নেয়ার কথা টা আমি মজা করে বুঝিয়ে দিয়েছি যাতে পাঠক বোঝে নেম সার্ভার নিয়ে ডোমেইন চেনে হস্টিং কে।

    যাই হোক ভাই, আপ্নারা অনেক বেশী দক্ষ।, আপ্নারা দক্ষ ভাবে নতুন্দের বুঝিয়েন। ভালো থাকবেন সবাই।

    Level 0

    @spondonradio.com,
    কি মসিবতে পড়া গেল। কিছু লিখলেই ভাবেন আপনাকে লিখা হয়েছে। এর আগে আগে একজন আপনার অন্য পোস্টে মন্তব্য করলেন। আপনি দ্বিতীয় টিউনে এসে উনি আপনার অফার সম্পর্কে বাজে মন্তব্য করেছেন বললেন। আমি ওই টপিকটা পড়ে আপনার অফার সম্পর্কে উনার কোন মন্তব্যই খুজে পেলাম না। আশাকরব ভবিষ্যতে এ বিষয়ে সতর্কতার সহিত অন্যের বিরুদ্ধে অভিযোগ করবেন। আর হোস্টিং কোম্পানি অটোমেশণের জন্য পেপাল, ক্রেডিট লাগে না। ব্যাংকে পে করে ক্লায়েন্ট জানানোর পর কনফার্ম হয়ে অর্ডার এ্যাকটিভ করে দিলে ক্লায়েন্টের কাছে মেইল চলে যাবে।

Level 0

আমি ঠিক বুঝতেছিনা। কিন্তু এটা ঠিক Hosting ব্যবসাটা এতো সহজ না।

    উনি তো শুধু হোস্টিং নিয়ে সার্ভার সফটওয়্যারের ব্যবহার বলেছেন। যা থেকে কিছুই বুঝবেন না। এই বিষয়টা এত বড় যে উনার উচিত ছিল লেখার আগে ভাবা। পরিকল্পিতভাবে লেখা উচিত ছিল,ছন্নছাড়া ভাবে লিখলে তো কেউ কিছুই বুঝবেনা। আর ভাই হোস্টিং প্রোভাইডারেরা ডোমেইনে হোস্টিং এর নেম সার্ভার দিয়ে দেয় সুতরাং আপনাকে এটা নিয়ে তো ভাবার দরকার নাই,হুদাই কনফিউজড করতেছেন কেন?

expand stats এ ক্লিক করলেই সেই সার্ভার/সিপ্যানেল সম্পর্কে সব তথ্য আপনাকে দেখাবে। মানে নেমসার্ভার এর কথা বলতেছি,আপনার ফোন করা লাগবে না।

    ফোন দিয়ে নেম সার্ভার নেয়ার কথা টা আমি মজা করে বুঝিয়ে দিয়েছি যাতে পাঠক বোঝে নেম সার্ভার নিয়ে ডোমেইন চেনে হস্টিং কে।

    যাই হোক ভাই, আপ্নারা অনেক বেশী দক্ষ।, আপ্নারা দক্ষ ভাবে নতুন্দের বুঝিয়েন। ভালো থাকবেন সবাই।

    Read more: https://www.techtunes.io/web-development/tune-id/79187/#ixzz1RayX5hkh

Level 2

চালিয়ে যান ভাই।আমরা আছি আপনার সাথে।তবে,আপনার নাম টা আর মোবাইল নাম্বার টা দিবেন কিন্তু জলদি।

Level 0

আপনি শেয়ার্ড হোস্টিং সম্পর্কে আলোচনা করতে গিয়ে শেয়ার্ড হোস্টিং কাকে বলে তাই বলেন নাই। আপনি নিয়ে আসছেন সিপ্যানেলের আলোচনা। সিপ্যানেল দিয়ে শেয়ার্ড হোস্টিং বুঝায় না। সিপ্যানেল সব হোস্টিং এই ব্যবহার হয়। জানি না যারা ভাল ভাল বলে মন্তব্যে করেছেন তা কি বুঝলেন।

<b>ডোমেইন:</b> ডোমেইন হচ্ছে আপনার ইন্টারনেট আইডেন্টিটি। যার মাধ্যমে মানুষজন আপনার ওয়েব সাইটকে চিনবে।

<b>ওয়েব হোস্টিং:</b> ওয়েব হোস্টিং হচ্ছে যেখানে আপনার ওয়েব সাইট ডিজাইনটা রাখা হবে। ব্রাউজারে যখন ডোমেইন লিখা এন্টার করা হবে তখন ডোমেইন আপনার ডোমেইন প্যানেলে নির্ধারণ করা আইপি খুজে আপনার সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করবে এবং সার্ভার কনটেন্টটি সার্ভ করবে।

<b>ওয়েব সার্ভার: </b>ওয়েব সার্ভার হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম যা http প্রটোকল এর মাধ্যমেকনটেন্ট সার্ভ করে যেমন ওয়েব পেইজ। এই সার্ভার প্রোগ্রামটি ভার্চুয়াল মেসিন অথবা পিসিতে সেটাপ দেয়া হয়।

<b>শেয়ার্ড ওয়েব হোস্টিং:</b> একটা সার্ভার যখন একাধিক লোকের সাথে ভাগ করা হয় তখন সেটা শেয়ার্ড হোস্টিং। যেমন- একটা সার্ভারের অধিনে অনেকগুলো ডোমেইন/একাউন্ট হোস্ট করা হলো। সব গুলো ডোমেইন সার্ভারের রিসোর্স ভাগাভাগি করে ব্যবহার করবে। যদি একটা সার্ভার কারো সাথে ভাগাভাগি করা না হয় তাহলে সেটা ডেডিকেটেড সার্ভার।

আমি সংক্ষেপে কিছু বুঝানোর চেষ্টা করলাম।

    Good.. caliye jaan. apnara evabey regular post kortey thaken.. taholei amader moto kom jan ney ala lok jon kichu sikhtey parbey….caliye jaan.. ajkei hosting niye apnar ekta valo post cai.. opekkhay roilam

    Level 0

    যদি সময় পাই এসব বিষয়ে লিখব। ধন্যবাদ আপনাকে।

    ভাই এই কথাগুলো আপনি যত ছোট করে বললেন এত ছোট না ব্যাপারগুলো তা আপনিও জানেন। কিন্তু আসলেই আপনি অনেক সংক্ষেপে এবং বিস্তারিত বলেছেন, আমি এত সহজে বলতে পারতাম না। আপনার একটি ভাল লেখা চাই। শুরু করেন আস্তে আস্তে ভাই। এসব লেখা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে।

    Level 0

    @Liton-Online.Com,

    ভাই আশাকরি শীঘ্রই টিউন দিব। ব্যস্ততার জন্য লেখার সময় পাইনা, আর ব্লগে মাঝে মাঝে এসে টিউন পড়ি কিন্তু লগিন করে মন্তব্য ও করা হয় না।

Level New

আপনার টিউন গুলো সুন্দর হচ্ছে। আপনি আপনার মত চালিয়ে যান 🙂

    Level 0

    কিভাবে সুন্দর হলো বলুন? শেয়ার্ড হোস্টিং মানে সিপ্যানেল নাকি? উনি শেয়ার্ড হোস্টিং আলোচনা শুরু করে তো শেয়ার্ড হোস্টিং কি জিনিস তা বললেন না। বললেন আমার নেক্সট কাজ হচ্ছে কোথায় হতে শেয়ার্ড হোস্টিং কেনা। উনি টিউন করলেন নবীনদের জন্য কিন্তু সেই নবীন জানে না শেয়ার্ড হোস্টি কি জিনিস। আবার কেনার পর কাজ নাকি গালফ্রেন্ড এর সাথে গ্যাজানো এবং সিগারেট খাওয়া। পারসোনাল বিষয় টিউনে তুলে নিয়ে আসার দরকার কি?

    যাই হোক আমি উনার ভিপিএস টিউটরিয়ালের অপেক্ষায় রইলাম।

বিদেশি ভাওতাবাজি বনাম দেশী ভাওতাবাজি!!! ফাঁদে পড়ে কাঁদে সাধারণ জনগন! শিরনামে লেখা আমার এই পোষ্টটি পড়ে দেখবেন কি?

http://www.somewhereinblog.net/blog/shafiulalamchowdhuryblog/29410253

Level 0

ভাই। আমি online radio বানাতে চাই। এর জনন আমায় কত টুকু জায়গা দরকার। আর every year কি আপনার ফিস বারবে। নাকি মাসে ১০০ টাকাই রইবে।যদি ১০০ করেই রয় তাহলে আমি কাজ করতে পারি।

Level 0

SUPTOO VAI (SPONDONREDIO) KEMON AACHEN ????

AMAR DOLLER MERE DIE KOTODIN SUKHE THAKLEN ?

CHINTA KOIREN NA, AMI OI KOIEKTA DOLLER HARIE FOKIR HOI NAI, BORONG NIJEI HOSTING COMPANY KHULCHI.
DEKHTE PAREN=> http://www.friendhost.in

r apnar jodi free lage jogajog koiren=>

GTALK> [email protected]
a.
apnare ami block kori nai.

শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনি কি আমাকে একটা টিপস দিতে পারেন?
আপনাকে ইমেইল করছি।

ধন্যবাদ আপনার টিউনের জন্য।