Com ডোমেইন কিনুন মাত্র 399 টাকায়, সময় শেষ হবার আগেই রেজিষ্ট্রেশন করে নিন আপনার কাঙ্খিত ডোমেইন টি সাথে হোষ্টিং

আসসালামু আলাইকুম।

আশা করি সকলে ভালো আছেন।

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অফার রিলেটেড টিউন।
দয়া করে কেউ প্রমোট ভাববেন না, অফারটি শেয়ার করায় ইউজার রা অনেকেই উপকার হবেন বলে আমি মনে করি তাই শেয়ার করলাম।

আজ যা শেয়ার করতে যাচ্ছি তা হলো,

.Com ডোমেইন মাত্র 399 টাকায়।

অফারটি দিচ্ছে, বাংলাদেশী  একটি হোষ্টিং কোম্পানী। কোম্পানী লিংক: MunniHost.Com। এই কোম্পানী প্রায়সই ডোমেইন এবং হোষ্টিং এ বিভিন্ন অফার দিয়ে থাকে। এই কোম্পানীর সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত। নিয়মিত এই কোম্পানী থেকে ডোমেইন এবং হোষ্টিং কিনে থাকি। কম দামে অনেক ভালো সার্ভিস প্রভাইড করে, তাই শেয়ার করলাম।

আমি এখান থেকে অনেকগুলো হোষ্টিং এবং ডোমেইন নিয়েছি। তার একটি প্রমান (স্ক্রীনশট) দেওয়া হলো:

[উক্ত কোম্পানীটি থেকে আমি এপযন্ত 37টি হোষ্টিং এবং 64টি ডোমেইন নিয়েছি। রিতিমতো ভালো সার্ভিস পেয়েছি বলেই টিউন করছি]

—-

এই কোম্পানীটি যে অফার গুলো দিচ্ছে তার একটি ছোট্ট তালিকা প্রকাশ করা হলো:
★.COM Domain 399taka/1year

★.XYZ Domain 99taka/1year

★ 20GB Superfast NvME Hosting + Free.COM Domain 1199taka/1year

★ Only 10GB NvME Hosting 799taka/1year

আরো অনেক অনেক অফার আছে তাদের। তাদের ওয়েবসাইট টি ভিজিট করলেই দেখতে পাবেন।

কিছু কথা,

এই কোম্পানী কম দামে সার্ভিস দেয় বলে অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু আমি সহ আমার পরিচিত সবাইকে এই কোম্পানীর রেফার করি। এই কারণে যে এদের দাম কমসহ সার্ভিস এন্ড সাপোর্ট অনেক ভালো পাই।  তাছাড়াও এই কোম্পানীর যেকোন সার্ভিস, bkash & rocket এ টাকা পাঠিয়ে  কেনা যায়।

২য়ত, কোম্পানীর সমস্ত সব কিছুর জেনুইন লাইসেন্স আছে। চাইলে আপনারাও এই কোম্পানীর লাইসেন্সগুলো চেক করে নিন।

WHMCS License Check Link: https://www.whmcs.com/members/verifydomain.php (লিংকে প্রবেশ করে munnihost.com টাইপ করে সার্চ করুন)

cPanel License Check Link: https://verify.cpanel.net/app/verify?ip=178.238.229.165 (ডাইরেট লিংক দেওয়া আছে, এখানে অন্য কিছু লিখার প্রয়োজন নেই। Munni Host এর আইপি লিংকে দিয়ে দিয়েছি)

 

কিছু কমন প্রশ্নের উত্তর:
* এরা ডোমেইন এবং হোষ্টিং এর ফুল কন্ট্রোল প্যানেল প্রভাইড করে

*.Com Domain এর রিনিউয়াল ফি ৮৫০ টাকা

*  হোষ্টিং এর ক্ষেত্রে রিনিউয়াল ফি সেম থাকবে

* কোম্পানী টি ২৪ঘন্টা সাপোর্ট প্রদান করে

 

তো আশা করি সকলে বুঝতে পেরেছেন।

তো এবার নিশ্চিন্তে এই কোম্পানী থেকে ডোমেইন হোষ্টিং কিনতে পারেন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে তাদের লাইভ চ্যাটে অথবা, তাদের ফোন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন।

কোম্পানী লিংক: MunniHost.Com

 

চেষ্টা করলাম নতুন কিছু জানানোর, তারপরেও যদি কোন ভুল হয়ে থাকে তবে ক্ষমা করবেন দয়া করে।

সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, মাস্ক ব্যবহার করুন।

ধন্যবাদ সবাইকে।

Level 1

আমি অনন্যা আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস