ওয়েব সাইট র‌্যাঙ্কে না আসার কারন

প্রথমত,  আপনি আপনার সাইটের জন্য এসইও করে থাকেন। অফপেইজ এসইও,  অন পেইজ এসইও করে সাইটটিকে র‌্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যেন একটি সাইট এস.ই.ও করার সময় কোন ভুল করে না বসেন।

আর এস, ,  হলো লং টাইম প্রোসেস। আপনি হয়তো ইউটিউবভিডিও দেখে অথবা বিভিন্ন স্বল্প সময়ের কোর্স দেখে এস, ই, ও শিখেছেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে এস, ই, ও দুই-তিন মিনিট কিংবা দুই-তিন মাস এর কাজ না। আপনাকে নিয়মিত কাজ করতে হবে এস, ই, ও এর উপর যদি আপনি আপনার সাইটটিকে র‌্যাঙ্কিংয়ে আনতে চান।

নোটঃ নিয়মিত সাইটকে এস, ই, ও করতে হবে। এস, ই, ও একটি লং টাইম প্রসেস।

যদি আপনি ব্ল্যাক হ্যাট এস, ,  করে থাকেন তাহলে আপনার সাইট হয়তো কিছু সময়ের জন্য র‌্যাঙ্কে আসবে কিন্তু পরবর্তীতে আপনার সাইট র‌্যাঙ্কিংয়ে আসবে না বরং র‌্যাঙ্কিং হারিয়ে ফেলবে।

নোটঃ ব্ল্যাক হ্যাট এস.ই.ও পরিহার করুন।

এস, ,  এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ঃ

সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করা

সঠিক ভাবে কিওয়ার্ড রিসার্স করে নিলে আপনার পোষ্টটি গুগলে অনেক সহজেই র‌্যাঙ্ক করবে। মূলত গুগলে র‌্যাঙ্ক করার ক্ষেত্রে কিওয়ার্ড অনেক গুরুত্ব বহন করে। আপনি যদি না জেনে থাকেন  কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তাহলে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন।

ওয়েব সাইটের কোয়ালিটি ভালো করার চেষ্টা করা

ওয়েব সাইটের কোয়ালিটি ভালো হতে হবে। অর্থাৎ আপনার ওয়েব সাইটটির ডিজাইন, লোগো, মেন্যু, সাইডবার এবং এডসেন্স এর অ্যাড ইত্যাদী যেন ‍খুব ভালো ভাবে শো করে। দেখতে যেন একদম ফ্রেশ মনে হয়। অনেক ওয়েব সাইট আছে যার ডিজাইন করা অনেক দেখতেও ভালো লাগে কিন্তু লোডিং টাইম অনেক। আবার অনেক ওয়েবসাইট এর তো কোয়ালিটির যা তা অবস্থা। বিশেষ করে নতুন ব্লগাররা এমন করে থাকেন। গুগল যখন ওয়েব সাইটের অবস্থা এমন দেখে তখন র‌্যাঙ্কে থাকা সত্ত্বেও এই সমস্ত টিউন গুগল র‌্যাঙ্কিং এ পেছনে ফেলে দেয়।

ডিভাইস ফ্রেন্ডলি থিম ব্যবহার করা

অনেক সময় ব্লগিংয়ে এ আমরা এমন ধরনের থিম ব্যবহার করে থাকি যার ডিজাইন মোবাইলে ঠিক দেখায় কিন্তু ডেস্কটপে দেখতে গিয়ে উল্টা পাল্টা হয়ে যায়। আবার ডেস্কটপে দেখতে ঠিক লাগে কিন্তু মোবাইলে দেখতে অন্যরকম লাগে বা ডিজাইন নষ্ট হয়ে যায়। এটা হয় ডিভাইস ফ্রেন্ডলি থিম ব্যবহার না করার জন্য। এই সমস্যার সমাধান ফ্রি কোন থিম এ পাবেন না। এর জন্য আপনাকে একটি প্রিমিয়াম থিম ব্যবহার করতে হবে অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনি কোন ভালো ডেভেলপার দিয়ে আপনার ওয়েবসাইটের জন্য একটি রেসপন্সিভ থিম/ট্যাম্পেলেট বানিয়ে নেন।

ইন্টার্নাল লিঙ্ক ব্যবহার করা

ইন্টারনাল লিঙ্ক অন পেজ এস.ই.ও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে আপনার সাইটের ভিসিটর আপনার সাইটে অনেক্ষন ধরে থাকবে। আপনার একটি আর্টিকেল যদি তার ভালো লাগে তাহলে সে আরও আর্টিকেল দেখতে থাকবে। আর আপনার আর্টিকেল যেই সম্পর্কীত হবে সেই সম্পর্কীত আরও কিছু লিঙ্ক আপনি আপনার ঐ টিউনের মধ্যে দিয়ে দিবেন। এতে করে আপনার সাইটের কোয়ালিটিও অনেকটা ভালো হবে এবং আপনার অন পেজ এস.ই.ও তে প্রভাব ফেলবে।

পাঁচওয়াক্ত নামাজ পড়ি। সুস্থ সুন্দর জীবন গড়ি

কম্পিটিটরের টিউনের দিকে খেয়াল রাখা

উপরিক্ত বিষয়গুলো বিবেচনা করার পরে আপনার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার কম্পিটিটরদের পোষ্টগুলোর উপর।  তারা যেই ভাবে টিউন করেছে তাদের টিউনে যেই উপকরণ গুলো আছে সেইগুলো আপনার সাইটেও দেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনি আপনার কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করতে পারবেন।

মূল ‍সূত্রঃ ওয়েব সাইট র‌্যাঙ্কে না আসার কারন

Level 3

আমি ওমর সাব্বির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস